![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের ব্লগার শায়মা আর কাজী ফাতেমা ছবির জন্মদিন, কার কততম তা জানিনা! দু'জনেই অনেক দিন ধরে ব্লগে আছেন, এবং নিয়মিতভাবে পোস্ট দিয়ে, মন্তব্য- প্রতি মন্তব্য করার মাধ্যমে এই ব্লগকে প্রাণবন্ত করে রেখেছেন। তাঁরা দীর্ঘদিন এমন প্রাণবন্ত হয়ে থাকুন ব্লগে, এবং বাস্তব জীবনেও। আজ জন্মদিনে দুজনের প্রতি শুভকামনা।
ব্লগার হিসেবে শায়মা সিনিয়র, লেখা শুরু করেছে মার্চ, ২০১০ আর কাজী ফাতেমা ছবি নভেম্বর ২০১০ এ। অবশ্য শায়মা জড়ুয়া গহনা অপসরার ব্লগিং শুরু জুলাই ২০০৮ এ, এরও আগে অন্য নিকে শায়মা ছিল, পরে তো অজস্র নিকে! শায়মার এই অসংখ্য নিকের পরিসংখ্যান দেয়া যাবে না তাই শুধু শায়মা নিক আর কাজী ফাতেমার ছবি নিকের পরিসংখ্যান দিলাম।
শায়মা:
কাজী ফাতেমা ছবি:
অনেক ধরনের লেখার পাশাপাশি এরা দুজনই কবিতা লেখেন। তাই হয়তো আমার ব্লগীয় জীবনের প্রতি বছর ১৭ ই আগস্ট একটা অন্তত কবিতা পোস্ট পেয়েছি, এইদিনে জন্ম নেয়া ব্লগারদের উদ্দেশ্যে লেখা।
গতবছর প্রথম এই ধারায় ছেদ পড়লো, কোনো কবিতা এলো না! সারাদিন অপেক্ষার পর অবশেষে আমিই একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টে কবিতা দিয়েছিলাম ধার করে, কবিগুরুর থেকে।
আমার এবারের পোস্টও গদ্যময়, কারণ আমি কবিতা লিখতে পারিনা! চ্যাট জিপিটিকে বলেছিলাম কবিতা লিখে দিতে, দুজনের প্রত্যেকের জন্য মাত্র চার লাইন করে। ইংরেজিতে ভালো লিখলেও, বাংলা ভাষায় চ্যাট জিপিটি মোটেও ভালো কবিতা লিখতে পারেনা। শব্দের প্রয়োগের সাথে মানবিক অনুভূতির মিশেল দিয়ে যে কবিতা লিখতে হয়, সেটাই তার জানা নেই!! এই যে জোড়া কবিতা:
তাহলে আমি কবিতাগুলো একটু বেশি কাব্যময় ও ছন্দবদ্ধ করে দিলাম, যাতে ব্লগে দিলে পাঠকের কাছে আরও সুন্দর লাগে—
শায়মার জন্য
ভোরের রোদে হাসুক তোমার স্বপ্নের আকাশ,
মন ভরে থাকুক ভালোবাসার সুবাস।
তারার মতো জ্বলুক তোমার প্রতিটি ক্ষণ,
শুভ জন্মদিন, শায়মা— থাকো সুখের অনন্ত যাপন।
কাজী ফাতেমা ছবির জন্য
রঙিন সকাল ছুঁয়ে যাক তোমার প্রতিদিন,
হৃদয়ে ফুটুক সুখের নিত্য রঙিন বাগান।
গানের মতো বয়ে যাক আনন্দের ধারা,
শুভ জন্মদিন ছবি— থাকো হাসিতে সারা।
(কে জানে, কত বর্ষ পরে কবিতা লেখা হবে শুধু যন্ত্র দিয়ে! ভাগ্যিস, সেই দিন আমাকে দেখতে হবে না!)
