নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আর্টিকেল থার্টিন, ইন্টারনেটের শেষের শুরু?

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫


এই যে আপনি সারাদিন ইউটিউবে বসে থাকেন, বিভিন্ন টিউটোরিয়াল, গান, সিনেমার ক্লিপ, ম্যাশআপ, প্যারোডি, ইত্যাদি দেখেন, এই যে ইন্টারনেট থেকে ছবি নিয়ে মিম বানিয়ে ফেসবুক, টুইটার, রেডিটে ছেড়ে দেন, কত মজা তাই না? ফ্রি ওয়ার্ল্ড! এরকম কি সারাজীবন চলবে? চলতেই থাকবে? পৃথিবী এখন খুব দ্রুত বদলায়। আগে একটা কোম্পানি বা প্রোডাক্ট একবার নাম করে গেলে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের রাজত্ব চলতেই থাকতো, চলতেই থাকতো...কিন্তু সাম্প্রতিককালে দেখেন, কোম্পানিগুলো ফল করছে। এওএল কোথায়? দেউলিয়া। ইয়াহু একসময় ছিলো ইন্টারনেটের মাস্তান, তারা খুব অল্প দামে বিক্রি হয়ে গেলো কিছুদিন আগে। নোকিয়া মাঝখানে হারিয়ে গেলো, ব্ল্যাকবেরি নামেমাত্র আছে, সিমেন্স নাই। তাই এখন যে ইউটিউব, ফেসবুক মুঘল সম্রাট সেজে বসে আছে, “এই দিন চিরদিন রবে, কেউ তা ভেবো না!”।
২০১৯ সালে ইন্টারনেট জগতে বিপর্যয় ঘটে যেতে পারে, যদি ইউরোপিয়ান ইউনিয়ন প্রস্তাবিত কপিরাইট বিষয়ক নির্দেশনা কার্যকর হয়। কার্যকর হবার খুব ভালো সম্ভাবনা আছে, কারণ ইউরোপিয়ান পার্লামেন্ট ইতিমধ্যেই এটার পক্ষে ভোট দিয়েছে। কী আছে এই প্রস্তাবনায় ? ইন্টারনেটে শেকল পড়ানোর এই নির্দেশিকার সবচেয়ে ভয়ংকর অংশ হচ্ছে আর্টিকেল ইলেভেন, টুয়েলভ এবং থার্টিন।
আর্টিকেল ইলেভেনে আপনার তেমন সমস্যা নাই, সমস্যা আছে গুগল নিউজ বা এই জাতীয় নিউজ এ্যাগ্রেগেটর সার্ভিসগুলোর। তারা কোন নিউজের স্নিপেট ব্যবহার করলে মূল যে পাবলিশার, তাকে টাকা দিতে হবে। এখন এটা কীভাবে হবে কেউ জানে না। সার্চের সময় কোন নিউজ স্নিপেট হিসেবে আসে যদি তা অনেকবার শেয়ার হয়। এখন কতবার শেয়ার হলে একটা নিউজ পাবলিশার টাকা পাবে? যারা বানিয়েছে তারাও জানে না। আর্টিকেল ইলেভেন প্রবর্তন করতে যাচ্ছে “লিংক ট্যাক্স” এর।
আর আর্টিকেল থার্টিন শুরু করবে “মিম ব্যান” এর। আর আর্টিকেল থার্টিনে বলা আছে “Online content sharing service providers and right holders shall cooperate in good faith in order to ensure that unauthorised protected works or other subject matter are not available on their services.” খুব সহজভাবে বললে, কপিরাইট ফেয়ারইউজ বলে কিছু থাকবে না। খুবই শক্তভাবে স্বত্ব রক্ষা করা হবে। ভাবছেন, এ আর এমন কী! ইউটিউবে তো কপিরাইট বিষয়ক খুব চমৎকার এ্যালগরিদম আছেই! কেউ যদি কপিরাইটেড কন্টেন্ট ইউজ করে, ইউটিউব তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ধরে ফেলতে পারে, অথবা কেউ ক্লেইম করলে ভিডিও রিমুভ করে দিতে পারে। কিন্তু তারপরেও অসংখ্য কন্টেন্ট থাকছেই যেখানে কপিরাইটের কোন বালাই নেই। সামনে আর সেগুলো কিছু থাকবে না। আরো ঝামেলা আছে! আগে এইসব কন্টেন্টের জন্যে দায়বদ্ধ থাকতো সেই চ্যানেল। কিন্তু এখন থেকে সব কন্টেন্টের জন্যে দায়বদ্ধ থাকবে ইউটিউব নিজে। কিন্তু কথা হচ্ছে এই এত বিপুল পরিমাণ কন্টেন্ট ইউটিউব চেক করবে কীভাবে? কপিরাইট অভিযোগে অভিযুক্ত কন্টেন্ট আপলোড হলেই বিপুল পরিমাণ জরিমানা। ইউটিউব কী করবে? ইউটিউবকে তখন যা করতে হবে, তা হলো- বড় বড় কোম্পানি, আর্টিস্ট ইত্যাদিকেই শুধুমাত্র আপলোড করার ক্ষমতা দিবে। আপনি-আমি কিংবা পিউডিপাই, সবাই হবে নীরব দর্শক। পুরোনো যত কন্টেন্ট আছে, চ্যানেল আছে, সবার সব কন্টেন্ট মুছে দেয়া হবে। কম কন্টেন্ট মানে কম ট্রাফিক, কম ট্রাফিক মানে কম এ্যাড, কম এ্যাড মানে কম রেভিনিউ, এই চক্রের শেষে কী? ইউটিউবের মৃত্যু? জানি না!
শুধুমাত্র ইউটিউবের কথা বলছি, কারণ ইউটিউব হলো কন্টেন্ট ক্রিয়েটরদের স্বর্গরাজ্য। তাই ইউটিউবের ক্ষতিই সবচেয়ে বেশি হবে। কিন্তু ফেসবুক, টুইটার কেউ কি এই কালো আইন থেকে বাঁচতে পারবে? পারবে না। বিশেষ করে যারা মিম ক্রিয়েটর, তাদের দিন শেষ। কারণ মিম বানাতে লাগে ইন্টারনেটের ফ্রি রিসোর্স। সেই রিসোর্স আপনি ব্যবহার করার অনুমতি পাবেন না। কীভাবে বানাবেন মিম?
আর্টিকেল টুয়েলভের আবদার আরো চমৎকার! খেলাধুলার ক্ষেত্রে অফিসিয়াল অর্গানাইজার ছাড়া আর কেউ ছবি এবং ভিডিও প্রকাশ করতে পারবে না।
পুরো নির্দেশিকা যারা পড়তে চান, তারা এখানে ক্লিক করুন- Click This Link (এই মুহূর্তে লিংক ট্যাক্স দিতে হচ্ছে না কাউকে)।
এসবই হচ্ছে সম্ভাব্যতা। এসব প্রস্তাব দেয়া হয়েছে, বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দিন যে সবসময় একরকম থাকবে না, এই আশঙ্কা করাই যায়!

