নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের এ মৌসুমে - ১

০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

মন খারাপের এ মৌসুমে
তোমার কথা ভাবতে মানা
সন্ধ্যা রাতে আঁধার ঘরে
একলা সিলিং দেখতে মানা
ওঘরগুলোয় আলোর খেলা
রিনিঝিনি শব্দবানে উথাল-পাতাল
কান দেবে না।

মন খারাপের এ মৌসুমে
একলা পুরুষ একলা নারী
শেকল কাটা মনের গাড়ি
আকাশ পাতাল দাপিয়ে ছুটি
সঙ্গ পেতে তোমার দ্বারে
কম্পিত বুক প্রহরব্যাপী দাড়িয়ে থেকে
একলা ফিরি।

মন খারাপের এ মৌসুমে
আকাশ কাঁদে
হঠাৎ হঠাৎ আমায় দেখে
বজ্র নিনাদ হুঙ্কারিয়ে
ওলট পালট ঘূর্ণিবানে
এধার ওধার তছনছিয়ে শান্ত করে
তোমার তরে।

মন খারাপের এ মৌসুমে
রাত দুপুরেও ঘুমতে মানা
একটুখানি তন্দ্রা যদি
ভুল করে বা এলো তবেই
বিকটভাবে দাও যে হানা
স্বপন মাঝে তাও যদি বা ধরেছি হাত
ঝটকা টানে স্বপ্ন ভাঙ্গো।

মন খারাপের এ মৌসুমে
তোমায় কাছে ডাকতে মানা
'তোমায় ভালোবাসি আমি'
এই কথাটিও বলতে মানা
একটুখানি ছোঁয়া পেতে
ওমুখপানে চেয়ে থেকে হাতটি ধরে
বসতে মানা।

মন খারাপের এ মৌসুমে
তবু আমায় হাসতে হবে
রাত পোহালেই দু'হাতে তুলে
আড়মোড়া ঠিক ভাংতে হবে
রুটিনমাফিক চাকরগিরি
হাসিখুশি'র ফুলকি তুলে
জিজ্ঞাসিলেই বলতে হবে
ভালোই আছি।

মন খারাপের এ মৌসুমে
ব্যার্থতা সব শুধুই আমার
সামান্য যা চেয়েছিলে
পারিনি তার কিছুই দিতে
একফালি সুখ, দমকা খুশি
উথাল-পাতাল ভালোবাসা, আর পাগলামি
শূণ্য সবি।

মন খারাপের এ মৌসুমে
তবুও বাঁচি
একলা আমি একলা আঁধার
কান্না ভুলি
নাইবা পেলাম আদোরমাখা তোমার ছোঁয়া
তবুও আমি দিব্যি আছি
নাহ, মরিনি।

৪ এপ্রিল ২০১৯
রাত ৯:১৫, এ্যলিফেন্ট রোড, ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে মে, ২০২১ রাত ১১:২৩

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেইসাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এতোদিন পরে প্রত্যুত্তর প্রদানের জন্য।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা মন খারাপের , তবে পড়ে বেশ ভালো লাগলো।
শুভকামনা রইলো।

২৩ শে মে, ২০২১ রাত ১১:২৪

অযাচিত কালিদাস বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এতোদিন পরে প্রত্যুত্তর প্রদানের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.