| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি সংগৃহিত
চলো সবাই ছুটে যাই,
ঐ ফ্লোটিলার দিকে দল বেঁধে
ঘিরে ধরেছে শত্রুরা,
চলো,ঘিরে ধরি আমরা ওদের ।
চলো যাই আজ ,সমগ্র বিশ্ব ,এক হয়ে ঐ দিকে।
একাকী লড়ছে সুমুদ ফ্লোটিলা
মৃত্যু জেনেও, মেনে নিয়ে।
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৫
সামরিন হক বলেছেন: আপনি স্পন্সর করলে ব্লগের অনেকই যাবে।বেশি না ১০ কোটিতে হবে অনেকজন।ব্যাংক ডিটেইলস পাঠাবো ?
২|
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
আবেদি১২৩ বলেছেন: আরে @জেনারেশন একাত্তর , কেমন আছো ভাইজান , তোমারে তো দেখেই না , তুমি তো আমার ........ খাইয়া আমার রিপ্লাই রিমুভ করে দিসো। আবার দেখি তোমার কপি পেস্ট ব্লগ থেকে ব্লক ও মারস। ব্যথা কি বেশি পাইসিলা ভাইজান, বেশি ব্যথা পাইলে ভদ্র হয়ে যাও , না হলে তো বুজতেই পারছো , তোমার মতো মাল , আমার ভয়ে রিপ্লাই মুঝে ফেলো আবার ব্লক ও মারো , বুজতো তো আমি কি মাল
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮
সামরিন হক বলেছেন: অবসর জীবন ব্লগই একমাত্র জায়গা যেখানে উনি নির্দ্বিধায় যা ইচ্ছে বকেন।
শুভেচ্ছা আপনাকে
৩|
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
দি এমপেরর বলেছেন: লোকটার স্বভাব একটুও পরিবর্তন হয়নি। সবাইকে খোঁচা না মারলে পেটের ভাত হজম হয় না মনে হয়। প্রথম মন্তব্যকারী।
এই মানুষগুলো (ফ্লোটিলা) তবুও তো সাহস করে এই উদ্যাগটা নিয়েছে। আমরা তো সেটুকু সাহসও কখনও জোগাড় করে উঠতে পারি না।
৪|
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৩৪
কামাল১৮ বলেছেন: মানবিক সাহায্য কি শেষ পর্যন্ত গাজা বাসীর হাতে পৌঁচেছে?
৫|
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একাকী লড়ছে সুমুদ ফ্লোটিলা
মৃত্যু জেনেও, মেনে নিয়ে।
..........................................................
হ্যাঁ একাকী লড়ছে,
মৃত্যু, জেল , নির্যাতন হবে জেনেও একদল মানবতা
শত্রুর দিকে এগিয়ে গিয়েছে নিরস্র হাতে
দুইটি যুদ্ব জাহাজ সহায়তা দেবে বলে ও অজ্ঞাত কারনে !!!
শেষ জাহাজ ম্যরিনেটকে আটকে দেয়া হয় এবং ৬ জন মানবাধিকার কর্মীকে
তুলে নিয়ে যায় ।
ইউরোপ জুড়ে ক্ষোভ বা তি রস্কার কোনটাই গ্রাজ্য করে না হানাদার বাহি নী।
উপরোন্ত বন্দীদে র কুখ্যাত কারাগারে রাখা হবে এর্ং খুজবে কোন হামাস
গন্ধ পাওয়া যায় কিনা ।???
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:২৭
সামরিন হক বলেছেন: ট্রেনিং নিয়ে যুদ্ধে যেতে চাই এখন তবে যদি
মৃত্যুটা একটু শান্তিতে হয় ।
৬|
০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি রওয়ানা দেন, দেখেন কয়জন আপনাকে অনুসরণ করে গাজা সীমান্তে যায়!