![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল আপনাদের সাথে।
সামুর সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনারা সহৃদয়ে আমাকে গ্রহণ না করলে আমি এখানে এতদিন থাকতে পারতাম না । যদিও আমি রেগুলার নই ,পোস্টও অনেক কম।
আমি ব্লগে আসার পর পরই ব্লগার নূর মোহাম্মাদ নূরু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। যে কদিন তাকে পেয়েছি ,তার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। তাঁর জন্য মহান আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি।
ব্লগে এলে একজনকে আমি খুব মিস করি ,ব্লগার নিবর্হণ নির্ঘোষ।কোন এক অবুঝ অভিমান নিয়ে ব্লগ ছেড়েছেন। তবে যেখানেই যাবেন তিনি খুব ভালো করবেন।দারুণ প্রতিভাবান মানুষ।
ব্লগে যারা নিয়মিত লেখেন সবার লেখাই অল্প বিস্তর পড়ার চেষ্টা করি। জীবন যদি সময়ের নিশ্চয়তা দিতো তবে কোন লেখাই পড়া বাদ দিতাম না।
আলাদা করে কারো নাম লিখছি না,ব্লগের সবাইকে আমার অভিনন্দন ও দোয়া রইলো সকলের জন্য।
ব্লগে আমার প্রথম পোস্ট দিয়ে আজকে শেষ করছি।
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৩৭
নিক্ষিপ্ত
স্রষ্টা হতে নিক্ষিপ্ত আমি !
আলো হতে অন্ধকারে পা ।
নিক্ষিপ্ত আমি জন্ম থেকেও ,
যেনো অনাকাঙ্খতি পাপ ।
ভালোবাসায় নিক্ষিপ্ত স্বপন ,
আমার তোমার গায়ে ঘেঁষে গা ।
চোরাবালির বুকে সুখ নিক্ষিপ্ত;
স্রষ্টার কাছেই ফিরে পাব তা ।
আগস্ট ১০ ,২০২০
সা.হ.
১ম পোস্টের লিংকটা দিয়ে দিতাম কিন্তু কিভাবে দিতে হয় জানি না।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫০
সামরিন হক বলেছেন: শুভ রাত্রি ।
২| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আজকে আপনার কিছু লেখা পড়লাম; তেমন কোন দরকারী ভাবনাচিন্তা আছে বলে মনে হলো না।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৫
সামরিন হক বলেছেন: আগেও নিশ্চয়ই পড়েছেন।
সবার জন্য সব নয়।
৩| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভেচ্ছা থাকল
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৫
সামরিন হক বলেছেন: শুভ রাত্রি ।
৪| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:১৯
ঢাকার লোক বলেছেন: আমিও ব্লগে বড় অনিয়মিত, সব পড়া হয় না। নিশ্চিত না আপনার লেখা আগে পড়েছি কিনা। তবে শুভকামনা রইলো, ব্লগে আপনার উপস্থিতি আপনার জন্য এবং অন্যদের জন্য সুখকর হোক, কল্যাণকর হোক।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৬
সামরিন হক বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৫| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
নিবর্হণ ১টি অদম্য প্রতিভা ছিলো; নারী ব্লগার পেলেই প্রেমের কথা বলতো; ১ নারী ব্লগারকে কটু কথা বলে, ব্লগ থেকে আত্মহত্যা করেছে!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:২৯
সৈয়দ কুতুব বলেছেন: শুভ জন্মদিন।