নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পামাআলে

অতি সাধারণ

পামাআেল

অতি সাধারণ বান্দা

পামাআেল › বিস্তারিত পোস্টঃ

।। আমাকে বলতে হবে না।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

বন্ধু,
একুশে বিশ্বাস কর কিনা অমন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে না তোমাকে।
আমাকে শুধু সহজ করে বল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি তোমায় ছুঁয়ে যায় কিনা?
আর তাহলেই, শুধু আমি নই, ঐ দুধের বাচ্চাটিও জেনে যাবে একুশের চেতনা তোমাকে চেতায় কিনা?

তুমি মুক্তিযুদ্ধের পক্ষের কিনা অমন জটিল উত্তর আমাকে দিও না, অতি সরল আমি বুঝবো না তা।
আমাকে শুধু বল, তুমি সকল যদি কিন্তু বিবর্জিত হয়ে রাজাকারের বিচার চাও কিনা?
তোমার উত্তর শুধু আমাকে নয়, ঐ ভিন্ দেশের মানুষগুলোকেও জানিয়ে দিবে তোমার পক্ষ পরিচয়।

যদি না চাও, তবে রাজাকারের বিচার চাও কিনা তাও বলো না আমাকে, শুধু বলো-
তোমার চাওয়াটি ঐ বীরঙ্গনাটি, সেই যুদ্ধ শিশুটি বা তোমার গ্রামের যুদ্ধ-এতিমদের চাওয়ার সাথে যায় কিনা?
আর তাহলেই, শুধু আমি নই, তোমার গ্রামের ঐ বোবা দিনমজুরটিও বুঝে যাবে তুমি আসলে কি চাও।

আর যদি এর কোন কিছুই বলতে না চাও, তবে তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের মত
পূর্ণ নগ্ন শরীরে বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বল, তুমি আসলে কি চাও?
কি উত্তর পেলে তাও বলতে হবে না আমাকে, কারণ তোমার কথা নয়, তোমার কাজই বলবে তুমি কি চাও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৪

বিজন রয় বলেছেন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি তোমায় ছুঁয়ে যায় কিনা?
যায় ছুঁয়ে যায়।
+++++

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৭

পামাআেল বলেছেন: বিজন রয়, আপনার মত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো.’ গানে মন ছুঁয়ে যাওয়া জন দিয়ে ভরে উঠুক আমাদের দেশটি। তবেই দূর হবে সকল অন্ধকার।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.