নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

উম্মোচন

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১



হে পৃথিবী,
একটু একটু করে খুলে দাও দুয়ার।
তোমার বুকে তৃষিত নয়নে যারে দেখি
সে আমার রাত জাগা ভোর
সকালের সোনালী সূর্য
পড়ন্ত বিকেলের স্নিগ্ধ ছায়া
জোছনা রাতের রূপালী চাঁদ।
তোমার ছোঁয়ায়
মাতাল হাওয়ায় যারে পাই
সে আমার গাঁয়ের ভেজা মাটির
সোদা গন্ধ
হাসনাহেনার মিষ্টি সুবাস
প্রেয়সীর কাঁকন পরা হাতের
মিষ্টি ছোঁয়া- মিষ্টি আলিঙ্গন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: সোনালী রোদ্দুর, রূপোলী চাঁদ, ভেজা মাটির সোঁদা গন্ধ আর হাসনুহেনার মিষ্টি সুবাস - সব মিলিয়ে কবিতা অনুপম হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

পারভীন শীলা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ভালো থাকবেন ।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: স্নিগ্ধ কবিতা। মায়াময় ভাষা ও আবহ। সকলের মনের কথা।
চমৎকার।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন:

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

পারভীন শীলা বলেছেন: সাদা মনের মানুষ সব সময় ভালো হয় তাই সবকিছু তার কাছে ভালো লাগে । ধন্যবাদ ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! প্রকৃতির রূপে বিমোহিত হলাম। সুন্দর ।

শুভকামনা রইল।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তৃষিত নয়ন, রাতজাগা ভোর, সোনালি সূর্য, পড়ন্ত বিকেল, স্নিগ্ধ ছায়া- বাকিগুলোর লিস্টি আর করলাম না। এক কবিতায় এতগুলো প্রচলিত বিশেষণ কবিতাকে দুর্বল করে ফেলে। বিশেষণগুলো একেবারেই বাদ দিয়ে দেখেন, লেখাটা আরো ঝকঝকে ও সাবলীল হবে।

শুভেচ্ছা রইল।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

পারভীন শীলা বলেছেন: বাদ দিলেতো লেখাটাই মনে হবে কি জেন নেই । ধন্যবাদ ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১২

জাহিদ অনিক বলেছেন:
৬ নম্বর মন্তব্যের কথাগুলো ভালো ছিল- ভেবে দেখতে পারেন-
সেই আদিকাল থেকেই কবিতা লেখা হচ্ছে, কবিতা দিনে দিনে তার উপযোগিতা হারাচ্ছে - কেন হারাচ্ছে সেটা কবিদের ভেবে দেখা উচিত। আজকালকার পাঠকেরা কবিতা পড়ে না - এই দোহাই দিলে চলবে না।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

পারভীন শীলা বলেছেন: কি বলব । আমি তো আমার মতোই তাই না ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.