![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুলশান কার্যালয়ে খালেদার অবস্থান, বাইরে পুলিশ
লিংক:
http://www.prothom-alo.com/bangladesh/article/415594/
ডজন-ডজন ডক্টরেট ডিগ্রি, ভারত রত্ন উপাধি, অসংখ্য পা-চাটা বিবৃতিজীবি, সাম্প্রদায়িক দাদাদের (দুদিন আগে অবশ্য জনৈক কালো বেড়াল সার্টিফিকেট দিয়ে দিয়েছে তারা সাম্প্রদায়িক নন!) অপরিসীম আর্শিবাদ থাকতে উনার মত একজন মূর্খ(!) মহিলাকে কিসের এত ভয়? কেউ বলতে পারবেন?
পুলিশ প্রশাসন আগেই ধ্বংস করা হয়ে গেছে, সাধারণ প্রশাসন ধ্বংসের পথে, বিচার বিভাগ নিয়ে কিছু বলা যাবে না, মিডিয়ায় এক মাহমুদুর রহমান বড় বেশি যন্ত্রনা করছিল, এখন ঝামেলা মুক্ত! বিনা বিচারে দিনের পর দিন আটক! কোন অসুবিধা নেই! তার পক্ষে কেউ বিবৃতি দিলেও খবর আছে! অথচ প্রথম আলোর মতিরা মিথ্যা, প্ররোচনামূলক সংবাদ, ছবি কোনটা প্রচার বাকি রেখেছে! শ্যামনগরের সেই ছবি, রাজশাহী বিশ্ববিদ্যালেয়র সেই মিথ্যা ছবি, সংবাদগুলি মনে করার চেষ্টা করুন! তারপরও তারা সুশীল! সাগর-রুনিকে নিয়ে বড়-বড় লেকচার দিয়ে আজ সরকারী বড় পোষ্ট বাগানো সরকারের পা-চাটা সাংবাদিক নেতাটার কথা মনে করার চেষ্টা করুন! সে-ও বিরাট সুশীল! ভার্সিটিগুলো দখল নিয়ে নেওয়া হয়েছে! উচ্চ-শিক্ষার মান কোথায় নেমেছে বলাই বাহুল্য! বাকী ছিল শিশুরা! আজ শিশু শিক্ষার কি হাল সবাই দেখতে পাচ্ছেন। বিএনপির আমলে পিএসসির চেয়ারম্যান নিয়ে অনেক কথাই না শোনা গিয়েছিল। এখন পিএসসি-র সদস্য কেউ মখা-র ভাগ্নি, কেউ নানক সাহেবের বোন, কেউ কোন মন্ত্রীর বউ, আবার কেউ সাবেক ছাত্রলীগার। সাংবাদিকেরা এসব খুঁজে পান না!
অনলাইনে চলছে মুক্তচিন্তার নামে ভয়াবহ ইসলাম বিদ্বেষী তৎপরতা। প্রমাণ? ধর্মকারী ব্লগে যান। তামান্না ঝুমু, সাদিয়া সুমিরা তো রীতিমত সেলিব্রেটি! কোন অসুবিধা নেই, আপনি নিজেও নবীকে নিয়ে যা ইচ্ছা লিখতে পারবেন! রুশদি, তসলিমারা এদের কাছে শিশু! মুক্ত চিন্তা বলে কথা! কিন্তু বাংলাদেশের ২/১ জন সম্পর্কে আপনি কিছুই লিখতে পারবেন না! ১টা দুর্ণীতিবাজ এমপিকেও কিছু বললে তৎক্ষনাত জেল অবধারিত! নবী-রসুলের চেয়েও এতই বড় এদের সম্মান!
শেয়ার বাজার থেকে কয়েকহাজার কোটি টাকা লুট, ব্যাংক থেকে হাজার-হাজার কোটি টাকা লুট, নদী ধ্বংস, সুন্দরবন ধ্বংস-কোন জায়গায় দেশ এগিয়ে যাচ্ছে?
বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, সম্পত্তি আত্মসাৎ এর আগে এই মাত্রায় হয়েছে বলে আমার জানা নাই। জামাত-শিবির, বিএনপি তো মাঠে নাই। তবু তাদেরকেই প্রতিবার এসবের সাথে আবেদ খানরা জড়ানোর চেষ্টা করেছে এবং প্রতিবারই ধরা খেয়েছে!
