![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের প্রথম সারির শিল্পপতি সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি রুপি অবৈধভাবে জমা নেয়ার অভিযোগে ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের সাবেক সদস্য কেএম আব্রাহাম সাহারার বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছেন তাতেই ফেঁসে গেছেন ভারতের এই শিল্পপতি। ভারতের শিল্প-বিনিয়োগ, কর্মসংস্থান, ক্রীড়াজগত, মিডিয়া এবং চলচ্চিত্র জগত পর্যন্ত সর্বত্র প্রভাবসৃষ্টিকারী এই শিল্প পরিবারের প্রধানকে শুধু গ্রেফতারই করা হয়নি, সর্বোচ্চ আদালত একাধিকবার তার জামিন আবেদন নাকচ করেছেন এবং প্রায় দুই সপ্তাহ ধরে তিনি তিহার জেলে বন্দি জীবন কাটাচ্ছেন। সাহারা গ্রুপ ভারতের অন্যতম প্রধান কর্মসংস্থান প্রদানকারী শিল্পগ্রুপ। অন্তত ১০ লক্ষাধিক শ্রমিক এই শিল্প পরিবারের সাথে যুক্ত আছেন। সারাবিশ্বে সাহারা গ্রুপের সম্পদের পরিমাণ ১১ বিলিয়ন ডলার,বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০০ হাজার (লক্ষ কোটি) কোটি টাকা। লন্ডনের শতবছরের ঐতিহ্যবাহী অভিজাত গ্রাসভেনর হোটেল এবং নিউইয়র্কের প্লাজা হোটেলের মালিক হিসেবে সুব্রত রায় পশ্চিমা বিশ্বেও সমধিক পরিচিত। গ্রেফতার হওয়ার পর সুব্রত রায় তাৎক্ষণিকভাবে প্রায় ৩ হাজার কোটি রুপি ফেরত দিয়ে বাকি সমুদয় অর্থ দেড় বছরের মধ্যে ফেরত দেয়ার অঙ্গিকারসহ জামিনের আবেদন করেও ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, আমাদের দেশে দুই-দুইবার শেয়ারমার্কেটে লুটপাটের অগ্রভাগে যার নাম এসেছে তার দাপট দেখেছেন? পত্রিকার খবরে প্রকাশ, গ্রেফতারী পরোয়ানা জারির আধাঘন্টার মধ্যে তা প্রত্যাহার। চিন্তা করেছেন কখনো? তার দেশপ্রেমিক, থুক্কু, শেয়ারেমার্কেট প্রেমিক খেতাব এখন সময়ের দাবী!
এই জন্যই ওরা পারছে আমরা পারছি না! আইনের শাসনের ন্যুনতম চর্চা বলতে যা বোঝায় তা তারা ভালভাবেই দেখিয়েছে!
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪২
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু এভাবে কি চলতে পারে? কবে আমরা সভ্য হব? একবারও কি ভেবে দেখেছেন সর্বশান্ত হওয়া মানুষগুলোর কথা,শেয়ার মূল্য ধ্বসে আত্মহত্যাকারী মানুষটির নি:স পরিবারটির কথা!
২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: দেশে দুই-দুইবার শেয়ারমার্কেটে লুটপাটের অগ্রভাগে যার নাম এসেছে তার দাপট দেখেছেন? পত্রিকার খবরে প্রকাশ, গ্রেফতারী পরোয়ানা জারির আধাঘন্টার মধ্যে তা প্রত্যাহার। চিন্তা করেছেন কখনো? তার দেশপ্রেমিক, থুক্কু, শেয়ারেমার্কেট প্রেমিক খেতাব এখন সময়ের দাবী!
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ সাইবার অভিযত্রী।
৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
নিশাত তাসনিম বলেছেন: দরবেশকে সরকারের মদদ ছাড়া শেয়ার বাজার লুট করতে পারতনা। সরকারের চেয়েও দরবেশের ক্ষমতা বেশি হয় কি করে? দরবেশের উপর গ্রেপ্তারি পরোয়ানা আবার ৩০ মিনিটের মধ্যে তা প্রত্যাহার নাটক ছাড়া আর কিছু নয়।
এরা ঝাতির সামনে আর কতো নাটক মঞ্চস্থ করবে?
