নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

"কুকুরের বিরিয়ানি" , নীরব হোটেল, এবং আমাদের অসীম মূর্খতা

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩



কাল রাত থেকে নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে একটি খবর। হোটেল নীরবে না কি কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি, কালাভুনা ইত্যাদি তৈরি করা হতো। কাটা কুকুরের ছবি সহ নিউজটি এমনভাবে ভাইরাল হয়, যার ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং নীরব হোটেলে গিয়ে ভাংচুর চালায়। তো এমন জনরোষের কবলে পড়লে হোটেল নীরবের কর্মচারীরা যা করার তাই করেছে। তারা পালিয়েছে। হোটেল বন্ধ। এখন কথা হলো, এই যে কুকুরের মাংস দিয়ে খাবার তৈরির গুজব উঠেছে, এর ভিত্তি কী? আমি কোনো নির্ভরযোগ্য সংবাদপত্রে এই খবর পাই নি। খবরের কাগজ, অনলাইন নিউজ পোর্টাল, টিভি, রেডিও সবই নীরব হোটেলের ব্যাপারে নীরব। এর কারণ কী? একজন বললো যে নীরব হোটেল না কি খুব প্রভাবশালী, তারা টাকা পয়সা দিয়ে সবাইকে ম্যানেজ করে ফেলেছে। তাই না কি? হাতি ঘোড়া গেল তল, নীরব হোটেলের এত বল, কীভাবে? তারা খাবার বিক্রি করতে করতে এতটাই ধনী হয়ে গেছে, এতটাই প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হয়েছে, যে কাউকে পাত্তা দিচ্ছে না আর?
আজ সকালে ঘটনার সূত্র খুঁজে পেলাম। বিখ্যাত গুজব মিডিয়া “আমাদের সময়” ভারতীয় বাংলা পত্রিকা ‘এই সময়’ এর বরাত দিয়ে একটি নিউজ পাবলিশ করে ৮ই এপ্রিলে ২০১৭তে। জ্বী, আজ থেকে পাক্কা দেড় বছর আগের কথা। আর এই সময় পত্রিকায় নিউজটি ছাপা হয়েছিলো তার আগের দিন। অর্থাৎ ৭ই এপ্রিল ২০১৭। তা কলকাতার দাদাবাবুরা কোন অসাধারণ প্রযুক্তির বদৌলতে কলিকাতায় বসে ঢাকার রেস্তোরা সম্পর্কে অনুসন্ধানী রিপোর্ট পেশ করে? সেই অসাধারণ প্রযুক্তির নাম হলো ‘ফেসবুক’। জ্বী, ফেসবুকে ২৮শে মার্চ কেউ একজন কাটা কুকুরের ছবি দিয়ে এমন খবর প্রকাশ করে যে ঢাকার Roadside রেস্তোরায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানী তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে তাদের সূত্র।
সেখানে তারা আরো লিখেছে, “ঢাকা শহরের প্রায় প্রত্যেক মোড়ে বিরিয়ানির দোকান রয়েছে। সেখানে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা প্লেট।তুলনায় অনেক কম দামে কিছু দোকানে মিলছে বলে জমে উঠেছে বিরিয়ানির ব্যবসা।কিন্তু, গরু-খাসির বিরিয়ানি এত কম দামে কী ভাবে বিক্রি হয়? অভিযোগ, গরু-খাসির বিরিয়ানি বলে যা বিক্রি হচ্ছে, তা রান্না হয় কুকুরের মাংস দিয়ে”।
তারা বলেছে রাস্তার পাশের দোকানের অতি স্বল্প টাকায় বিক্রি বিরিয়ানির কথা। ৯০ টাকার চেয়েও অনেক কম দামে সেখানে বিরিয়ানি বিক্রি হয়। অনেক কম দাম মানে নিশ্চয়ই ৭০-৮০ না? ৪০-৫০? আপনারা কখনও সে বিরিয়ানি খেয়েছেন? সম্ভাবনা খুবই কম।
কুকুর দিয়ে বিরিয়ানি তৈরি হতে পারে। অনেক আগে আরিচা ঘাটের রেস্টুরেন্টে এর প্রমাণ পাওয়া গেছে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া যেভাবে নীরব হোটেলকে অভিযুক্ত করা হচ্ছে সেটাকে আমার সত্যি বলে মনে হয় না। আমি নীরব হোটেলে জীবনে মাত্র দুইবার খেয়েছি। নীরব হোটেলের খাবার আমার ভালো লেগেছে, কিন্তু তাদের প্রতি আমার কোনো অবসেশন নেই।
আমার আপত্তি বছর দেড়েক আগে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের কঙ্কালকে পুনর্জীবিত করে আতঙ্ক এবং অস্বস্তি ছড়ানোতে। প্লিজ কোনোকিছু শেয়ার করার আগে একটু যাচাই করুন!