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৬
করুণাধারা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, এবং ধন্যবাদ মন্তব্যের জন্য।
শায়মা বলেছেন, মাহজাগতিকভাইয়া আমাদের জনমদিনে তোমার সনেট কাব্য চাই চাই চাই!!!!!!!
আশাকরি আমরা সনেট পাবো। অনেকদিন ধরে আপনি সনেট লেখেন না।
২| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১০
শায়মা বলেছেন: হা হা হা কততম আবার!!
এটা আবার বলা লাগে ১৯তম!!!
এর চাইতে আগামী ২০ বছরেও একদিনও বাড়িবেক লাই!!!!
গতকাল হিমালয়ভাইয়ার সাথে মেসেঞ্জারে কথা হচ্ছিলো। আমি বললাম ভাইয়ু আমার ঢং ঢাং নেকামী একটু কমেছে না?? ভাইয়া কি বললো জানো?? না কমেনি। আমি নাকি ৬৭ বছরেও ঢং করবো আর ৩১ বছরের প্রেমিকের সাথে প্রেম করবো!!!
কি পাঁজী ভাইয়া চিন্তা করো!!!!!!!!
হা হা হা হা আপুনি চ্যাট জিপিটির কাব্য কিন্তু ভালোই হয়েছে।
যাইহোক শোনো আমি ২০০৮ এ সকাল থেকে রাত পর্যন্ত এত এত জনমদিনের পোস্ট দেখেছিলাম যে আমার নিজের সত্যিকারের জীবনেও এত কিছু জন্মদিনে দেখিনি কসম!!!
আমার নিজেরই চক্ষু চড়কগাছে উঠেছিলো!
এরপর অনেকগুলো বছর চেনা অচেনা নিকের অনেক অনেক ব্লগারদের ভালোবাসা পেয়েছিলাম পোস্টে পোস্টে..... এর মাঝে ফয়সাল ভাইয়া অনেক অনেক বছর ধরে রেখেছিলো এই ট্রেডিশন। ভাইয়া এখন ক্লান্ত হয়ে পড়েছে। আর নিজেও আর ব্লগে লেখেনা বা লগ ইন করে না।
এখন তো মনে হচ্ছে এই ট্রেডিশন তুমিই ধরে রাখবে আমা মেধাবী কিন্তু হা হা হি হি ধাঁধা ধরে ফেলা আপুনিমনি!!!!!!!!
অনেক অনেক অনেকককককককককককককককককককককক ভালোবাসা!!!!!!!!!!!!!!!
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৭
করুণাধারা বলেছেন: তুমি এককথার মানুষ দেখে তোমাকে এতো পছন্দ করি, তোমার বয়স উনিশ এই কথা বলে গ্যেট হয়ে বসে থাকো চিরকাল। যারা বছর বছর বয়স পাল্টায় তাদের দলে যোগ দিও না কখনো।
আমার খুব ইচ্ছা করে তোমাদের সেই পুরোনো পোস্টগুলো দেখতে। কয়েকশ' মন্তব্য, হাজার হাজার ভিউ! ১৭ বছর আগের ব্লগ নিয়ে একটা স্মৃতি কথা লিখো! অবশ্য আমিও তোমার জন্মদিনে লেখা একজনের কবিতা খুব মিস করি। তাঁর নামটাও কেউ আর ব্লগে নেয় না।
অবশ্যই তোমার জন্মদিনে পোস্ট দিয়ে যাবো, যতদিন পারি। ঠিক করেছি অন্য পোস্ট না দিয়ে কেবল জন্মদিন পোস্ট দেবো এখন থেকে, যাদের জন্মদিন জানি তাদের আর কী!
৩| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১১
শায়মা বলেছেন: মাহজাগতিকভাইয়া আমাদের জনমদিনে তোমার সনেট কাব্য চাই চাই চাই!!!!!!!!
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৯
করুণাধারা বলেছেন: তোমার দাবি প্রতি সর্বাত্মকরণে সমর্থন জানালাম।
আজকাল তাড়াহুড়া করতে গিয়ে প্রায়ই বানান ভুল করে ফেলো দেখছি!!