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫
পদ্মা_েমঘনা বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: এরা ঝাতির সামনে আর কতো নাটক মঞ্চস্থ করবে?
৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৫
ফিলিংস বলেছেন: সমস্যটা শুধু সরকারের না, পুরা জাতির। উপরের ঘটনা প্রমান করে অপরাধি কোন দলের হতে পারেনা । আর আমার (ঢাকাবাসী+সাইবার অভিযত্রী+নিশাত তাসনিম ও লেখক) বন্ধুরা আলোচনা্য় মেতে গেলেন শুধু শেয়ার বাজার নিয়ে। সম্ভবত এটা আ লীগের লোক জড়িত বলে। আ লীগের লোক জন আলোচনা্ করবে "যুবক" ও বি এন পির সময় কার দু্র্নীতি নিয়ে। তাহলে একজন ওন্য জনকে দোষ দেতেই থাকবে। দু্র্নীতি বন্ধ হবেনা। জনগন যেখানে একপেশে সেখানে সরকারের দোষ দিয়ে লাভ কি। সরকার তো আমরাই। বাইরেব দেশ থেকে তো আর কেউ এসে সরকার চালাই না।একজন আর একজনের দু্র্নীতি নিয়ে বিচার করতে যেয়ে নিজেরাই দু্র্নীতি করে বসে।
১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ফিলিংস। কিছু মনে করবেন না আপনার মত কিছু লোকের কারণেই এরা বার-বার জনগণকে এভাবে বিপদে ফেলার সুযোগ পায়! আপনার কি মনে হচ্ছে না এই একজন দলটির চেয়েও বেশি শক্তিশালি! তা নাহলে এর এত শক্তির উৎস কোথায়? এখানে বর্তমানকে নিয়েই বলা হয়েছে। অতীত, ভবিষ্যৎ পরে আসবে। সাহারা গ্রুপের মত বড় গ্রুপের প্রধানকে জেল খাটতে হয়, তার তুলনায় আমাদের দেশে কি চলছে সেটাই মূল বিষয়। সমস্যাটা জাতির নয়। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষিকাজ করে। এরা মোটও ইচ্ছাকৃত ভাবে কোন দুর্নীতিতে জড়িত নয়।
৫| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭
ফিলিংস বলেছেন: আমি কিন্ত বলিনাই বর্তমানের বিচার করা যাবেনা। বলেছি শুধু বর্তমান বা এক জন কে নিয়ে কথা না বলতে। যে খানে অনেকে অপরাধি।
অতীতের বিচার করে আসলে বর্তমান আসতনা। এখনও সময় আছে অতীত, বতর্মা্ন দু্ই টারই বিচার করা । বর্তমানের বিচার অবশ্যই হোক, তার সাথে অতীতে যারা করে গেছে তারা যেন ভবিষ্যতে আর করার সুযোগ না পাই সেই চেস্টও করা হোক।
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৬
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ। তবে আপনার সাথে পুরোপুরি একমত না। যেকোন কারণেই হোক ধরুন অতীতে সুষ্ঠু বিচার হোল না, তো এখন কি করতে হবে? আমাদের অতীত নিয়ে পড়ে থাকতে হবে? আপনার যুক্তির প্রেক্ষিতেই বলছি, যদি প্রথমবারের শেয়ার মার্কেট লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হোত তবে এর হোতারা কি ২য়বার লুটপাটের সাহস পেত? এখানেও দায়িত্ব সর্বাগ্রে কার বলে মনে করেন? আবার ধরে নিলাম গতবার কোন কারণে পারে নাই, এবার দ্রুততার সাথে এর তদন্ত সম্পন্ন ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে জনগণকে আস্থায় নিতে পারত, দায়িত্বটা কার? ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্ট কোথায়? নাকি একজনের প্রতি দরদ আপনার একটু বেশিই!
৬| ১৫ ই মার্চ, ২০১৪ ভোর ৪:১৭
ফিলিংস বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬
ঢাকাবাসী বলেছেন: গত ২৪ বছর যাবৎ আইন ফাইন কি জিনিস সরকারী লোকেরা মনে করতেই পারছেনা! ওরা ভাবে ্ওরাই আইন আর যেকানে মাল আছে সেখানে আ্ইন তৈরী হবে, চোপ!