নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

এখন কি কৃষ্ণপক্ষ?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩



জাতির বিবেকের কাছে প্রশ্ন
কেন কিশোরী ধর্ষিতা হয় ?
কেনো পৃথিবীর আলোবাতাসে
এত ককটেলের গন্ধ ?
কেন বই খাতার বদলে যুবকের হাতে
রাইফেল-বোমা ?
কেন শিক্ষাঙ্গনে এত সন্ত্রাস ?
কেন জনতার মঞ্চে দাঁড়িয়ে
নেতাজিরা এত মিথ্যে বুলি আওড়ায় ?
কেন ক্ষমতার দ্বন্দে এত রক্তপাত ?
কেন নিরীহ জনগণের উপর এত অবিচার ?
কেন গড ফাদারেরা আড়ালে থেকে
কু-কর্মের নিশানা দেখায় ?
কারা এই গড ফাদার ?
কেন তাদের বিরুদ্ধে মামলা হয় না ?
কেন এই দেশের আইনের পাতা এত দুর্বল ?
এখন কি কৃষ্ণপক্ষ ?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

বাকপ্রবাস বলেছেন: উত্তর সবার জানা কারন মানুষ সৃষ্টির সেরা জীব কেবল কথায়, কাজে হলো সৃষ্টির সেরা হিংস্র ও ভন্ড

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

পারভীন শীলা বলেছেন: কে জানে কবে দুর হবে এ অন্ধকার !

২| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

অণুজীব বলেছেন: প্রশ্ন তো সবার উত্তর দিবে কে ?

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

পারভীন শীলা বলেছেন: এটাইতো সমস্যা ।

৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, এখন কৃষ্ণপক্ষই। শুক্লা তিথি সুদূর পরাহত।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

পারভীন শীলা বলেছেন: অনেক দূর হাঁটতে হবে ।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

সব অন্ধ হয়ে বসে আছে।

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

পারভীন শীলা বলেছেন: হ্যা । ঠিকই বলেছেন ।

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

বর্ণা বলেছেন: ওই যে জাতির বিবেক মরে গিয়েছে তাই।

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৩৮

পারভীন শীলা বলেছেন: সত্য বলেছেন ।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৩৮

পারভীন শীলা বলেছেন: ভালো থাকবেন ।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: এ কবিতা নয়।
প্রশ্ন প্রশ্ন খেলা।

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৪০

পারভীন শীলা বলেছেন: জ্বী ।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: এখন কি কৃষ্ণপক্ষ?
জ্বী

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৪১

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ ।

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিজন রয় বলেছেন: অবশ্যই এখন কৃষ্ণপক্ষ।
বাংলাদেশ থেকে এটা কখনো যাবে না।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

পারভীন শীলা বলেছেন: তাইতো এতো কষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.