আমাদের সময় এর খবরের লিংক- https://goo.gl/vjsx6c

মন্তব্য ৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: দাদাবাবুরা প্রচার করছে বলেই এর বিরুদ্ধে খুব বেশি কিছু বলার কেউ নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাসান মাহবুব বলেছেন: কেন, আমি বললাম না?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

জাহিদ অনিক বলেছেন:
জাতিগতভাবে আমরা যে পণ্ডশ্রমে বেশি পারদর্শী তা তো নতুন কিছু না।
আমরা তো হুজুগে- আর ফেসবুক মানেই তো এখন শতভাগ ভেরিফাইড সত্য নিউজ।
ফেসবুকে প্রচারিত খবর মিথ্যে হতেই পারে না X((

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: খুবই দুঃখজনক।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এসব অপপ্রচার বন্ধ হোক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: চলুন বন্ধ করি। হোক বলে বসে থাকলে হবে না।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিন্দা জানানোর ভাষা নাই।
ওদরকে এই ভাবে জবাই করা হোক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: :-/

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

ইসমাঈল আযহার বলেছেন: বাংলাদেশ বলে কথা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: :(

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ভয়াবহ !!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: ভয়াবহ আমাদের এই মূর্খতা।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাসান মাহবুব বলেছেন: এই ঘটনার ওপরে একটা সনেট লিখে ফেলুন কবি।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বাকপ্রবাস বলেছেন: এই নিয়েছে ঐ নিল যা
কান নিয়েছে চিলে
ওপার বাংলায় ফেইক নিউজে
এপার বাংলা গিলে

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

হাসান মাহবুব বলেছেন: একদম!

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন:
হাসান মাহবুব সাহেব,
আপনি ভুলে যাবেন না, আমরা সৃষ্টিলগ্ন থেকেও আমাদের বন্ধু দেশের কাছে ঋণী। ঋণ পরিশোধে আমরা কেবল তাদের অনুসরণ করে চলছি। B:-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

হাসান মাহবুব বলেছেন: :-<

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সৈয়দ ইসলাম বলেছেন:
এতো দীর্ঘ প্রশংসা করলোম আর আপনি... :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগে নাই প্রশংসা /:)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ফ্যাক্ট চেকিং এর অভ্যাস একটা বিশাল ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠির ভেতরে গড়েই ওঠেনি, যেমন গড়ে ওঠেনি অনলাইনে আচার আচরণের আদবকেতা শেখাও। কান নিয়েছে চিলে- ছোটবেলার সেই কবিতা এই এতদিন পরে এসেও একইভাবে সত্যি। খুবই দুঃখজনক যে একটা নেটিজেন প্রজন্ম এসব আদবকেতা বা অভ্যাস না অর্জন করেই বিশাল এই অন্তর্জালের দুনিয়ায় ঢুকে পড়েছে। ইন্টারনেট লিটেরেসি একটা সাবজেক্ট হওয়া উচিত পাঠবইতে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