ব্যাপারটা এমন লাগছে, ফাঁসির আসামীকে যেমন দন্ড দেয়ার আগে বলা হয় পছন্দের খাবার খেয়ে নিতে, তেমন আমাদের এখন ইন্টারনেটের স্বর্গযুগ থেকে বিদায়ের আগে ভালো-মন্দ কন্টেন্ট পড়ে বা দেখে নিতে হবে!

প্রথম প্রকাশ এখানে

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: EU এর বর্তমান Cookies Policy নিয়ে যেমন সমস্যা হচ্ছে না তেমনি হয় কিনা দেখা যাক....

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: দেখা যাক।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

শরীফ আতরাফ বলেছেন: প্রচুর শিক্ষার্থী আছে যারা পড়াশোনার ব্যাপারে ইউটিউবকে ব্যবহার করে তাদেরও ক্ষতি হবে। যারা এ আইন প্রণয়ন করছে তাদের লাভটা কোথায়?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: একসময় আপনি বাইরে গিয়ে পড়তে যে খরচ করতেন, বইপত্র কিনতে যা খরচ করতেন, তা হয়তো লাগবে না। সব নেট থেকে নিতে হবে। আর এজন্যে খরচও করতে হবে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: এতোটা জানতাম নাহ । ধন্যবাদ জানানোর জন্য ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
কেমন আছেন?
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।

ভালো থাকুন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দুনিয়ার সব কিছুই যখন বানিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তখন এই ক্ষেত্রেও এমন প্রতিবন্ধকতা আরোপিত হওয়া খুবই স্বাভাবিক। এরকম হলে শুধু ইউ টিউব, ফেসবুক বা টুইটারই নয়, সার্বিকভাবে ইন্টারনেট এ্যাক্টিভিটি অনেক হ্রাস পাবে বলে মনে হয়।

ধন্যবাদ হা মা ভাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ হেনা ভাই।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার পোস্টগুলো পড়ার আমন্ত্রণ রইলো...

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

টারজান০০০০৭ বলেছেন: মনে হয় না এতটা কঠোর হবে ! বিকল্প নিশ্চই বের হবে ! হইলে অনুন্নত বিশ্বের ইয়ে মারা যাইবে !!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

হাসান মাহবুব বলেছেন: সেটাই। তবে মাঝখানে একটা বিশাল অচলাবস্থা চলবে। যাই হোক, আমার প্রেডিকশন হলো, কপিরাইটের ব্যাপারে কড়াকড়ি অবশ্যই বাড়বে, কিন্তু এতটা ভয়াবহ অবস্থা হবে না। পৃথিবীতে সামনে বিশাল একটা অংশ ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আয় করবে, তাই ক্ষেত্র যত প্রসারিত হবে, কড়াকড়িও বাড়বে।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:





হামা ভাই এবার তো তাদের দিন শেষ বলে মনে হচ্ছে ।

ব্লগেও কি এর প্রভাব পরবে?

তবে এত কড়াকড়ি হবে বলে মনে হয় না । রেভিনিউ এর দিকে সবাই খেয়াল রাখবে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: রেভিনিউ ঠিকই আসবে। তবে অল্প কিছু মানুষ এর ভাগ পাবে। ব্লগে তো প্রভাব অবশ্যই পড়বে। তবে অতটা কঠোর তারা হবে কি না সেটাই প্রশ্ন। আশা করছি, হবে না।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খাইছে, বাস্তবায়ন হলে তো খবর আছে। B:-)

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: পুরাপুরি বাস্তবায়ন না হলেও সামনে অনেক রেস্ট্রিকশন আসবে এ ব্যাপারে নিশ্চিত থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.