নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

জন্ম

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

আমি শিরিষের ডালপালা ছেড়ে
পাখ-পাখালির বাসা হতে
সবুজ কচি ঘাসের দেশে
এসেছিলাম মানব জন্ম নিয়ে।
পৃথিবীর মানুষের কত রূপ
দু’চোখ ভরে দেখার সাধ জেগেছিল।
তাই দেবতার কাছে বর চেয়েছিলাম
আমায় মানব জন্ম দাও।
দেবতার কাছে বর চেয়ে মানবরূপ পেলাম,
যৌবন পেলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান,
নিত্য প্রয়োজনীয় সকলই পেলাম।
কিন্তু বুকের মধ্যে কি এক হাহাকার
অশান্ত ঝড় ক্রমেই ঘনিয়ে আসতে লাগল।
আঁধার হয়ে এলো
প্রদীপের ম্লান আলোয় সারারাত মাঠে-ঘাটে,
পথে-প্রান্তে, কি নেই? খুঁজতেই পেলাম
একটু সুখ নেই!
রাতের আঁধারে ছুটে দেখলাম
এখানে কোথাও নেই আরাধনা
কোথাও নেই দেবতার গান।
এখানে আলো-আঁধারে খেলা করে
নর পিশাচ-পিশাচীর নগ্ন দেহ
ঘৃনায় মুখ ফিরিয়ে নিলাম!
তারপর একদিন।
অমার মানবজন্মের যবনিকা হলো
ভাগ্য দেবতার কাছে বর চেয়ে
শূণ্যে উড়ে গেলাম।
আবার সেই শিরিষের ডালপালা
কাকফাঁটা রোদ্দুরে পাখনা মেলে ঘুরে ফিরে
কুন্জবনে ফিরে আসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.