![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: নেট থেকে পাওয়া
কোন ধ্বংসই আমার চোখকে ভীত করতে পারছে না,
শত্রুদের রক্ত মাখা দেহ দেখে আমি অট্টহাসি।
কোন মৃত্যুতেই দুঃখ বোধ নেই আমার আজ,
চোখ,হৃদয় আন্দোলিত হয়
যদি ঐ মিসাইল,আয়রন ডোম ভেদ করে যায় একবার।
আমি শত্রুদের আত্ম-চিৎকার শুনি,
মন ভরে শ্বাস নিই।
আজ!কে কতটা নিরীহ তার হিসেবে ধ্যান নেই আমার!
আমি উৎসবে মাতি বিজয়ীদের সাথে ।
খুব করে চাপা দিয়ে রাখা তীব্র ব্যথা যা এতদিন বয়ে চলছি,
তা রূপ নিয়েছে এক মহা উৎসবের।
এসো মাতি আজ উল্লাসে,করি মুন্ডু ভেদ ঐ রাক্ষসদের।
ভয় নেই আর ভয় নেই ,এই পৃথিবীর ধ্বংসে চলো জাগি
তুমি না চাইলে থাকতে পারো আমি অন্যায়ের সাথে ঘর বাঁধিনি।
এই প্রস্তর প্রান্তর, আকাশ এই সাগর ,নদী-নালা সব কিছুর ঊর্ধ্বে
এসো খেলায় মাতি,ধূলিকণা উড়িয়ে দেই বাতাসে
মানুষের অসভ্যতাকে আজ সর্বোচ্চ শাস্তি দিয়ে
বাজি ফাটাই,
আলোক সজ্জায় রাঙাই ঐ বিস্তৃত আকাশ।
18/06/25
২০ শে জুন, ২০২৫ ভোর ৬:২২
সামরিন হক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
২| ২০ শে জুন, ২০২৫ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: তর্ক করবো না। ভালো কবিতা।
২০ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সামরিন হক বলেছেন: ধন্যবাদ তর্কে না যাওয়া জন্য।
শুভ সন্ধ্যা।
৩| ২১ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ তর্কে না যাওয়া জন্য।
শুভ সন্ধ্যা।
শুভ সকাল।
৪| ২১ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: সময়োপযোগী কবিতা। শত্রুর শত্রু বন্ধু হয়।
২৩ শে জুন, ২০২৫ রাত ৮:২০
সামরিন হক বলেছেন: ইমোশনাল অবস্থায় অনেক কিছুই হয়।
অনেক শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২৫ রাত ২:৪৩
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন