নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট ঘেঁটে সংগৃহিত।
ও ম্যাডাম স্যার, দেহেন –
লাইসেনের ছবি চশমা ছাড়া, মনে হয় নকল ইডা!
বডিত কতেক মাইর-মুইর খাওয়া, ফিটনেসেও ঘাপলা!
হেড লাইটের ডিমার নষ্ট, ইন্ডিকেটর আধা;
লুকিন গ্লাসডা জোড়া-তালির পর কুনো রকমে খাড়া!
আপ্নেরে দেখলেই ইঞ্জিনডা কাশে, ঘুহুম... ঘুহুম... কইরে থামে –
তালিপরেও খালি ছাইড়া দেন ক্যা? ধরেন এট্টুখানি!
কাগজ চালি দিবার ছলে, আপ্নের হাত-পায় ধরি!!
ও ম্যাডাম স্যার, ক্যামনে আপনি এত্তো পাষাণ হলি!
এমতে করেই ফাঁকি মাল্লেন ডিউটিতে রোজ খালি!!
যদু-মদু কত্তোজনরেই ইডা-উডা কলেন -
আমার বেলায় ট্যাক্স টোকেনডা, সেই যে জমা নেলেন... –
পেত্তেকদিন আপ্নের সিগনালেই ঘুইরে ঘুইরে মরি;
বোজেন না ক্যা, - আপ্নেরে এট্টু দেকতি পালিই, জানে আসে পানি!
ও ম্যাডাম স্যার, এট্টুসখানি দেকেন না ফিইর্যা চাইয়ে,
কসম কলাম, ছুডামু গাড়ি, যেন - 'শুমাখার' থাহে পিছে!
#অযাচিত_কালিদাস।
১ নভেম্বর ২০২১ | ১৬ কার্তিক ১৪২৮
০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪১
অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার হয়েছে ! কবিতাটি অনেক গতিময় এবং ভিন্নধর্মী !
১৪ ই জুন, ২০২২ রাত ৮:০৯
অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বেশ হয়েছে