নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতায় তুমি

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

তোমায় আমি দেখেছিলাম অনেক বছর আগে।
তাল-তমালের ছায়ে, মল্লিকা' দির গাঁয়ে।
দেখেছিলাম ঘোমটা দেয়া,কাঁকন পরা হাতে,
আলতা পায়ে,নূপুর পরা সাজে।
তোমায় আমি দেখেছিলাম শুক- সারিদের ঘরে,
তোমায় আমি দেখেছিলাম শান বাঁধানো ঘাটে।
তুমি ছিলে লজ্জারাঙা কল্পতরুর মতো,
তুমি ছিলে ভালোলাগার পরশমণির মতো।
তুমি ছিলে, পদ্মপাতার মতো।
তুমি ছিলে দীঘির জলের মতো।
তুমি যখন কাজল পরে ডাগর চোখে
দেখতে আমায় চেয়ে,
আমি দেখতাম আমার চোখে
দেশের ছবি ভাসে।
কোন বাগানে আছো গো তুমি?
কোন গাঁয়েতে বেঁধেছো ঘর?
জানি গো আজ তোমার কাছে
আমি দূরের! আমিই পর!
শেষ বেলাতে ক্লান্ত মনে আজো তোমায় খুঁজি
তুমি আমার জীবনতরীর একটি সুখের ছবি।
অনেক বছর পরে, কেনো যে মনে পড়ে!
শূন্য আমি তাই তো তোমার আমার ঘরে বাস,
যন্ত্রনাতে ভাসছি আমি, শুধুই দীর্ঘশ্বাস!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সেনসেই বলেছেন: ভালাহইছে

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৯

পারভীন শীলা বলেছেন: ধইনেবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। তবে আরও আগেই খবর নেয়া উচিত ছিল। এখন কোন বাগানে আছ গো তুমি বলে কোন লাভ নাই। :) এটাও মনে হয় আপনার বাইশ বছর আগের কবিতার খাতা থেকে তুলে দিয়েছেন মনে হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১

পারভীন শীলা বলেছেন: হা হা হা। এটা সম্প্রতি লিখেছি। ধন্যবাদ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.