নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

২৬ শে জুন, ২০২০ সকাল ৮:১৬

তুমি আর আমি এক আকাশের নীচে
জনসমুদ্রে খুজে ফিরি
নিশাচর প্রানীর মতো জনতার শৃন্খলে বাধা একটি শান্ত সমাজ ।
নীল আসমানের কাছে পৃথিবীর জন্য চেয়ে নেই
তার সনিঞ্চত পণ্যের বিন্দু প্রভাঃ ।
দিনের অলোয়ের মতো সত্য
প্রতিদিন নারীর গর্ভ হতে জন্ম নেয়া
একটি নিষ্পাপ শিশুর জন্য
একটু বিশুদ্ধ আলো বাতাস আর পানি।
ভোরের প্রকৃতির শান্ত শ্যামলিমায়
সবুজের সমারোহে, ফসলের মাঠে
পাল তোলা নৌকায়,
খুজে ফিরি-
পূর্ববাংলার পূর্বদিনের সেই গ্রাম,
কার্তিকের নবান্নের উৎসব,
পৌষের রাতের ভেজা পিঠে,
বৈশাখী ঝড়ে আম কুড়াবার ধুম,
চাদের বুড়ির চরকা কাটা আর ঘুম পাড়ানির গান ।
খুজেফিরি বাংলার ঘরে ঘরে, আনাচে কানাচে,
চাই বাউলের একতারা রবীনের গীতাঞ্জলী
নজরুলে অগ্নিবীণা- জসিমের নক্সীকাথার মাঠ ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ সকাল ১০:০১

কবীর হুমায়ূন বলেছেন: বাহ! স্মৃতি মেদুরতায় ভারাক্রান্ত কবিতা। ভালো হয়েছে। তবে, বানানের প্রতি আরো যত্নশীল হলে ভালো লাগতো। 'রবীনের গীতাঞ্জলী' শুনতে খারাপ লাগছে।

দয়া করে, কবিতাটি আবার পড়ুন এবং বানানগুলো ঠিক করে নিন কবি। শুভ কামনা।

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০৩

পারভীন শীলা বলেছেন: কিছু বানান ভুলহলে ভালোই হয় ।নতুন কউ কমেন্ট করে । জোক করলাম,,,,,,,,, আসলে বাংলা টাইপিংটা খুব একটা ভালো পারিনা
মেয়েটা আগে লিখে দিত।এখন সময় পায়না । ধন্যবাদ।

২| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কবিতার আবেগ ও কথামালা সুন্দর হয়েছে। আমি ইতিপূর্বে আপনার লেখার সঙ্গে পরিচিত।সেই সূত্রে বলছি,এই কবিতাটি আপনার স্নেহ কম পেয়েছে। বেশকিছু টাইপো আছে। নিজে আরও একবার পড়ুন। আশাকরি স্থানগুলো চিহ্নিত করতে পারবেন।
শুভেচ্ছা নিয়েন।

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০৪

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

৩| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩

পারভীন শীলা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:২০

এ কাদের বলেছেন: খূব ভাল লাগল।

২৭ শে জুন, ২০২০ রাত ১২:০৫

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.