নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

স্ব-দেশ

২৫ শে জুন, ২০২০ সকাল ৯:৪১

স্ব-দেশ
বিংশ শতাব্দীর দ্বারে এসে বলেছিলাম
তুমি আমার ।
বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসেও বলছি
তুমি আমার ।
শতাব্দীকাল ধরে উদয়ের পথে, সিন্ধু পাড়ে,
নদীর বুকে, বৃক্ষের ছায়াতটে, কুসুম কাননে,
সময়ের রথে,বিধস্ত কোন নগরীতে
তুমি আমার ।
প্রবাসে থেকে ভেবেছি তোমায়,
মধ্যপ্রাচ্যের ব্যালকনিতে দাড়িয়ে
শত বুলেটের ঘায়ে তোমার বুকের
ঝাঝরা হয়ে যাওয়া গল্প শুনেছি,
বিধবা মায়ের সাদা শাড়ীর আঁচলে
খোকার রক্তে লেখা নামটি দেখেছি স্ব-দেশ ।
প্রদীপের সলতে ফুরিয়ে আসছে
আসাদের রক্তাক্ত ভেজা সার্ট
লাল লেলিহানে তিমির রাত্রির
ঘোর কাঁটাবার অপেক্ষায় আজও জ্বলছে ।
স্ব-দেশ
তুমি উদ্বীয়মান সবিতা-শশী
পঞ্চ নয় ৬ষ্ঠ নয়, শত শত বর্ষ ধরে
তুমি আমার ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৩৯

বিজন রয় বলেছেন: কয়েকটি পুরানো শব্দ ব্যবহার করেছেন।
আসলে শব্দ আবার পুরানো হয়!!

ভাল লেগেছে।
+++++

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৪২

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে জুন, ২০২০ ভোর ৬:৪৮

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

২৬ শে জুন, ২০২০ ভোর ৬:৪৮

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন:

বাহা! বেশ ভালো লেগেছে।
পোস্টে দ্বিতীয় লাইক।
শুভকামনা জানবেন।

২৬ শে জুন, ২০২০ ভোর ৬:৪৯

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতার খাতা বাইশ বছর লুকিয়ে রেখে আমাদের প্রতি অন্যায় করেছেন। (আমাদের বলতে আমি ছাড়া যারা কবিতা বোঝে তাদের কথা বলছি)। একজনের কবিতা প্রশংসা করলাম। লেখক বিনীতভাবে বললেন যে এটা ছড়া ছিল। কাজেই আমার বিদ্যার দৌড় বুঝতে পারছেন।

২৮ শে জুন, ২০২০ রাত ১২:২২

পারভীন শীলা বলেছেন: সংসার আর চাকরিতে এতোটাই ব্যস্ত ছিলাম কিছু করার ছিলনা ।করোনার লকডাউনে পুরোনো দিনে ফিরে যাবার একটা সুযোগ করে দিলো । এটা ভালো হলো নাকি খারাপ হলো জানিনা । আপনি একজন ভালো লেখক অবশ্যই । ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও করোনার অবসরের কারণে মূলত এখানে হাজিরা দিচ্ছি। কারণ পরে সময় পাব কি না জানি না। আর তাছাড়া এখানে শুধু ঝগড়া ঝাটি। আমিতো আসলে মূলত পাঠক। তবে একদম না লিখলে সবাই কি ভাববে তাই দুই চারটা পোস্ট দিয়েছি আরকি। ধন্যবাদ। ভালো থাকবেন।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:০০

পারভীন শীলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.