![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি নিজের তোলা ও এডিট করা।
আমরা কি সরে যাচ্ছি দূরে ?
অতপর আমরা কি আর কাছাকাছি আসবো না?
আমরা কি ভুলে যাচ্ছি আমাদের কাটিয়ে যাওয়া সময়?
আমরা হারিয়ে যাবো কি দুদিকে?
বেদনার পাহাড় বেয়ে ঝর্ণার ধারে ,
সবুজের ভেতর দিয়ে যাবো কি আরো দূর?
আমাদের ঘিরে কি কোন গল্প নেই ?
আমরা কি কেউ করো নই?
আমাদের যুগল কোন ক্যামেরা বন্দী স্থিরচিত্র নেই,
নেই কোন দূরালাপনের রেকর্ড ,
আমরা কি কেবলি ক্ষণিকের সহযাত্রী ?
বাতাসে কখনও কি আমাদের শ্বাস-প্রশ্বাস মিশে যায়নি?
আমরা কোথাও এক হবো এমনটা কি আজও ভাবনি?
আমাদের আদি মানব-মানবীও ঘুরতে ঘুরতে মুখোমুখি হয়েছিল একদিন।
আমাদেরও কি হবে এমন দেখা আবার?
চোখ মিলবে বহুকাল পর আর
মিষ্টি শব্দের তীরে বুকে বিঁধবে ভালোবাসার নীড় ।
আমরা মানুষ ভালোবাসি তবে নিজেদের ভালোবাসা বুঝে পাইনি ঠিক ।
এই বিশাল আকাশের নিচে আমরা আছি
এইটুকুই কি আমাদের মিল?
১৪/৯/২৫ইং
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩১
সামরিন হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: মিল আর অমিল নিয়েই জীবনের গল্প কবিতা
অমিল হলো চিরস্থায়ী আর মিল ক্ষণস্থায়ী
অমিল শুধু ভাবায় আর ভাবায় মিল এই তো শেষ!
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৩
সামরিন হক বলেছেন: কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার !
শুভেচ্ছা রইলো।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪১
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: এটুকুই মিল। অনেকের জন্য এটা সত্য। সুন্দর কাব্য।