৪| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১১
শায়মা বলেছেন: ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৭০
লেখক বলেছেন: তুমি এককথার মানুষ দেখে তোমাকে এতো পছন্দ করি, তোমার বয়স উনিশ এই কথা বলে গ্যেট হয়ে বসে থাকো চিরকাল। যারা বছর বছর বয়স পাল্টায় তাদের দলে যোগ দিও না কখনো।
হা হা হা হা গুড গুড গুড আমি অবশ্যই এই কথাতেই থাকবো আপুনি!!!!!
আমার খুব ইচ্ছা করে তোমাদের সেই পুরোনো পোস্টগুলো দেখতে। কয়েকশ' মন্তব্য, হাজার হাজার ভিউ! ১৭ বছর আগের ব্লগ নিয়ে একটা স্মৃতি কথা লিখো! অবশ্য আমিও তোমার জন্মদিনে লেখা একজনের কবিতা খুব মিস করি। তাঁর নামটাও কেউ আর ব্লগে নেয় না।
হা হা হা হাজার হাজার ভিউ শুধু!!! ৪০০/৫০০ মন্তব্য । অনেকগুলোই আবোল তাবোল হা হা হি হিও ছিলো।
আচ্ছা ঠিক আছে লিখবো ২০০৮ থেকে ২০২৫ আহা আহা কত প্রেম কত রাগ দুস্ক অভিমান ভালোবাসা। তবে আই এনজয়েড ফাইটিং আ লট!!!!!!!!! সবাইকে ঘ্যাচাং ঘ্যাচাং কেটে ফেলা!!!!!! তবে ইহা সত্য আমি যাদেরকে সত্যই ভালোবাসি তারা যাই বলুক আমি লাগি না .......যেমন তুমি যদি আমাকে কিছু বলো আমি লাগবোই না লাগবোই না।
তবে তুমি ঐ কবির কাব্য মিস করো!!
আহালে আমি কি সেই কাব্য মিস করে মব্বো!!!!!!! খাল কেটে কুম্ভীর আনবো!!!!
কোনোই দরকার নেই। ঐসব কাব্য নাকি কাব্য!! মানে জ্বালিয়ে মাব্বো!!!
অবশ্যই তোমার জন্মদিনে পোস্ট দিয়ে যাবো, যতদিন পারি। ঠিক করেছি অন্য পোস্ট না দিয়ে কেবল জন্মদিন পোস্ট দেবো এখন থেকে, যাদের জন্মদিন জানি তাদের আর কী!
ভেরী গুড আইডিয়া!!! তারপর তোমার নাম দেবো জন্মদিন আপু!!!
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫০
করুণাধারা বলেছেন: আমারও স্মৃতিকথা লিখতে ইচ্ছা করে। অনেকগুলোই তোমার পোস্ট পড়ার পর। তোমার পহেলা বৈশাখের পোস্টের চিনির পুতুলের ছবি দেখে চিনির পুতুলের, প্রতিফলন নাম দেখে প্রতিফলনের খেলা দেখার স্মৃতি মনে পড়ে... লিখতে ইচ্ছা করে কিন্তু উৎসাহ পাই না। ব্লগ এখন এক ভাঙা হাট।
জন্মদিন আপু! নামটা ভালোই হয়!
৫| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৭
শায়মা বলেছেন: আপুনি
মানুষজন কেমন পাঁজী হয়েছে দেখেছো!!!
যাও ২০/২২ জন লগ ইন আছে তোমার এত সুন্দর একটা পোস্টে কেউ কমেন্ট করছে না!!
যাই ছবি আপুকে ডেকে আনি.......
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৭
করুণাধারা বলেছেন: আহারে বেচারা শায়মা! কেউ আসছে না দেখে তুমি বারবার আমার পোস্টে আসছো!
আমি জানতাম এই পোস্টে কেউ আসবে না, তাতে কী হলো। আমি যে মনে করে পোস্ট দিতে পেরেছি তাতেই আমি খুশি। ব্লগে যখন তোমার পোস্ট থাকে তখন সবার নজর সেদিকেই থাকবে, স্বাভাবিক। আমিও তো তোমার পোস্টে মন্তব্য লেখা ছেড়ে উঠে আসলাম! এখন যাই, সেই মন্তব্য শেষ করি।
৬| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১২
শায়মা বলেছেন: আপুনি সত্যিকারের এই আমার সাথে যদি তোমার কখনও দেখ হয় যা যা জানার সব জানিয়ে দেবো হা হা হা । তোমার না আমাকে নিয়ে কত প্রশ্ন ছিলো!!!
প্রতিফলনের জন্মদিন ৬ই অগাস্ট চলে গেলো। আমি আর প্রতিফলন একই রাশি আর তাই আমরা একই রকম! আমার মতই ঝগরুটে কিন্তু সেও! হা হা হা
আপু এই ভাঙ্গা হাটে আমরা দু একজন হাঁটুরে মাঝে মাঝেই আসর বসাবো না হয়! শুধু ডাক দিও। সময় বানিয়ে চলে আসবো।
আমি সেদিন দেখলাম হাসিন আপুও তোমার চেনা মানুষ! হা হা হা কয়েকদিন আগে উনি আমার বাসায় এসেছিলেন। আমাকে একটা সাদা সবুজ পাতা পাতা আড়ং এর শাড়ি দিয়েছিলেন।
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৩
করুণাধারা বলেছেন: সত্যিকারের এই আমার সাথে যদি তোমার কখনও দেখ হয় যা যা জানার সব জানিয়ে দেবো হা হা হা । তোমার না আমাকে নিয়ে কত প্রশ্ন ছিলো!!!
প্রশ্ন তো আছেই! জানতে ইচ্ছা করে, এই এতো রকমের কর্মকাণ্ড কীভাবে চালিয়ে যাও! এতো নিকে এতো ধরণের লেখা লিখো কীভাবে!! প্রায়ই অনেক রাত পর্যন্ত ব্লগে থাকো, তারপর ক্লাসে এতো প্রাণবন্ত থাকো কীভাবে!! এতো চমৎকার ভাবে বাউন্ডারি হাঁকাতে শিখলে কোথা থেকে... , ইত্যাদি।
তোমার হাসিন আপু! আমি খুব কম মানুষকে চিনি। বাস্তব পৃথিবী থেকে পালিয়ে আমি এই ভার্চুয়াল পৃথিবীতে আসলাম, কারণ আমি মানুষকে ভয় পাই। তাই তোমার হাসিন আপু আমার চেনা না, বরং আমার ভাই আর ননদের চেনা।
৭| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
কেমনে রাখেন প্রতি জনের জন্ম বারতা মনে
ভাবি সেই কথাই যখন তাঁদের শুভ জন্মদিনের
শুভেচ্ছা বার্তা ঝরে আপনার ব্লগ বাগানে ।
দুজনই আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম,
পারস্পরিক মিলন মেলা জোড়ালো
করার মানষে এখানেই তাঁদের প্রতি
শুভেচ্ছা বাণী করে গেলাম পরিবেশন
জানি এ গুলি যাবেই যাবে তাঁদের পরিদর্শনে।
১)শায়মাপু’র শুভ জন্ম দিনের শুভেচ্ছা
জ্ঞান আর মমতায় ভরা
তুমি এক দীপ্ত আলো
পরিবারে আনো শান্তি
শিক্ষার্থীর মন করে দাও ভালো।
ধৈর্য তোমার শক্তি হয়ে
সংবেদনশীল হৃদয় জুড়ে
তুমি শেখাও শিশুদের হাসি
ভালোবাসা দিয়ে ঘরে ঘরে।
শিক্ষাদানে সৃজনশীল
নেতৃত্বে অনুপ্রেরণাময়ী
ব্লগের পাতায় ছড়িয়ে দাও
চিন্তার আলো, ভাবনার ময়ূরপঙ্খী।
তোমার কলম আর তুলি খুলে দেয় জানালা
জগত দেখে নুতন রূপে ট্যারা কোটায়
আনন্দ ধারা আর জ্ঞানের স্রোত বইতে থাকে
প্রেরণার গান থামেনা না বিদেশ বিভুয়েও ।
আজকের এই বিশেষ দিনে
তোমার জন্য প্রার্থনা করি
সুখ শান্তি, সাফল্যে ভরে উঠুক
তোমার জীবন, তোমার গৌরবগাথা ধরি।
শুভ জন্মদিন, সম্মানিত শিক্ষিকা
মমতাময়ী নারী, জ্ঞানের দ্যুতি,
সৃজনশীল ব্লগার, গুণী লেখিকা তুমি,
গৌরবের ভাগীদার আমরা ব্লগার সবি
যতই কর তুমি ব্লগের খবর ধারী
২) ছবি আপুর জন্মদিনে শুভেচ্ছা
মনোরম ছবির মতো জীবন আপনার
প্রতিদিন দৃষ্টি নন্দন সৌন্দর্যে ভরা
কবিতার ছন্দে নিত্যদিন প্রেম গাথা
ব্লগের পাতায় পাতায় ছড়িয়ে যাওয়া।
ব্যাংকের অঙ্কে এক নির্ভরতার ছায়া
ধর্মের আলোয় জ্বলে সংসারের মায়া
মমতার স্রোতে নবীগঞ্জের খোয়াই নদী
পরশে যার প্রকৃতি পায় হৃদয় খুঁজি।
আজকের দিনে প্রার্থনা একটাই
সুখ আর শান্তি থাকুক তব সাথেই
শত বর্ষা শত বসন্তের শত ছবি গান
জীবনের প্রতিটি ক্ষণ হোক কল্যাণ।
শুভ জন্মদিন, স্নেহময়ী এক জননী
সকলের জীবন হোক অতি সম্মানী !
করুনাধারা আপনার প্রতিউ রইল শুভেচ্ছা ।
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৫
করুণাধারা বলেছেন: এতো চমৎকার দুটো কবিতা লিখে দিয়েছেন!! কবিতা দুটোর সংযোজনে দুই কবির জন্মদিনে দেয়া আমার পোস্ট পূর্ণতা পেল! আগে যারা শায়মা আর ছবির জন্মদিনে পোস্ট দিতেন তাঁরা কবিতার মাধ্যমেই শুভকামনা জানাতেন। আমি তেমন পোস্ট না দিতে পারায় মনে দুঃখবোধ ছিল। সেটা এখন চলে গেছে! অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং শুভকামনা, যেন আরো দীর্ঘ দিন ধরে আমাদের এমন কবিতা উপহার দিতে পারেন!
কোনো কারণে জানিনা, আমার অনেকের জন্মদিন মনে থাকে। আর তাই সুযোগ পেলে জন্মদিনে শুভেচ্ছা জানাই।
৮| ১৮ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:৪৪
রবিন_২০২০ বলেছেন: শুভ জন্মদিন শায়মা এবং কাজী ফাতেমা ছবি।
আরেকটা বছর বুড়িয়ে যাবার দুঃখ ভুলে দিনটাকে উপভোগ করুন।
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৮
করুণাধারা বলেছেন: আরেকটা বছর বুড়িয়ে যাবার দুঃখ ভুলে দিনটাকে উপভোগ করুন।
শায়মার বয়স তো ঊনিশে স্থির হয়ে আছে। এইসব বুড়িয়ে যাবার কথা শুনলে আবার রেগে যেতে পারে...
৯| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা জানাই।
তাদের জীবন সুন্দর হোক। তারা সত্যের সন্ধান করুক।
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯
করুণাধারা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর, শুভেচ্ছা জানানোর জন্য।
তারা সত্যের সন্ধান করুক। ঠিক বলেছেন। আপনি সত্যের সন্ধান পেয়েছেন?
