নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা চিঠি (দুর্বার ২২)

দুর্বার ২২

চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!

দুর্বার ২২ › বিস্তারিত পোস্টঃ

মেডিকেল ভর্তি পরীক্ষা : প্রশ্নপত্র ফাঁস

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

ঈশ্বরের পরেই চিকিৎসক এর স্হান.যদিও হলুদ সাংবাদিকতা এবং কিছু অসৎ ডাক্তারের কার্যকলাপের কারণে পেশাটি তার স্বমহিমা হারিয়েছে.
মানবসেবার কারিগর চিকিৎসক তৈরীর জন্য প্রতিবছর ই দেশসেরা মেধাবীদের বাছাই করা হয়. প্রশ্নপত্র ফাঁস এই বাছাই পর্বের অন্যতম প্রধান অন্তরায়.ফলে অনেক মেধাবী এই সুযোগ থেকে বঞ্চিত হয়.
তবে এবছর বাংলাদেশ সরকার প্রশ্নপত্র ফাঁসরোধে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে. আগামী ৭ ই অক্টোবর অনুষ্ঠিত হবে ২০১৬ -১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা. এবছর প্রশ্নপত্র ফাঁস হবে না.কেন হবে না??
১. মোট MCQ হবে ১০০ টি.
১০০ টি প্রশ্ন করবে ৫০ জন ডাক্তার । প্রত্যেকে ২ টি করে প্রশ্ন করবেন.আপনি ভাবতেছেন যে, তাহলে ওই ৫০ জন ডাক্তার কে হাত করতে পারলেই হয়.না, সে সুযোগ নাই.উনাদেরকে রাতে কনফার্ম করা হবে.এবং কোন সাবজেক্ট এর কোন বিষয় থেকে প্রশ্ন করবেন সেটা যাওয়ার পরেই বলা হবে .তাদেরকে সকাল ৮টার মধ্যে প্রশ্ন ২ টি করে দিতে হবে।
২. এবছর Bg প্রেস প্রশ্ন ছাঁপাবে না। প্রতিটা কেন্দ্রে প্রশ্ন পাঠানো হবে সকাল ৯.৩০ মিনিটে। প্রতিটা কেন্দ্রে একটি করে মেশিন থাকবে। ঐ মেশিনে প্রশ্ন পাঠানোর পর প্রতি মিনিটে ২০০০ কপি প্রশ্ন ছাঁপাবে.
সহযোগিতা করবে বুয়েট IT/CSE বিভাগ।
৪. প্রতিটা মেডিকেল কলেজের স্যারদের নজরদারীতে রাখা হবে।
৫. রেজাল্ট তৈরী হবে টেলিটক সফটওয়্যারের মাধ্যমে.
সুতরাং যারা একবুক আশানিয়ে আছেন যে, প্রশ্ন পাবেন আর সেই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজগুলোকে কলুষিত করবেন তারা এখনই অফ যান.
এখন যতটুকু সময় আছে ততটুকু সময় পড়াশোনায় কাজে লাগান .আল্লাহ চাইলে প্রস্তুতি খুব ভাল না হইলেও চান্স পেতে পারেন.
আর হ্যাঁ, অভিভাবকদের উদ্দেশ্য একটি কথা. আপনারা ডাক্তারদের কসাই বলতে কম করেন না কিন্তুু নিজের ছেলে বা মেয়ে কে ডাক্তার বানানোর জন্য প্রশ্নপত্র কেনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এবং একশ্রেণীর কুচক্রি মহলের প্ররোচনায় এবছর ও প্রশ্ন পাবার আশায় বাবা মা ছেলেমেয়েদের পড়াশোনা বাদ দিয়ে প্রশ্নের পিছনে ছুটে বেড়াচ্ছেন. একবার বলুন তো, এরা কি ডাক্তার হবে?? এরা কি জানে কত উৎকন্ঠা,ভয়,পরিশ্রমের পর মেডিকেলে ভর্তির সুযোগ হয়.
এরা টাকার জন্য, খ্যাতির জন্য টাকা দিয়ে প্রশ্ন কিনে মেডিকেলে ভর্তি হয়.সেবা প্রত্যাশা পুরোটাই অমূলক.
টাকা কামানোর জন্য ডাক্তারী পড়া লাগে না ...হাজারো পথ আছে ...সেই পথে হাঁটেন.কোন দিন শুনছেন যে, উমুক দেশের বা বিশ্বের শ্রেষ্ঠ ধনী কোন ডাক্তার???
আর প্রশ্ন ফাঁসের প্রচেষ্টারত কুচক্রি মহল কঠিন নজরদারিতে থাকবেন.
মনে রাখবেন, একটু ভুল সারাজীবনের কান্না .............

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগলো জেনে।
এমন হার্ড হলেই ভাল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

দুর্বার ২২ বলেছেন: অবশ্যই .....

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

আবু ইশমাম বলেছেন: একটু ভুল সারাজীবনের কান্না ............. তাছাড়া অবৈধ পন্হায় ডাক্তার হয়ে ভাল সেবাও দিতে পারবেনা। ঐখানেও ২ নাম্বরই করবে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

মূল-উপদল বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ। কিন্তু আমাদের সবসময় সর্ষের ভিতর ভুত থাকে, তবে ব্যাপারটা এমন হলে ভুত মনে হয় আছর করতে পারবে না

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: যে উদ্যোগ্ ই নেয়া হোক ওরা চাইবে না পড়ে চুরি করে পাশ করতে, তাই চোখ,কাল খোলা রাখা চাই।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: ওসব উদ্যোগ ফুদ্যোগ বাকোয়াস আজাইরা মিছা কথা। নকল চলবে নকল করেই প্রশ্ন আগেই জেনে পাশ হবে টাকার খেলা চলবে ।এইটাই সিস্টেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.