![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহারে শান্তি... বেচারা শান্তি..
শান্তি'র বাপে পারেনা কানতি!
শান্তি-তো সেই কবেই বেসাতি
বণিকের হাত ধরে –;
বেওয়ারিশ সেই শান্তি বেচারি
ইতি-উতি করে লুকালো ভাগাড়ে
স্মরণ – বরণ যেথা ছিলো সেথা
পম্পেই হয়ে আছে।
মহীরুহ বাদ, সুপারির গাছে
পরিপক্কতা এলে তার মূলে
কতোদূর তক ছড়ায়ে-ছিটায়ে –
কে পারে সমূলে সরাতে?
তাই বুঝি ভয়? যদিবা সরায়!
আতঙ্কিতে নিদ নাহি হয়।
মস্তকমাঝে মহা-আক্রোশে
পিরানহা মন ডানা ঝাপটায়ে
যারে দেখে হায় শত্রু সামঝে
দাঁত কেলিয়া ধায়; নিঃশেষের নেশায়।
গোঁফহীন যতো কুশীলব নিয়ে
আধা-খেঁচড়া সাজানো আসরে
আজ হেথা কাল হোথায় গিয়ে
বলপূর্বক দর্শক এনে, কাহাতক সভা জমে?
ইতি-উতি করে কাতুকুতু দিয়ে
কতোদিন আর গায়ে পড়ে এসে
জনতারে হয়রানি! যদি ডাকে বান
হবে বেসামাল, দেখিয়াছে দশে, দেশে।
হয়তোবা বুঝে, নয়তো বেবুঝে
কিংবা সে সব কাঁচা ছক কষে
শতরঞ্জের চলতি আসরে
মশাদেরই যতো ঢল; পাকা
খেলোয়াড় বেদখল। শুনি –
নূতন কেতন-ই বল; জনতার একদল!
তবু, ক্ষোভানলে পোড়া আঁতুড় আবাসে
ধোঁয়া থামলেও আঁচ রয়ে গেছে
প্রজ্বলিত কুহকের মাঝে লেলিহান কালিমা
মেঘের আলোয় পোড়া সে আবাসে
কার ছায়া দেখে বুক কেঁপে ওঠে!
আতঙ্কিতে রাত-দিন মিলে
ভূতের জারজ নগ্ন-নাচনে
আবাস সৌধ গুড়িয়ে সেখানে
ধ্বংস শ্মশান রচে আবিরামে;
গাহে, শান্তির জয়গান; আহা শান্তির জয়-ধাম!
আর সাথে চলে দম্ভোস্তুতি
বলে, ভুল ছিলো; করে তারো বেশি
দিনে-রাতে শুধু ক্ষোভ-অশান্তি
দাবী-দাওয়াতেই ভ্রান্তি!
শান্তি'র বাপ ভাবে দে ক্ষান্তি;
আহা শান্তি, উহু শান্তি!
শান্তি-তো সেই কবেই বেসাতি
বেওয়ারিশ যেন শান্তি বেচারি;
স্মরণে – বরণে যা ছিলো যেখানে
বাঁকা চোখে সবে দেখে।
ইশ অশান্তি, উহ অশান্তি
শান্তি'র বাপে পারেনা কানতি
সহস্র ক্রোশ দূরেও বন্ধু
হয়ে আছে বেসামাল।
আহ শান্তি, ওহ শান্তি, কাহা শান্তি প্রিয়ে;
ওগো দয়া করে আসো কাছে
এই অ-'শান্তিপ্রিয়া'র দেশে
বণিক, উশখুশ করে মরে!!
৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১
© অযাচিত কালিদাস #অযাচিত_কালিদাস
ছবি: Conflict and Peace print by Gabriel Tobón Moreno
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৮
এম ডি মুসা বলেছেন: শেখ হাসিনা নিজেও জানে তার অপরাধ আছে। শেখ সাহেব নিজেও জানে না তার কি অপরাধ তার আগে মেরে ফেলছে। তার রাজনীতি নিয়ে গালমন্দ করা যেতে পারে। ইতিহাসে কারো অবদান ছোট করে দেখার নয়। আজকে যদি আমরা সঠিক ইতিহাস ভুলে যাই। কালেকে আমাদের জুলাই ইতিহাস ভুলিয়ে দেবে। এই সব ভালো লাগে না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৮
এম ডি মুসা বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়েছে!!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২০
এম ডি মুসা বলেছেন: গোঁফহীন যতো কুশীলব নিয়ে আধা-খেঁচড়া সাজানো আসরে আজ হেথা কাল হোথায় গিয়ে বলপূর্বক দর্শক এনে, কাহাতক সভা জমে? ইতি-উতি করে কাতুকুতু দিয়ে কতোদিন আর গায়ে পড়ে এসে জনতারে হয়রানি! যদি ডাকে বান হবে বেসামাল, দেখিয়াছে দশে, দেশে। চমনৎকার
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আহারে শান্তি, উহ শান্তি!