১০| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: কয়েকদিন আগে আমার একটি মন্তব্যে উত্তরে শায়মা বলেছিল............... কোথাও কেউ নেই, কার জন্য লিখবো!!, তার ওই কথায় আমি অত্যন্ত শক পেয়েছিলাম। দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, ব্লগের পরিস্থিতি, সব মিলিয়ে তার কথাগুলি খুব বাস্তব ও হতাশার! তার অন্তর থেকে সত্যি কথাটি অকৃত্রিমভাবে প্রকাশিত হয়েছিল।
আজকে আপনার এই পোস্ট পেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছি। মনে হচ্ছে, এই তো কোথাও কেউ আছে, তার জন্য না হয় লিখবো!
আমার মনে হয় আমরা মানুষরা কেউ কারো পরিপূরক নই, বিকল্প নই, তবে নির্ভরশীল, দায়িত্বশীল।
আপনার এই পোস্ট দেখে অনেক কষ্টের মাঝে আলো দেখতে পাচ্ছি।
চলুন না সবকিছু হারিয়ে ফেলার আগে নতুন কিছু সৃষ্টি করি, নতুন কিছু দিয়ে যাই এক অপরের জন্য, সবাই মিলে, সবাই মিলে, শ্রদ্ধায়, ভালোবাসায় আর প্রিয়তায়।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:০৯
করুণাধারা বলেছেন: সবকিছু হারিয়ে ফেলার আগে নতুন কিছু সৃষ্টি করি, নতুন কিছু দিয়ে যাই একে অপরের জন্য, সবাই মিলে শ্রদ্ধায় ভালবাসায় আর প্রিয়তায়
বিদ্বেষ, অসহিষ্ণুতা আর সন্দেহ আর অশান্তি কার ভালো লাগে!! এসব দেখতে দেখতে আমিও হাঁপিয়ে উঠেছিলাম, তাই এই পোস্ট দিয়েছিলাম যদিও জানি এমন পোস্ট অনেকের কাছে অর্বাচীনতা বলে মনে হবে!!
এই ব্লগের অনেকেই এখন অনিয়মিত হয়ে গেছেন। তাই হয়তো শায়মা বলেছিল, কোথাও কেউ নেই! কিন্তু মজার ব্যাপার হলো, শায়মা পোস্ট দিলে দেখা যায় কোথা কোথা থেকে অনেকেই শায়মার পোস্টে হাজির হয়ে যান!! ফলে কয়েকদিনের জন্য ব্লগ সরগরম হয়ে ওঠে। এমন মাহাত্মাময় পোস্ট কেবলমাত্র শায়মায় দিতে পারে, এর জন্য অনেকদিন আগে এক পোস্টে আমি শায়মার প্রশংসা করেছিলাম দেখে চাঁদগাজির কী রাগ!!
১১| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: শায়মা এবং কাজী ফাতেমা ছবি............. দুজনই অনেক মেধাবী, সৃষ্টিশীল। দুজনই অনেক দিনের ব্লগার, হাজার ঝামেলা কিংবা প্রতিবন্ধকতায় তারা এই ব্লগটি ছেড়ে যায়নি। তাদের অবিরাম, অবলীলায়, অপরিসীম লিখে যাওয়ার ক্ষমতা আমাকে বিস্মিত করে। আমি কখনই তাদেরকে এড়াতে পারিনি।
তাদের জন্মদিনে অজশ্র শুভকামনা রইল।
কাজী ফাতেমা ছবি একটি সিরিজ লিখে চলেছেন মনকথিকা, যার কোন শেষ নেই। তিনি পর পর দুবছর আমার জন্মদিনে পোস্ট করেছিলেন। তার সে ঋণ শোধরাবার নয়।
কাজী ফাতেমা ছবি
কাজী ফাতেমা ছবি
আর শায়মা!!
ব্লগার শায়মা প্রাণবন্ত ও ক্লান্তিহীন।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১০
করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন এই দুজন দীর্ঘদিন ধরে ব্লগে আছেন নিজেদের জীবনের সমস্ত কর্মব্যস্ততার মাঝেও। দুজন আবার দুই রকমের মানুষ, একজন কিছুটা অভিমানী আর আরেকজন নিন্দুকের বিরুদ্ধে মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বিদায় কর্ ধরণের। কিন্তু সবশেষে দুজনেই অনন্য, দুজনকেই সব সময় ব্লগে চাই।
আপনার দেয়া উপরের লিংকগুলো কাজ করছে না। দেখতে গেলেই আমার ব্লগ চলে আসছে।
১২| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: রবীন্দ্রনাথের হৈমন্তী বয়স নিয়ে সত্যিটা বলেছিল, আশাকরি শায়মা মিথ্যে বলেনি!!!
এবার আপনাকে বলি.............
আপনিও অনেককিছুর পরও ব্লগটি ছেড়ে যাননি।
সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি এটা অব্যাহত থাকবে।
আমি মাঝে মাঝে চলে যাই ঠিক কিন্ত মনটা প্রতিদিন একানে আসতে চায়।
আপনার এই সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
এভাবেই আমরা পরস্পরের সান্নিধ্যে থাকি, এটাই ভালো।
করুণাধারা
শায়মা
কাজী ফাতেমা ছবি
আপনাদের সবাইকে ধন্যবাদ আর শুভকামনা।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৪
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়! সময় নিয়ে মন্তব্যে অনেক কথা বলেছেন, সবগুলো কথাই ভালো লেগেছে। আপনার মতো আমিও আশা করি, আবার ব্লগ আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে।
আপনার জন্যও অনেক শুভকামনা।
১৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০৮
সামরিন হক বলেছেন: দুজনার জন্য রইলো অনেক দোয়া আর সাথে করুণাধারার জন্যও।
শুভ সকাল।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৭
করুণাধারা বলেছেন: ধন্যবাদ সামরিক হক! অনেক দিন পর আপনাকে দেখছি। আশাকরি ভালো আছেন।
প্রতিটি সকাল আপনার জন্য শুভ হয়ে উঠুক, শুভকামনা রইল!
১৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুজনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আপনাকে ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৮
করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ, মোঃ মাইদুল সরকার। আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।
১৫| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন:
সায়মায় সুন্দরের সমারোহ
অপলক সায়মার মনের বাগানে
সুন্দরের সমারোহে অভিভূত হই
এ যেন স্নিগ্ধ জলের গভীরে অথই
রত্ন দলে ঝিকিমিকি অফুরান দোলা।
সেথা দেখবেন সব সুকীর্ত্তি নয়নে
প্রশান্তি নিরন্ত আনে। উন্নতির মই
সেথায় সাজানো সব। কে পাবেন কই
এমন আবেগী মন? জোছনার দলা?
সোনা গাজীর খোঁচাও সায়মায় থামে
বিরক্তি বিদায় করে।মমত্ব সেথায়
ঝরে পাহাড়ী ঝর্ণায় সুরভী সুনামে।
নিজেরে তখন খুঁজি এ আমি কোথায়?
এখানে কোথাও নেই বিরক্তি কিঞ্চিত
কেটেছে এমন তাঁর সেতার অতীত।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৯
করুণাধারা বলেছেন: শায়মা আপনাকে একটা সনেট লিখতে বলেছিল, কিন্তু আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি সনেট লিখে আনবেন! অনেকদিন পর আপনার সনেট পাওয়া গেল!! ভালো লিখেছেন! অনেক ধন্যবাদ।
১৬| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫০
শায়মা বলেছেন: মহাজাগতিক ভাইয়ু!!!!!!!!! থ্যাংকু থ্যাংকু!!
