![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!
ভাইয়া কেমন আছেন? ভাল আছি কিন্তু আপনাকে ঠিক চিনলাম না.আমিও ভাইয়া.আমিও কি? আপনাকে চিনি নাই.তাহলে নক করলেন যে! আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারলে আমি কেন নক করতে পারব না.আচ্ছা ঠিক আছে আপু.আমরা কি পরিচিত হতে পারি?? হ্যাঁ, আমি রুশি.আপনি? আমি রেহান.###এভাবেই রুশি ও রেহানের প্রথম পরিচয়.রেহানের ফেবুতে পিক ছিল কিন্তুু রুশির ছিল না.রেহানের সন্দেহ হল, ফেইক আইডি না তো! রেহান রুশির আইডি চেক করল কিন্তুু তেমন কোন তথ্য পেল না.###পরের দিন রেহান রুশিকে নক করল.তাদের মধ্যে কথা হল.এক পর্যায়ে রেহান রুশির ফোন নং নিল.রেহানের মাঝে একটা উত্তেজনা কাজ করতেছিল কারন মেয়েটি তাকে প্রথমে নক করছে সেটার জন্য কৌতুহল বেশি ছিল.আসলেই কি মেয়ের আইডি.ফোন নং দেয়ার সময় রুশির শর্ত ছিল রাতে ফোন দিতে পারবে না.কিন্তুু রেহানের আর তর সইতেছিল না.রাত ২ টার সময় রেহান ফোন দেয় রুশিকে. কিন্তুু কেউ ফোন রিসিভ করল না.দ্বিতীয় বার ওপার থেকে একটা সুমিষ্ট কণ্ঠ ভেসে এল.কে বলছেন?? কিন্তুু মেয়েটির কণ্ঠ শুনে রেহান কথা বলতে পারল না.রীতিমত অবাক হল, একটা মেয়ের কণ্ঠ এত সুন্দর ক্যামনে হয়.রেহান কোন কথা বলল না.ফোন কেটে গেল.রেহান এবার রুশিকে মেসেজ দিল, আমি রেহান.ফোন দিয়েছিলাম. ফিরতি মেসেজ, সরি আমি বুঝতে পারি নাই.আপনি ছিলেন সেটা বলবেন না.ঐদিন আর কোন কথা হল না.###পরের দিন রেহান ফেবু অন করতেই চক্ষু চড়ক গাছ.রুশি প্রোফাইল পিক দিছে.রেহান ভাবতেছিল আসলেই কি এটা রুশির ছবি.রেহান পরক্ষনেই রুশিকে ফোন দিল.হ্যাঁ, রুশি.একটা কথা ছিল.বলেন ভাইয়া.না মানে,ফেবুতে একটা পিক দিতে দেখলাম.ওটা কার? ক্যানেন ভাইয়া, প্রেমে পড়ছেন নাকি?? আরে নাহ, কার না কার ছবি,প্রেমে পড়তে যাব কেন! আচ্ছা, তাহলে তো ভাল.পিকটা আমার ভাইয়া.কথাটা শোনার পর রেহানের হার্ট বিট বেড়ে গেল.তার বিশ্বাস ই হচ্ছিল না যে, এত সুন্দর একটি মেয়ের সাথে তার কথা হচ্ছে. ভাইয়া, আপনি কথা বলছেন না যে! হ্যাঁ, হ্যাঁ রুশি বল. ভাইয়া, একটা কথা বলি?? বল.আমি আপনাকে অনেক পছন্দ করি....আমি আপনাকে ভালবাসি.....কথাটা শোনার পর রেহান মেঝেতে পড়ে গেল...........###......###.......রেহান, রেহান, রেহান ....তুই এখন ও ঘুমচ্ছিস??? তো খাট রেখে মেঝেতে ঘুমাচ্ছিস ক্যান.......মায়ের ডাকে রেহানের ঘুম ভেঙে যায়....###ঘুম থেকে উঠে দেখে ১২ টা...... মাথায় রীতিমত বাজ পড়ল....আজ আনিকার বার্থডে.তাকে সকাল ৯ টায় উইশ করার কথা.. এখন বাজে ১২ টা........বাকীটুকু ইতিহাস .........................
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে স্বাগতম!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮
দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:৪১
ডঃ এম এ আলী বলেছেন: লেখাটি ভাল লাগল । ব্লগে স্বাগতম । ভাল থাকুন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯
দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩
সায়েল বলেছেন: হাঃ হাঃ হাঃ
ভালই লাগলো।