| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি- নিজের তোলা
জীবন, সাধ মৃত্যু।
অপেক্ষা,নিদারুণ ফাঁসের দড়ি।
প্রতিদিন,একটু একটু মরি।
ভালোবাসা,ঘুণে ধরা কাঠের টুল।
ক্ষয়ে ক্ষয়ে করে যায় খুন।
বেঁচে থাকা,আপ্রাণ লড়াই।
ভুলে যাই মূহূর্তে কি চাই!
যন্ত্রণা প্রকৃত ত্রুটি
নইলে কি আর
দোটানায় ভুগি।
ঝুলে থাকি জন্ম-মৃত্যু।
জুড়ে থাকি অলীক, নিষিদ্ধ কীর্তি!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ২:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।