এতটা সময় নষ্ট করে আমার জন্য এই সনেট লেখার জন্য!!! কিন্তু চাঁদগাজী ভাইয়ার কথা কি বললে!!!!!! হা হা হা
জানোনা আমি বাচ্চাদের টিচার!!!!!!!! অমন কত জ্বালা যন্ত্রনা অবুঝ আবদার বিরক্তি সহ্য করতে হয়!! আমি প্রফেসজনাল বিরক্তি উপেক্ষাকরী!!!!!!! হা হা হা
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৬
করুণাধারা বলেছেন: আমি কিন্তু চাঁদগাজীর মন্তব্য মিস করি। উনার আর উনার সাঙ্গোপাঙ্গ ছাড়া কারুর প্রশংসা করলে উনি পাগলা ষাঁড়ের মতো যেভাবে ছুটে আসতেন, সেটা মিস করি...
১৭| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৫
রানার ব্লগ বলেছেন: হু, কতো হলো?
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০১
করুণাধারা বলেছেন: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রানার ব্লগ! তবে উত্তর পাওয়া যাবে না! ছবি তো মনে হচ্ছে রিটায়ার্ড, তাহলে যেমন হতে পারে। আর শায়মা তো উনিশ থেকে নড়বে না!
১৮| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০২
করুণাধারা বলেছেন: আচ্ছা। দেখেন।
১৯| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: শায়মাপু জন্মদিনের শুভেচ্ছা। করুণাধারা আপু। আমি ব্লগে আসতে পারি না আগের মত। পোস্ট দেখি নাই বইন সরি। সময় কীভাবে েযে চলে যায়। পোস্ট করারও টাইম নাই।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৪
করুণাধারা বলেছেন: কী হলো ছবি! মনখারাপ কেন?আশাকরি সব ঠিক আছে।
দোয়া রইলো।
২০| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিন উপলক্ষ্যে শায়মা এবং কাজী ফাতেমা ছবি, উভয়কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। এই দু'জন গুণী ব্লগার দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ব্লগে তাদের গল্প, কবিতা, কথিকা ইত্যাদি শেয়ার করে ব্লগকে সমৃদ্ধ করে চলেছেন।
তাদের জন্মদিনে পোস্ট লিখে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৮
করুণাধারা বলেছেন: হ্যাঁ, এঁরা দুজন দীর্ঘদিন ধরে বিরতিহীন ভাবে লিখে চলেছেন। আরো দীর্ঘদিন যেন তারা লেখার মাধ্যমে ব্লক কে সমৃদ্ধ করেন।
এদের দুজনকে নিয়ে কবিতা পোস্ট দিতেন 'কি করি আজ ভেবে না পাই'। তাকে খুব মিস করি।
আপনাকে অনেক ধন্যবাদ।
২১| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৫
শায়মা বলেছেন: আপুনি তুমি চাইলে চাঁদগাজীভাইয়ার নতুন নিকের সাথে আমি আবার ঝগড়া লাগাই দিতে পারি!!!!!!!!
ভাইয়া কি আমার সাথে পারবে!!!!!!!!!! যত পাগলামী করবে আমি আরও তত কত্তে পাব্বো!!!
তবে সময় পাই আরেকটু!!! এখন জানো পাপেট শো এর অডিও মেকিং ছেড়ে এইখানে এসে বকবক করছি!!!!!!!!
৬ তারিখে শো আর আমার এখনও অডিও রেডি হয়নি!!!!!!
২২| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৩
করুণাধারা বলেছেন: থাক! ঝগড়া করে সময় নষ্ট করার দরকার নেই তোমার। এই সময়টা বরং নতুন কিছু সৃষ্টি করো।
এখানকার বকবক ছেড়ে পাপেট শোর কাজটাই কর। আশাকরি সময় মত ভালোভাবে রেডি করে ফেলতে পারবে। তোমার এই পাপেট শো আমরা দেখতে পাবো না!!
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: দু’জনই ভালো ব্লগার এবং ভালো কবি। তাঁদের পোষ্টের জন্য আমরা কৃতজ্ঞ। উভয় কবিকে জন্ম দিনের শুভেচ্ছা।