হাসান মাহবুব বলেছেন: ঠিকই কইছো।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

আরোগ্য বলেছেন: হালালের নামে হারাম কুকুর। :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: কুকুর দেয়া হচ্ছে না, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটাই পোস্টের মূল বক্তব্য।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

করুণাধারা বলেছেন: ২০১৪ সালে প্রায় ৩০ বছর পর আবার নিরব হোটেলে (মনে হচ্ছে ওরা এই বানানটা লিখে) খেতে গেছিলাম- সেই গিজগিজে ভিড়, খাবারে সেই একই স্বাদ! এমনকি অনেক পুরনো মানুষ ও আছে। গরু-খাসির বদলে কুকুরের মাংস রান্না করলে সেই অনুযায়ী রেসিপি চেঞ্জ করতে হতো। তার স্বাদ কি একই হত? হত না।

যারা লাঠিসোটা নিয়ে ভাঙচুর করতে গেল তাদের মাথায় একবারও কি কথাটা এলো না !!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: তাদের মাথার ভেতর কিছু থাকলে তো!

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু অসৎ ব্যবসায়ী থাকতে পারে। তবে প্রতিষ্ঠিত হোটেলগুলো এসব কাজ করবে না বলেই মনে হয়। বাবুর্চিরাও এতটা নীচে নামার কথা না...

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। আর নীরবের মেইন ডিশও বিরিয়ানি না।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সত্যি বলতে খুবই জঘন্য। আল্লাহ্‌ তাদের ক্ষমা করবেন না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: কী জঘন্য?
কাদের ক্ষমা করবে না?

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

নতুন বলেছেন: প্রতিস্ঠিত ব্যবসায়ী কখনোই এমন করার কথা না।

আমাদের হুজুগে বাঙ্গালী গুজব পাইলেই ঝাপাইয়া পড়ে... ফ্যাক্ট খুজে দেখার চেস্টা কেউ করেনা। :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

হাসান মাহবুব বলেছেন: :(

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

নতুন বলেছেন: যারা ব্যবসা করেন তারা বোঝে একটা ব্যবসা এতো বছর চালাতে হলে কত কস্ট করতে হয়।

আর সুনাম অজ`নের জন্য অনেক সময় লাগে.... তাই সেটা নস্ট করতে কেউই চাইবেনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

ধন্যবাদ মন্তব্যের জন্যে।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

অন্তরন্তর বলেছেন: এভাবে ফেইসবুকে অপপ্রচার একটার পর একটা ঘটেই যাচ্ছে কিন্তু আমরা যাচাই বাছাই করছিনা। আপনার পোস্ট পড়ে আমার মনে হচ্ছে এভাবে হতে থাকলে বিরাট ক্ষতি আমাদের সামনে অপেক্ষা করছে। মানুষের মানবতা জাগ্রত হতে হবে। এত সুন্দর একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ হাসান ভাই। শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ অন্তর ভাই।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: প্রথম যখন বাংলাদেশের সাথে কোরিয়ার জাহাজ বিনিময় চুক্তি হয়েছিল তখন চট্রগ্রামের হারবারের সকল কাক ও কুকুর শূণ্য হয়েছিল। এর কিছু এরা খেয়েছিল যারফলে বাকিরা এলাকা ছেড়ে স্বেচ্ছায় নির্বাসিত হয়েছিল... ;) ;)

জয় ভারত মিডিয়া...... জয় ফেইসবুক..........।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: কে দিয়েছে এই ফেসবুক? ;)

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: সংবাদ নাই, তাই কী করবে আর– ভিত্তিহীন একটা সংবাদ বানিয়ে ফেলল। আমি আরো অনেক ভিত্তিহীন সংবাদ দেখেছি। ঘেন্না লাগে এসব সংবাদ তারা কী করে তৈরি করে! পত্রিকার জনপ্রিয়তার জন্য নাকি— অদ্ভুত !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: খুবই অদ্ভুত।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

