নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

খুনি

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০০


ছবি :সংগৃহীত


১৪ নম্বর সাঁজোয়া যান ,
তোমার মৃত্যু দন্ড হোক
তোমার অস্তিত্বে ইয়ামিন হত্যার দাগ!

কৃত্রিম ১৪ নম্বর সাঁজোয়া যান।
তোমাকে ছিন্নভিন্ন করা হোক।
তুমি কেড়ে নিয়েছ ইয়ামিনের সতেজ প্রাণ ।

বলো ১৪ নম্বর সাঁজোয়া যান
কেন নিলে নিষ্পাপ ইয়ামিনের প্রাণ?

তোমার হবে না কোন ক্ষমা
ঘৃণারাও করবে না স্পর্শ এক কণা
তুমি শহীদের রক্তচোষা পোষা
বীভৎস তুমি!
তোমাকে চোখে সওয়া দায়।

শোন পৈশাচিক ১৪ নম্বর সাঁজোয়া যান
মানব সভ্যতায় তোমার নেই কোন স্থান।
তুমি জীবন নিয়ে ছিনিমিনি খেলায় মাতো,
তোমার ধ্বংস হোক যতবার তুমি জাগো।
তুমি হিংসার দ্রোহে পুড়ে হও নিজেই ছাই,
তোমার পক্ষে বলার আর কেউ নাই।

প্রতারক ১৪ নম্বর সাঁজোয়া যান
তুমি ইতিহাসে নিয়েছো মীরজাফরের স্থান
হত‍্যা করেছো ইয়ামিনের দেশপ্রেম ভরা প্রাণ ।
তুমি পেয়েছ তাই অসম্মানের নব নাম।

সামরিন
১৭/৮/২০২৪

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৫

কাঁউটাল বলেছেন: এর পরেও ছাগল নুর পার্ভার্টরা বলবে থানা আক্রমনের বিচার করতে হবে। এদের জন্য দরকার মব জাষ্টিস।

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫

সামরিন হক বলেছেন: মব জাষ্টিসে বিশ্বাসী নই আমি।

শুভেচ্ছা রইলো ।

২| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১২

সৈয়দ কুতুব বলেছেন: কাউটাল@আপনি একজন anarchist ।

৩| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা ভুলিনি, জাতি ভুলবে না এদের আত্মত্যাগের কথা। ইয়ামিন হত্যার বিচার চাই। এতগুলা তাজা প্রাণ হত্যার বিচার চাই। খুনির ফাঁসি চাই।

#কাঁউটাল ভাই নূরা পাগলারে হাসিনা তাবিজ কইরা থুইয়া দিছে। মানুষের রক্তের মূল্য তার কাছে নাই। সমানে তার আপনার সুনাম করতে থাকে.... মুখে গালি চলে আসে। বেহায়া বেত্তমিজ এগুলা

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৭

সামরিন হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

বিকেলের শুভেচ্ছা।

৪| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:১৯

শাওন আহমাদ বলেছেন: আজকেও ভিডিওটা চোখের সামনে আসলো। কলিজায় লাগে। এ ব্যথা সহ্য করা যায় না। লক্ষ কোটিবার ফাঁসিতে ঝুলালেও এই সব নিরহ মানুষ মারার সঠিক সাজা হবে না।

৫| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৪২

ওমর খাইয়াম বলেছেন:



পোষ্টের ছবির ছেলেটাকে দেখতে স্বাভাবিক মনে হচ্ছে না।

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৬

সামরিন হক বলেছেন: বেশি মেধাবীদের সাধারণ মানুষরা চিনতে পারে না।

বিকেলের শুভেচ্ছা রইলো।

৬| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৯

ওমর খাইয়াম বলেছেন:



বাংগালী জাতিতে ১ জন মেধাবী জন্মেছিলেন, উনি শেরে বাংলা, এরপর আর মেধাবী নেই; দেশে সব সময় সামান্য ছাত্রছাত্রী পড়ালেখা করে; বাকী সব ইডিয়ট হচ্ছে প্রশ্নফাঁস।

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১১

সামরিন হক বলেছেন: দেখুন সৎ ভাবে লক্ষ্য করে! আপনার চারপাশে যে কিশোর-তরুণ আছে তাদের তুলনায় আপনি ঠিক কতটুকু মেধাবী।

৭| ০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৯

ওমর খাইয়াম বলেছেন:



আপনার সময় প্রশ্নফাঁস হয়েছে?

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

সামরিন হক বলেছেন: হতেই পারে প্রশ্ন ফাঁস। আমি তার খবর রাখতে পারি নি ।অন‍্যদিকে ব‍্যস্ত ছিলাম।

৮| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ওমর খাইয়াম@প্রশ্নফাঁসের জন্য দায়ী কারা? শিক্ষার্থীরা ?

ছবির ছেলেটি মিলিটারি ইনিস্টিউট অব সাইন্স এন্ড টেকনোলজী(MIST) এর ছাত্র ছিলো। নাম ইয়ামিন। বাসা মিরপুর। উক্ত ইউনিভার্সিটি সম্পূর্ণ অরাজনৈতিক। আন্দোলনের সময় সেনাবাহিনী থেকে কড়া নির্দেশ ছিলো আন্দোলনে যাবে ডাইরেক্ট বহিস্কার। ইয়ামিন মিরপুরে থাকতো।

৯| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

ওমর খাইয়াম বলেছেন:


লেখক বলেছেন: দেখুন সৎ ভাবে লক্ষ্য করে! আপনার চারপাশে যে কিশোর-তরুণ আছে তাদের তুলনায় আপনি ঠিক কতটুকু মেধাবী।

-আমি মেধাবী ছিলাম না; আমি আমার টেক্সট বই পড়েছি, আমি ভালো নম্বর পেয়েছি।
মেধাবী বাচ্চা আমি দেখেছি জাপানে, আমেরিকায় ও ইউরোপে। বর্তমানে বাংলাদেশের তরুণ তরুণীরা লতাপা্তা।

১০| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২১

ওমর খাইয়াম বলেছেন:



আপনি জানেনি আপনার সময়ে প্রশ্নফাঁস হয়েছে কিনা!
আপনাকে তো সৎ বলে মনে হচ্ছে না।

০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

সামরিন হক বলেছেন: আমার কথার মানে যদি বুঝতে পারতেন তাহলে আর কথা বাড়াতেন না।টেক্সট বইয়ের বাহিরে আরো বিশাল এই পৃথিবী।

১১| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

ওমর খাইয়াম বলেছেন:



এখন AI, Social Media, Online University আছে। আমি যখন পড়েছি; আমি পুরো ছাত্র জীবনে ১০০ বারের কম পত্রিকা কিনেছি নিজের পয়সায়।

আপনি বিশাল পৃথিবীর কথা শুনেছেন; পৃথিবীর কোন বিশ্ব বিদ্যালয়ে পড়েছেন?
প্রশ্নফাঁসের কথায় আপনি অসততার পরিচয় দিয়েছেন।

১২| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

ওমর খাইয়াম বলেছেন:



@কুতুব,

প্রশ্নপত্রের ( প্রশ্নফাঁস ) ক্রেতা ছিলো বলে "সাপ্লায়ার" ছিলো; দা্যী ছাত্ররা, অসৎ পরিবার, শিক্ষকেরা ও শিক্ষামন্ত্রী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.