নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

০৯ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

ছোট্ট বাবুটি এসে খেলছিল ঘরে
বলেছিলাম আদরে, বারান্দায় যাও
লুটোপুটি খেয়ে ও আমায় বলল,
ওটা বারান্দা নয়,ব্যালকনি।
ভাষাজ্ঞান হারিয়ে ফেলেছি
বুঝলাম ছোট্ট বাবুটির কথায়
সে এখন আসেনা আর
আমার বারান্দায়।

হিমাদ্রি বলে জানতো ওর
একটি শুধু নাম
আমি রিজু বলে ডাকি তাই
খুশিতে আটখানা!
ভাবে!আমার দুটো নাম!

রিজুর ব্যালকনিতে দাঁড়িয়ে যখন
ডাকি,বাবু সোনা এসো।
মুচকি হেসে বলে,
আমি খেলছি
তুমি এসে দেখো।

পাশের ঘরের এই ছোট্ট বাবু
দেখতে ভীষন কিউট!
প্রাণখোলা হাসি তার!

ওর দুরন্তপনায় মনে পড়ে আমার
ছোট্ট দুটি সোনামণির কথা!
রেখে এসেছি ওদের
পদ্মার ওপাড়ে,
আমি এপাড়ে একা!
শত কাজের ভীড়ে রাখি
ওদের ধরে
আমার হৃদয় গহীন যেথা!

ভালো থাকিস তোরা অনেক ভালো
বাবাকে রাখিস দেখে,
চিন্তায় রাতে ঘুম আসেনা
তাই
নিয়েছি কলম খানি তুলে!

একদিন তোরা অনেক বড় হবি
এই মোর কামনা
জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখবি
এটাই হয় যেনো আরাধনা।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর একটি হৃদয়স্পর্শী কবিতা। ব্যতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে লিখেছেন। + + + +

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৬

পারভীন শীলা বলেছেন: সরি।বাসায় ছিলাম না ।মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭

পারভীন শীলা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৩| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেখে এসেছি ওদের
পদ্মার ওপারে
আমি এপারে একা

এখানেই অনুভূতি ও বেদনা ঘনীভূত হয়ে ওঠে।

বেদনাবিহীন পৃথিবী গড়ে উঠুক, এই কামনা করি।

কবিতা ভালো লেগেছে।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৮

পারভীন শীলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৯

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪৫

ইসিয়াক বলেছেন: চমৎকার।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৩

আজাদ প্রোডাক্টস বলেছেন: কে এই জাতির বিবেক?

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২২

পারভীন শীলা বলেছেন: ধরুন আপনি একজন।

৭| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কবিতা। যদিও​ ইতিপূর্বে পড়েছি।কিন্তু আপু এতগুলো কমেন্ট জমে গেছে কই গেলেন?

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

পারভীন শীলা বলেছেন: আন্তরিক ধন্যবাদ । আসলে আমি আজই পদ্মার ওপাড় থেকে এপাড় আসলাম।

৮| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬

পারভীন শীলা বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.