নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বিষাদিত উপাখ্যানের চরিত্রগণ –
দুঃখ, কষ্ট, প্রতারিত,...সব –
সবকিছুই উবে যাবে, মিশে যাবে হাওয়ার ডানায় লীন হয়ে।
লক্ষ্যের আড়ালে বসে সেদিন কী দেখিব না আমি!
বাতাসের সেই স্বাদ শুষে নিয়ে, তোমাদের বাড়ন্ত আয়ুক্ষণে –
আমায় কী ভালোলাগায় পড়িবেনা মনে!
স্মৃতি আর বিস্মৃতির পলকে হঠাৎ কভু খুঁজিবে আমায়?
বিষাদময়ীর ছায়া, তোমাদেরও কী ছুঁইবে তখন?
হয়ত আমায় পড়বে মনে, ইচ্ছে হলেও ছাড়তে নারে...
প্রচণ্ড আক্রোশে তখনো কী আমার পূর্বসূরিদের সম্ভাষিবে বিবমিষায়?
তাই যদি হয়, দেখিব না আমি, রয়ে যাব বহুদূর, সেই সে –
সু-উচ্চ পাহাড়ের নিকষ গুহায়; যুলুদের পাহাড়েরা যেথায় দিগন্তে থামে।
অথবা রইব মিশে আঁধারের মেরুজ্যোতি অরোরার রঙের পরতে পরতে।
যেইখানে (ওরা মানে) অদৃষ্ট দেখা দিয়ে থাকে!
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত।
১৬ ই জুন, ২০২২ রাত ৩:৩৬
অযাচিত কালিদাস বলেছেন: আপনার কি মনে হয়, হে বিজ্ঞজন!
২| ১৫ ই জুন, ২০২২ সকাল ৮:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই জুন, ২০২২ রাত ৩:৩৭
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৩| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগলো।
১৬ ই জুন, ২০২২ রাত ৩:৩৮
অযাচিত কালিদাস বলেছেন: জেনে আনন্দিত। কৃতজ্ঞতা জানবেন।
৪| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৬ ই জুন, ২০২২ রাত ৩:৩৮
অযাচিত কালিদাস বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২২ রাত ২:৪০
সোনাগাজী বলেছেন:
কোন বিষয়ে আপনাে মনে ছন্দের পত্তন ঘটছিলো?