![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বনে বাস করত এক বাঘ আর বাঘিনী । এক দিন দুপুরে বাঘ বাঘিনীকে বলল ,” বাঘিনী ? বাঘিনী , খুব হরিণ খেতে ইচ্ছে করছে ‘
বাঘিনী খুব নরম গলায় বলল , ” পায়ের ব্যাথা টা কি কমেছে ”? বাঘ মন খারাপ করে বলল , ”ব্যাথা টা অনেক কমেছে কিন্তু শিকার ধরতে যেতে পারব না আর কয়েকদিন ”।
বাঘিনী হেসে বলল , শিকার নিয়ে তোমাকে ভাবতে হবে না । তুমি বিশ্রাম নাও । আমি একটা হরিণ শিকার করে নিয়ে আসছি ”।
চোখের পলকে বাঘিনী যেন বাতাসে মিলিয়ে গেল । বাঘ একটা বড় গাছের ছায়ায় শুয়ে শুয়ে বাঘিনীর চলে যাওয়া দেখল । একটা গর্তে পরে তার পায়ে ভালো ব্যাথা পেয়েছে । আজ ব্যাথাটা অনেক কমেছে ।
বাঘ ঘুমিয়ে গিয়েছিল । কোন একটা শব্দে তার ঘুম ভাঙ্গল । সে চোখ মেলে অবাক চোখে দেখল বাঘিনী একটা জীবিত হরিণ শাবক ধরে নিয়ে এসেছে । আরে কি আশ্চর্য এতো অনেক অনেক ছোট ।
হরিণ শাবকের কথাগুলো কানে এল বাঘের ।
হরিণ কান্না ভরা গলায় বলেছে , ” আমাকে খেও না । আমাকে খেও না ”।
বাঘের খুব মায়া লেগে গেল । ছোট একটা বাচ্চা মিনিতি করছে । বাঘ বাঘিনীকে বলল , তুমি হরিণ পেলে না ” ।
বাঘিনী অবাক গলায় বলল ,” আমি তো হরিণই ধরে নিয়ে এসেছি ” ।
বাঘ একটু রেগে বলল , ” এ তো অনেক ছোট ,একেবারেই বাচ্চা ”।
বাঘ হরিণ শাবক কে বলল , ” ভয় পেও না । আমরা তোমাকে কিছুই বলব না । এখন যাও তুমি । কেউ তোমাকে কিছু বলবে না ”।
হরিণ শাবক একটু আগাতেই বাঘ খেয়াল করল ,হরিণ শাবকটা পা খুরিয়ে খুরিয়ে সামনের দিকে যাচ্ছে ।
হরিণ শাবক সামনের দিকে যেতে যেতে বাঘ আবার ডাকল । হরিণ শাবক ঘুরে দাঁড়াতে দেখল বাঘ কিছুটা খুরিয়ে খুরিয়ে কাছে এসেছে । কিছু বুঝার আগে বাঘ হরিণ শাবকের কপালে হাল্কা করে চুমু দিল । আদর পেয়ে হতবাক হয়ে গেল হরিণ শাবক । হতবাক আর বোকা হয়ে গেল বাঘিনী । সে তার চোখ বারবার খুলল আর বন্ধ করল । বাঘিনী বিস্ময়ে হতবাক হয়ে দেখল শিকারটা অতি ধীরে খুড়িয়ে খুড়িয়ে চলে গেল ।
অনেক রাত । একটা বিশাল গাছের নীচে শুয়ে আছে বাঘ আর বাঘিনী । ঝকঝকে চাঁদ বিহীন রাতের আকাশ । বাঘিনী জানতে চাইল ,” ব্যাথাটা কি কমেছে ” ?
বাঘ আকাশের দিকে তাকাল । সাড়া আকাশ ভর্তি তারা । বাঘ খুব আদরে গলায় বলল ,” তুমি পাশে আছ না । তুমি পাশে থাকলে ব্যাথাটা ভয়ে কাছে আসে না ” ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
পাগলা সবুজ বলেছেন: শীতকাল তো, জমে গেছে ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
মর্গের লাশ বলেছেন: লিখার ধরন টা সুন্দর কিন্তু, কিছু ই বুঝি নাই .।।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
পণ্ডিত মশাই বলেছেন: ভাই সত্যি কইরা কইবেন, সিগন্যাল ছিল তো?
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
পণ্ডিত মশাই বলেছেন: এ্যান্টেনা ভোঁতা হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেল।