নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের দিব্যি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

ছবি: অযাচিত কালিদাস।

ফাগুন এলেই বনের মতই আগুন লাগে
আমার মনে, রঙের বানে।
সকাল - দুপুর, সন্ধ্যা - রাতে -
মন ভেসে যায়, রঙের টানে।

ফাগুন এলেই মন উচাটন তাহার তরে
অহর্নিশে হৃদয় কাঁদে।
উথাল পাথাল, আকাশ পাতাল -
তোমার খুঁজি, একটুখানি ছোঁয়ার আশে।

ফাগুন এলেই তুমি-আমি এক ফালি চাঁদ
একটি আকাশ, মেঘের পাশে।
কারণ ছাড়াই খুনসুটি আর -
লুকোচুরির ফাঁকে ফাঁকেই অভিমানের ছড়াছড়ি।

ফাগুন এলেই আমার দু'জন হিসেব মেলায়
ভালোবাসি কার চে' বেশি।
মান - অভিমান সরিয়ে রেখে -
আভিযোগের পাহাড়তলে হাতটি ধরি।

ফাগুন এলেই নিজেই নিজের আত্মা খুঁচি
ভর্ৎসনার এক বাজার খুলি।
ইচ্ছে মতন বাসব ভালো -
বছরব্যাপি, এই ভাবনাই ব্রত রাখি।

ফাগুন এলেই মহাকালের দুষ্ট রোষে
ব্রত ভাঙ্গার হিসেব কষি।
এতকিছু, তারপরেও, প্রিয়তম -
বলছি মানো, এই ফাগুনের দিব্যি -
আমি, সত্যি তোমায় ভালোইবাসি।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য। আর, কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

হাসাস হোসেন বলেছেন: চমকপ্রদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

অযাচিত কালিদাস বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পড়ার জন্য। আর, কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।


ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.