নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

~ নাহ, ঘুম যে আসে না! ~

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

নাহ, রাত চলে যায় আয়েশ করে
ঘুম আসে না মনের কোনে
চোখ বুজে যায় ঘুমের তোড়ে
মন যে মানে না!
নাহ, ঘুম যে আসে না!!

সেই কখন থেকে চেষ্টা করি
এপাশ ওপাশ গড়াগড়ি
ভাবনাতেও শুধুই তুমি
তাওতো আসোনা,
নাহ, ঘুম যে আসে না!!

হঠাৎ বোধহয় তন্দ্রা আসে
ক্ষণেক পরেই চমকে ছোটে
গলির বাঁকে বাঁশি বাজে
সুরতো ভাসে না,
নাহ, ঘুম যে আসে না!!

টিকটিকি, সেও ব্যঙ্গ করে
টি টি করে আমায় ডাকে
আঁধার শুধু জাপটে রাখে
আরতো কেহই না,
নাহ, ঘুম যে আসে না!!

মাঝে মাঝেই ঝাপসা চোখে
মনের কথাও যাই যে ভুলে
থাকলে তুমি আমার পাশে
এমন হতোই না,
নাহ, ঘুম যে আসে না!!

'ঘুমাও তুমি ঘুমাও গো জান'
একলা তোমার ঘরে
আমি না হয় পাহারা দেই
একটু দূরে বসে
নাহ, ঘুম যেন না আসে।

#অযাচিত_কালিদাস।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন যে মানে না!
নাহ, ঘুম যে আসে না!!

মাঝে মাঝে সবার ক্ষেত্রে এসব ঘটে
চিন্তার কিছু নাই
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তবে কবি তা সুন্দর উপভোগ্য হয়েছে ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

চাঙ্কু বলেছেন: আহ! ঘুম!!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ঘুম না আসার যাতনা প্রকাশ পেয়েছে। এ এক অস্বস্তিকর অভিজ্ঞতা!
আপনার এ কবিতাটি পড়ে এরকম অভিজ্ঞতার কথা স্মরণ করে লেখা আমার একটা কবিতার কথা মনে পড়লোঃ
ঘুম দিয়েছে আড়ি

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: ্সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.