![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসা শাস্ত্রের অতি নগন্য একজন ছাত্র. নিজে কম ঘুমাই, রোগীর নিশ্চিন্ত ঘুমের আশায়!!!!
মহাস্হানগড় (কল্পিত গ্রেট ওয়াল), বগুড়া .সম্পূর্ণ এরিয়া ঘুরতে ১ ঘন্টা লাগবে....
মহাস্হানগড় যাদুঘর ....অনেক পুরাতন মাটি ও পাথরের ফলক সংরক্ষিত আছে ..ভেতরে ছবি তোলা নিষেধ
বেহুলা লক্ষীন্দর বাসর ঘর ........বগুড়া.
রাজবাড়ি, নাটোর
বগুড়ার দই বিখ্যাত এটা সবাই জানে, তবে এই কাবাব ঘরের কাবাব টা ও অনেক বিখ্যাত ...গেলে খেতে পারেন.আর দই খেতে চাইলে এশিয়ান সুইটস থেকে খেতে পারেন
বগুড়া মেডিকেল কলেজ হসপিটাল.
সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাস
বগুড়া মেডিকেলের ভেতরের একটি অংশ
হসপিটালের ইমার্জেন্সি গেইট ........
জীবনানন্দ দাশের কল্পনার সেই বনলতা সেন .....সে ছিল নর্তকী ...এটা নর্তকীদের দরবার ঘর ..এখানে রাজা ও পায়েক পেয়াদা সময়
কাটাত .......
নাটোরের চলন বিল দেখতে ভুল করবেন না ....
সাথে আছে বিখ্যাত কাঁচাগোল্লা ....মৌচাক হোটেল থেকে খেতে পারেন ....
আর ও উত্তরা গনভবন, দেখতে মিস করবেন না
বগুড়ার দই
নাটোরের কাঁচাগোল্লা
মুরগি ও গরুর চাপ
উত্তরা গনভবন ....এই বিষয়ে একটু বলি .... টুকটাক মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ছাত্রছাত্রী পড়াই.....তো সবাইকে এই প্রশ্ন করি, "উত্তরা গনভবন " কোথায়?? বলে, ঢাকার উত্তরাতে!!! ....আসলে এটা রাজশাহীর নাটোরে অবস্থিত
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
দুর্বার ২২ বলেছেন: ++++++++++++++
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮
ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশের বিভিন্ন এলাকার উল্লেখ যোগ্য দর্শনীয় স্থানের ছবি তুলে ধরার প্রচেস্টাকে সাধুবাদ জানাই । আমাদের অনেক অদেখা স্থান ও তাদের বিবরণ তাতে পাওয়া যায় , বিনোদনের সাথে আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয় ।
অতি বিনয়ের সাথে একটি বিষয় জানাতে চাই একটি ছবি ব্লগে একটি জায়গায় ছবি , ইতিহাস ,বর্তমান হাল অবস্থা , ঐতিহাসিক স্থান কিংবা তাদের রক্ষনা বেক্ষনের প্রয়োজনীয়তা আছে কিনা , আরো প্রাসঙ্গীক কোন তথ্য থাকলে সেগুলি দিলে মনে হয় আমাদের জন্য অনেক জানা হয়, সংস্লিস্ট বিষয়ে জনমত গঠনেও সহায়ক হয় ।
যাহোক, সুন্দর সুন্দর ছবি তুলে ধরেছেন এ জন্য ধন্যবাদ ।
বগুড়ার কিছু দই এর ছবি ও নাটোরের রাজবাড়ীর কিছু ছবি গ্রতিথ করে গেলাম এ মন্তব্যের ঘরে ।
বগুড়ার দই
নাটোরের রাজবাড়ীর কিছু ছবি
শুভেচ্ছা রইল
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১১
দুর্বার ২২ বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ......:
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
ফাহমিদা বারী বলেছেন: বগুড়া থেকে আরেকটু সরে এসে পাহাড়পুরের কিছু ছবি দিলে ভালো লাগতো। আমি নিজেও ঐ অঞ্চলের কী না! শুভেচ্ছা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫
দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ আপু.....পাহাড়পুর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় ছিল না.... আগেই খুলনা ফেরার বাসের টিকিট কেটে ফেলছিলাম
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
সুমন কর বলেছেন: ছবি ব্লগ ভালো লাগল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
দুর্বার ২২ বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
রেজা এম বলেছেন: খেতে গেলে, যেতেই হবে ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
দুর্বার ২২ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ++++++++