![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ছড়াটি গোলাম আযমের ফাঁসির আদেশ না হওয়ার ক্ষোব ও দুঃখ থেকে তাৎক্ষণিকভাবে লিখেছিলাম কিন্তু কোথাও প্রকাশ করা হয়নি। পুরোপুরি প্রাসঙ্গিক না হলেও মানুষরূপী এ জানুয়ারের মৃত্যু সময়ে প্রকাশ করলাম। কারণ না করলে হয়তো এর প্রাসঙ্গিকতা আরও হারাবে।]
।। গোআ'র হয়নি ফাঁসি ।।
অপ্রিয় হলেও সত্যি এটি
গোআ'র হয়নি ফাঁসি
ফাঁসি'র জন্য বয়স নাকি তার
হয়েছে অনেক বেশী।
খবর শুনে আক্কেল গুরুম
মন বসে না কাজে
মানুষ, পাখি, বৃক্ষ, পশু
সব মরে যায় লাজে।
শিশু কাাঁদে, যুবা কাঁদে
কাঁদে মুক্তি সেনা
বুকে পাথর নিয়ে কাঁদে
নিঃস্ব বীরাঙ্গনা।
ক্ষুবের আগুন জ্বলে দ্বিগুন
পথ কোন নেই জানা
আদালতের রায়ের ছুতায়
বলতে সবই মানা।
কিংকর্তব্যবিমূড় হয়ে
ফোঁসছে দেশবাসী
প্রাণের দাবী একটি তাদের
গোআ'কে দাও ফাঁসি।
রায় হলেও শেষ হয়নি সব
আছে সবার জানা
আপীলেতে ফাঁসি হতে
নেই তো কোন মানা।
সবাই মিলে পারলে দিতে
গনদাবীর গোতা
মূহুর্তে দেখো সরে যাবে
বয়স নামের ছুতা।
বয়স যদি এতই বাঁধা
বুঝাও জনতারে
নূরেমবার্গ যে দিল ফাঁসি
ঘাটের মরাটারে।
নিরাশ যতই হইনা কেন
বুকে বেঁধেছি আশা
গনরোষে হবেই নির্মূল
রাজাকারের বাসা।
সময় ক্ষেপন আর যেন নয়
ওহে দেশবাসী,
কোমর বেঁধে নামো পথে
পেতে ওদের ফাঁসি।
বাঁধা যতই আসুক কঠিন
কাজে নয় আর ফাঁকি,
যুদ্ধাপরাধী ঘরে রেখে
যুদ্ধ শেষ হয় নাকি?
জয় আমাদের হবেই হবে
শোন আসল খবর
নূতন প্রজন্ম দেবেই দেবে
রাজাকারের কবর।।
দ্রষ্টব্যঃ গোআ'র পূর্ণরূপ গোলাম আযম, মানুষের পশ্চাৎদেশ নয় ।
©somewhere in net ltd.