নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বৃষ্টি আর এক মুঠো রোদ্দুর......

পারভীন শীলা

পারভীন শীলা › বিস্তারিত পোস্টঃ

এ কেমন স্বাধীনতা !

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫

খুন, র্ধ্ষন বর্তমানে মামুলি ব্যপার হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নাকের ডগায় ঘটছে এই নির্মম ঘটনাগুলো। ক্ষমতাসীন দল ছাদনা তলায় বসে বসে বাসর সাজাচ্ছেন। আইয়্যামে জাহেলীয়া যুগকেও হার মানিয়েছে। এই সমাজ এই সমাজের নারীরা আজ হুমকির মুখে। তনু হত্যার বিচার হলো না। সাগর রুনীর হত্যার বিচার ধামাচাপা পড়ে গেছে। এমন আরো অনেক ঘটনা চাপা পড়ে আছে। এ কেমন স্বাধীনতা আমরা অর্জন করেছি!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

তুমি আসবে বলে হে স্বাধীনতা
সাকিনা বিবির কপাল ভাঙলো
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
ছাত্রাবাস বস্তি উজাড় হলো।
রিকোয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম
তুমি আসবে ব'লে বিধ্বস্ত পাড়ায় প্রভূর বাস্তুভিটার
দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিলো পিতামাতার লাশের উপর।


তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য আর কতবার
ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
(সংক্ষেপিত)
কবি শামসুর রহমানের 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতার কিয়দাংশ।




২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৪

পারভীন শীলা বলেছেন: ধন্যবাদ । আমরা স্বাধীনতা নামে মাত্র পেয়েছি ভােই।
আজ ঢাকা আসলাম।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩

অনল চৌধুরী বলেছেন: যেমন দেশের জনগণ, তেমনিই দেশের সবকিছু।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

পারভীন শীলা বলেছেন: জনগন আবার কি করল? ওদের হাতে কোনো ক্ষমতা আছে কি?

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই দেশে সবাই বিচার পায় না। আর অরাজকতা মনে হয় আইয়ামে জাহেলিয়াতের পর্যায়ে চলে গেছে। মানুষ প্রতিবাদ করতে এখন আর আগ্রহী না কারণ কোনও লাভ হয় না বরং বিপদ বারে।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

পারভীন শীলা বলেছেন: বিচারের প্রহসনতায় মানুষের মুখ থুবড়ে পড়ে। তনু, সাগর রুনির এরা কি বিচার পেলো? জনগন সবসময় আতংকে থাকে।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো মানুষকে মানবিক হতে শেখায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন কিন্তু উনার কথা কেউ শুনছে না। শুনলে এভাবে ধর্ষণ হতো না। নষ্ট রাজনীতি তরুণদের বিপথগামী করে ফেলছে। দেশের ভাল মন্দের সব দায়ভার কি শুধু শেখ হাসিনার? কোন দেশে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তারা দানবের মতন হয়ে যায়? এই দেশে আমরা বাস করবো কিভাবে? বসবাস করতে হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের অধিকার আদায় করে নিতে হবে।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

পারভীন শীলা বলেছেন: শুধুমাত্র জনগন সোচ্চার হলেই হবে না। এর জন্য চাই কঠিন আইন এবং আইনের যথাযথ প্রয়োগ। সরকার এই দায় এড়াতে পারেন না। আমি মনে করি সরকারই এ জন্য পুরোপুরি দায়ী।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

আমেনা বেগম চৌধুরী বলেছেন: @অনল চৌধুরী এই জনগণে আপনিও একজন।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

পারভীন শীলা বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬

অনল চৌধুরী বলেছেন: আমার সম্পর্কে কতোটুকু জানেন?
কারো সম্পর্কে মন্তব্য করা আগে জেনে করতে হয়।
জেনে রাখেন বাংলাদেশের ১৭ কোটি লোকের অল্প কয়েকজনের মধ্যে আমি ১ জন , যে বাংলাদেশের নষ্ট সমাজ ব্যবস্থার অংশ না।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৩

পারভীন শীলা বলেছেন: হয়তো তাই । তাও জনগনকে দোষ দেবেন না। জনগনের হাতে কিছু নেই এটা আপনিও বোঝেন আমিও বুঝি।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২০

নীলসমুদ্র নীল বলেছেন: সাগর রুনির বিচার ৪৮ ঘন্টার মধ্যে হবে । কিন্তু ৪৮ ঘন্টার শুরুটা তো হয় নাই । শুরু হলেই বিচার হয়ে যাবে । অপেক্ষায় থাকেন ।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

পারভীন শীলা বলেছেন: রাত পোহাবার কতো দেরি পাঞ্জেরী? এখনো আমাদের রাত পোহায় নাই তাই ৪৮ ঘন্টাও শুরু হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.