নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

চলো মানবতায়

০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯


ছবি সংগৃহিত



চলো সবাই ছুটে যাই,
ঐ ফ্লোটিলার দিকে দল বেঁধে
ঘিরে ধরেছে শত্রুরা,
চলো,ঘিরে ধরি আমরা ওদের ।
চলো যাই আজ ,সমগ্র বিশ্ব ,এক হয়ে ঐ দিকে।
একাকী লড়ছে সুমুদ ফ্লোটিলা
মৃত‍্যু জেনেও, মেনে নিয়ে।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি রওয়ানা দেন, দেখেন কয়জন আপনাকে অনুসরণ করে গাজা সীমান্তে যায়!

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৫

সামরিন হক বলেছেন: আপনি স্পন্সর করলে ব্লগের অনেকই যাবে।বেশি না ১০ কোটিতে হবে অনেকজন।ব‍্যাংক ডিটেইলস পাঠাবো ?

২| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২২

আবেদি১২৩ বলেছেন: আরে @জেনারেশন একাত্তর , কেমন আছো ভাইজান , তোমারে তো দেখেই না , তুমি তো আমার ........ খাইয়া আমার রিপ্লাই রিমুভ করে দিসো। আবার দেখি তোমার কপি পেস্ট ব্লগ থেকে ব্লক ও মারস। ব্যথা কি বেশি পাইসিলা ভাইজান, বেশি ব্যথা পাইলে ভদ্র হয়ে যাও , না হলে তো বুজতেই পারছো , তোমার মতো মাল , আমার ভয়ে রিপ্লাই মুঝে ফেলো আবার ব্লক ও মারো , বুজতো তো আমি কি মাল

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮

সামরিন হক বলেছেন: অবসর জীবন ব্লগই একমাত্র জায়গা যেখানে উনি নির্দ্বিধায় যা ইচ্ছে বকেন।

শুভেচ্ছা আপনাকে

৩| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

দি এমপেরর বলেছেন: লোকটার স্বভাব একটুও পরিবর্তন হয়নি। সবাইকে খোঁচা না মারলে পেটের ভাত হজম হয় না মনে হয়। প্রথম মন্তব্যকারী।

এই মানুষগুলো (ফ্লোটিলা) তবুও তো সাহস করে এই উদ্যাগটা নিয়েছে। আমরা তো সেটুকু সাহসও কখনও জোগাড় করে উঠতে পারি না।

৪| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৪

কামাল১৮ বলেছেন: মানবিক সাহায্য কি শেষ পর্যন্ত গাজা বাসীর হাতে পৌঁচেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.