নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৪

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন
অনিয়ত খোয়াবের খাপ মেপে ফিরে আসা।
প্রতিদিনে প্রতিক্ষণে, কতশত স্বপ্নেরা উবে যায় নিঃশ্বাসে
পড়ে থাকে ইট-কাঠ-কঙ্কাল, কালিময়।

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন
প্রতিদিন অক্ষত বেঁচে থাকা বিস্ময়!
অথবা বিরল যেন স্বাভাবিক মৃত্যু,
তবু সেই আমাদের কামনায়।

অনাগত আত্মা, সাধ - ভালোবাসা মরে
বেঁচা থাকা, - নেই যে উপায়!
কি নিপুণ চেষ্টা ছিলো, চার হাতে - দেহদ্বয়ে,
তবুও সে অবশেষে নিরুপায়।

কি তার জবাব বলো,
সাধের আহার হাতে যেই পিতা -
এধার - ওধার শুধু খুঁজে ফিরে
অভুক্ত একতাল আত্মজা!

কভু কি আর, এই আহার, সুবাসিত এ বাহার
পারিবেন দেখতে বা চাখতে?
আহারে জীবন আহা, কিভাবে কেমন বাঁচা
এ শহরে অপঘাতই নিত্যি!

একপাল মনুষ্য এ খোয়াড়ে,
মানবিক, মানবতা, - পড়ে থাকে সে ভাগাড়ে
খোয়াড়ের মালিকেরা লাভ-ক্ষতি ভাবনায়
এরে মারে, তারে খায়, মাঝেমাঝে বদহজমে পেটফাঁপে, কাতরায়।

আর শুধু, এ শহরে মানুষেরা মরে যায়
নিয়ত নিয়ম মেনে, খোয়াড়ির ইচ্ছায়।
জীবনের বেসাতিতে তুমি - আমি - আপনি
অনিঃশেষ শুধু ছুটি, স্বাভাবিক মৃত্যুর পথখানি হাতড়াই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভালো জানেন ভূমিকম্প হলে কী করবো আমরা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

অযাচিত কালিদাস বলেছেন: আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আর সচেতন হওয়ার তৌফিক দিন, আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.