নিজের মতের বাইরে যায় এরকম কেউ কিছু বললেই হল! তার বিরুদ্ধে কিভাবে চরিত্র হনন করা যায় চলছে তার মহোৎসব! মান্নান-আগা-জাফর শারেরা এক্ষেত্রে কয়েক কদম এগিয়ে!
ঢাকা কার্যত অবরুদ্ধ, বিএনপি কার্যালয়ে পুলিশের তালা-এই খবরগুলি পত্রিকায় বড়-বড় করে ছাপানো হয়েছে।
শেষ কথা: চারিদিকে এত ঢাল-তলোয়ার রেডি করেও শেষ রক্ষা হবে তো! ইতিহাস কি বলে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০
পদ্মা_েমঘনা বলেছেন: জনাব, পুলিশ আমার-আপনার মত সাধারণ মানুষের টাকায় পরিপালিত। তাদেরকে সাধারণ মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিতে হবে।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
খেলাঘর বলেছেন:
যেমন বিএনপি, তেমন আওয়ামী লীগ।
বিএনপি'র মারাঠা ডাকাতদের ঠেকাবে আওয়ামী পর্তুগীজরা; আপানার মাথা ব্যথা কেন?
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
শ্রাবণধারা বলেছেন: কোনদিন হয়ত "ধর্মকারী" ব্লগের নামই শুনতাম না । কিন্তু পবিত্রতা রক্ষার নাম করে গু ছড়ানোতে তোরা এতই সফল যে তোদের কল্যাণে ঐ গু-ব্লগে ঢুকলাম । তাই বলি ঐ গুয়ের চাইতেও তোরা বেশি দুর্গন্ধময় । আর তাই তোদের এত অকল্যাণ........।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
পদ্মা_েমঘনা বলেছেন: বলিস কি? তোর বাবারা যে ব্লগ চালায় সেই ব্লগের নামই জানিস না? বাহ্ ভাল তো!
যার যা ইচ্ছা লেখা যাবে কোন অসুবিধা নাই। কিন্তু জানানো যাবে না যে অমুক জায়গায় অনাচার হচ্ছে! এই না হলে তোদের মুক্ত মত!
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
সরলপাঠ বলেছেন: বিএনপির গত আমলে দেশের বুকে ব্যাথা উঠেছিল। আর আওয়ামীলীগের এই ৬ বছরে দেশের হার্ট, কিডনি, মাথা রোগে আক্রান্ত। সর্বোপরি আওয়ামীলীগ দেশের রক্তে এইচ আই ভি ভাইরাস ডুকিয়ে দিয়ে দেশটাকেই শেষ করে দিতে চাচ্ছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু দেশটা আমাদের, আমাদেরকেই দেখভাল করতে হবে।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
পদ্মা_েমঘনা বলেছেন: ৩ নম্বরের কমেন্টের উত্তরে এরকম রিপ্লাই দেয়ায় দু:খিত। আমি ব্লগে কখনও এরকম দিয়েছি বলে মনে নেই। একটা লোকের চিন্তা-ভাবনা ও অবয়ব কতটা কদর্য হলে এরকম মন্তব্য করতে পারে! আমার লেখার সমলোচনা যে কেউ করতেই পারে, কিন্তু সেটা কিভাবে! এদের মন-মত লেখা না হলেই তাকে আক্রমন যেন এদের নিয়মে পরিনত হয়েছে। ব্লগ কর্তৃপেক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
নীল আতঙ্ক বলেছেন: সাহসী লিখা।
পড়ে ভালো লাগলো।
++++
০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিএনপি দেশকে সত্যিকারের ভাল বেসে রেব দিয়ে সকল সন্ত্রাষী হটিয়ে দেশবাসীকে যে শান্তি দিয়েছিল আজ তার শূণ্যতা অনুভূত হচ্ছে!!
শাস্ত্রে বলে যেমন কুকুর তেমন মুগুর!!
আওয়ামী সন্ত্রাস আর স্বৈরিচারের মোকাবেলায় তেমন মুগুর বাহিনী দরকার ছিল!
দেশ এবং জনতাকে ভালবাসার খেসারত দিচ্ছে বিএনপি!
এরা ভাল কথা আর যুক্তির লোক নয়-!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
পদ্মা_েমঘনা বলেছেন: ধন্যবাদ ভাই।
”বিএনপি কে সন্ত্রাস ও নাশকতার পথ পরিহারের আহবান”- Joke of the day!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
হাসানস০০৭ বলেছেন: পুলিশকে আমরা ছাত্রলীগ , যুবলীগের মত BAL এর অঙ্গ সংগঠন জানি।