নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
এক রত্তি ভালোবাসা খুব দরকার, ভোলাদাসের।
সেদিন সে আক্ষেপের সুরে বলেছিল -
'যুদি এক রত্তি বালোবাসা পাই, কসম কলাম,
তারে আমার মাথায় করি গুরবো গঞ্জ-শহর!'
দুষ্টুমি করেই বলেছিলাম, তাহলে এখন কোথায় রাখো ভোলাদা?
ক্ষণিক ম্রিয়মাণ হয়ে আমার চোখের মাঝে তাকিয়ে রইল
মনে হলো হাতড়ে খুঁজছে তার ভালোবাসা
অথচ পরক্ষণেই উৎফুল্ল চিত্তে সে জানালো -
'ক্যান, বুকের মদ্দ্যি!' - বলা শেষেই -
কি এক অপার্থিব পুলক খেলে গেলো তার চোখের তারায়।
আমি মোহাবিষ্ট হয়ে দেখি, আর ভাবি -
আহা, - এক রত্তি ভালোবাসা...!
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:০২
অযাচিত কালিদাস বলেছেন: জেনে খুশি হলাম, সাথেই থাকুন।
২| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:০৩
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ।
৩| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: প্রাঞ্জল কবিতা।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:০৩
অযাচিত কালিদাস বলেছেন: কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: দারুণ। এই কবিতায় আমার তৃষ্ণা মিটিল। ভাল লেগেছে।