নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

আহ্বান

২৪ শে জুন, ২০২০ রাত ৯:০০

বিংশ শতাব্দি আজ বিদায়ী পতাকা তৈরিতে মগ্ন
একবিংশ শতাব্দি দুয়ারে পা ছোঁয় ছোঁয়
পুরাতন ফেলে নতুনের আনন্দে আমি মাতোয়া
ভূলে যাচ্ছি শৈশব কৈশোর আর যৌবনের
অনেকাংশের কথা,
জীবনের আনন্দময় সময়টুকু আমি যে কালে কাটিয়েছি,
তাকে ভুলতে বসেছি অচিরেই ।
ঝাপসা হয়ে যাচ্ছে স্মৃতিগুলো,
আগামী প্রজন্ম আমায় কি দেবে জানিনা !
তবুও তার প্রতিক্ষায় নিদ্রাভঙ্গ
আঁখিতে স্বপ্নের ঝুলি-তনুতে বার্ধ্যক্যের ছায়া
কৃষ্ণবর্ণ চুলগুলো শুভ্র হয়ে উঠছে ক্রমেই,
ঠোঁটে পানের লাল আভরনটুকু আনন্দে হাসছে
কালের বিবর্তনে জীবনের পাতা উল্টে যাচ্ছে ।
ভাবছি কোনটা ভালো ছিল?
যে পাতা উল্টাতে যাচ্ছি সে পাতায়
অনেক কথা লেখা হয়ে গেছে,
আর যে পাতায় এখনও কালির আচড় পড়েনি
সে পাতায় লেখার সময়টুকুইবা কতটা হবে
কে জানে?
তাই আমার বাণী আগামী প্রজন্মের কাছে
তুলে ধরছি
তোমরা যারা লিখবে, তোমাদের লেখনিতে
এ দেশের আর্তপীড়িত মানুষদের কথা লিখ
একটি সত্য কলম বই খাতা
অর একটি সুন্দর শিক্ষা ওদের দিও ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু সৃতি মানুষ আজীবন মনে ধরে রাখে। নস্টালজিয়া ভালো জিনিস। ২০০ বছর আগের জ্ঞানপাপী পণ্ডিতরা একে রোগ মনে করত। এখন মনোবিজ্ঞানীরা একে ভালোভাবে দেখে। কবিতা ভালো লেগেছে তবে একবিংশ শতাব্দি আসলে ২০ বছর আগেই শুরু হয়ে গেছে। এটা পরিবর্তন করা যায় কিনা দেখেন।

২৪ শে জুন, ২০২০ রাত ১০:৩৯

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ । তবে কবিতাটি আরো ২২ বছর আগের লেখা ।

২| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:১৪

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত চমৎকার লেখনী।

২৪ শে জুন, ২০২০ রাত ১০:৪০

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৪ শে জুন, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন বোন।

২৪ শে জুন, ২০২০ রাত ১০:৪১

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ ,রাজীব নুর ।

৪| ২৪ শে জুন, ২০২০ রাত ১০:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগামী প্রজন্ম তাদের জীবন থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাবে।তবে কামনা খুবই সুন্দর

৫| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:৫২

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এত দিন কোথায় লুকান ছিল?

২৫ শে জুন, ২০২০ রাত ১২:১৮

পারভীন শীলা বলেছেন: আমার কবিতার খাতায় ।

৭| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মোট কতগুলি কবিতা/ গল্প লিখেছেন (আনুমানিক)? কোথায় কোথায় ছাপা হয়েছে ( অনলাইন/ বই)?

৮| ২৬ শে জুন, ২০২০ সকাল ৭:১০

পারভীন শীলা বলেছেন: কতটা লিখেছি মনে নেই।গুনতে হবে ।এক সময় লেখা লেখি নিয়ে পাগল ছিলাম।আমাদের নিজেদের পত্রিকায় নিয়মিত ছাপা হতো।তাছাড়া অনুপ্রাসের সাথে যুক্ত ছিলাম ।আমার বেশকিছু বন্ধু আছে যারা লেখালেখি নিয়মিত করে।কখনও বই মেলায় অনেক কবিতার মধ্যে আমার একটি কবিতা ছাপা হয়েছে । এইটুকুই।

৯| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

ইসিয়াক বলেছেন:
চমৎকার

২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪০

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.