মনিরা সুলতানা বলেছেন: সব চাইতে খারাপ লেগেছে ; বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে প্রতিবাদ বা সত্যি জানার চেয়ে, ব্যাপার টা নিয়ে যখন ফান করছে।
আমরা কি ট্রোলের নেশন হোয়ে গেলাম !!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আমরা সবাই রসের রাজা।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রশংসা কি আরেকটু বেশি হওয়া প্রয়োজন ছিল?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: না রে ভাই। বাদ দেন না।

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তারেক ফাহিম বলেছেন: আহারে ফেইসবুক :(

আর কত কি খাবি।

নিন্ধা জানানোর ভাষা নেই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নিন্দা জানানোর জন্যে।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সৈয়দ ইসলাম বলেছেন:
মাহমুদ ভাই, ঢাকা শহরের প্রতি ইঞ্চি বঙ্গবন্ধুর পরিবারের প্রশংসায় শহিদ হচ্ছে।

বুঝি না, যেখানে একজন মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারে না সেখানে পুরো দেশ কিভাবে শান্তিতে থাকে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: আমি মাহমুদ না।

আমি হাসান মাহবুব।

আর এখানে বঙ্গবন্ধু টানার কী হইলো বুঝলাম না।

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

আখেনাটেন বলেছেন: স্যোসাল মিডিয়াগুলো মানুষের জীবনকে সহজ করেছে সত্যি; পাশাপাশি নানা বিড়ম্বনাও যোগাড় করেছে।

কয়দিন অাগেই ভারতের কর্ণাটকে শিশুধরা সন্দেহে মধ্যপ্রাচ্য ফেরত একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেটা হ্যোয়াট আপের মাধ্যমে লোক জড় করে। আসামেও একইভাবে গাড়ীচোর সন্দেহে দুজনকে মেরে ফেলা হয়েছে ঐ মিডিয়া ব্যবহার করে।

মানুষের বিশ্বাসগুলো ক্যামন যেন আজকাল ঠুনকো হয়ে গেছে। আগে বাতাসের বেগে গুজব ছড়াতো আর এখন অালোর বেগে ছড়িয়ে পড়ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: মানুষের বুদ্ধিমত্তা হুমকির সম্মুখীন এখন!

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

আখেনাটেন বলেছেন: *হ্যোয়াটসঅ্যাপ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: বুঝে নিয়েছি।

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৩

শান্তির দেবদূত বলেছেন: "কান নিয়েছে চিলে" এমন কবিতা মনে হয় না আর কোনো ভাষায় আছে!
এইগুলারে ধরে যাস্ট ধাবড়ান উচিত।
আগে তো শুধু চিলে কান'ই নিত, এখন মনে হয় মগজও নিয়ে নেয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: জ্বী ভাইয়া, মগজ পচে গলে শেষ।

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নীরব হোটেল কর্তৃপক্ষ নীরবে এই অন্যায় মেনে নিল? থানায় একটা জিডি বা মামলা পর্যন্ত করলো না? তাহলে যতই অন্যায় হোক, যতই অত্যাচার হোক, তারা কী রবে নীরবে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: তারা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না জানি না। আশা করি নিবে।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইসব অপপ্রচার বন্ধ করার উপায় কি ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

হাসান মাহবুব বলেছেন: এইসব পোস্ট দেয়া।

৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

অচেনা হৃদি বলেছেন: আপনার লেখাটা পড়ে ভালোই হল।
দারুণ একটা গল্প মনে পড়ে গেছে।
গল্পটা ব্লগে শেয়ার করতে পারবো।
থ্যাংকিউ ভাইয়াজান! ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: বাহ, চমৎকার! দারুণ গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।

স্বাগতম আমার ব্লগে।

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

আবু মুহাম্মদ বলেছেন: খুবই দুঃখজনক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.