| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি-নিজের তোলা।
তোমরা জানো কি?
শহীদেরা বেঁচে থাকে,
প্রজন্ম থেকে প্রজন্ম এবং শেষ অবধি।
মানুষের ভেতরের বিবেককে জাগিয়ে যায় তারা।
বারবার তাই মুক্তির স্বাদ পায় নিপীড়িতেরা
আর বিজয়ের উল্লাসে মেতে উঠে নতুনের ফানুস।
হে দেশ প্রেমী ,তুমি বারে বারে ফেরো এই ধরায়
যেখানে অন্যায়ের মাথার মুকুট ন্যায়ের ভয়ে লুটিয়ে পড়ে।
আর দম্ভের মাথা,কাটা যায় নম্রতায়।
হে মানুষ,
যতবার তোমারা ভুলে যাবে অধিকারে বাঁচতে
ততবারই ফিরে ফিরে পাবে তাজা শহীদদের রক্ত
মুক্তির পথে যেতে যেতে দেখবে রাঙা পথ
সেখানে প্রতিবারই গোধূলি আনবে জয়ের পর নতুন প্রভাতের সূর্য।
তোমরা শুধু প্রান দাও,প্রান নাও দেশের জন্য
বিনিময়ে সদা জন্মিবে নব স্বদেশ ভূমি
হবে তোমাদের তরে সকলে ধন্য।
১৬/১২/২৪ইং
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শহীদেরা বেঁচে থাকে,
প্রজন্ম থেকে প্রজন্ম এবং শেষ অবধি।
মানুষের ভেতরের বিবেককে জাগিয়ে যায় তারা।
..................................................................................
অত্যন্ত সুন্দর আর আবেগের কথা
কিন্ত আমরা সাময়িক লোভের অনলে পুড়ে
ভূলে যাই সততা আর ঈমানদারীর কথা ।