| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোস্ট একসময় সরবেই। পোস্টদাতাও ব্যান হবে।
কিন্তু যারা একই রকম নোংরামি করে গেছে তাদেরও মনে রাখা দরকার।
লেখকের আরো এক পিস
সে আবার তার ব্লগে লিখে রেখেছে
"আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।"
![]()
১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৫
হাসান মাহবুব বলেছেন: এখন আবার সাফাই গাচ্ছে নিজের কমেন্টে। জুলভার্ন ভাইকে দেয়া কমেন্টটা দেখছেন?
![]()
২|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০০
রানার ব্লগ বলেছেন: আমি রিপর্ট করেছি !!! এরা অসভ্য !!!!
৩|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০০
আরইউ বলেছেন: দেখেছি। এই ধরণের লোকজনের কাছে নিজের পরিবারের/ কাছের মানুষও নিরাপদ নয়!
৪|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০১
সোনাগাজী বলেছেন:
আপনি কিভাবে বলছেন যে, পোষ্টদাতা ব্যান হবে? আপনি কি সামুর ব্যান, বুনের সাথে জড়িত?
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৮
হাসান মাহবুব বলেছেন: ![]()
৫|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩
সোনাগাজী বলেছেন:
আপনি চাঁদগাজীকে ভয়ংকর এক গালি দিয়েছিলেন, আপনাকে তো সামু কিছুই বলেনি; এখন আপনি বিশাল প্রতিবাদী হয়ে গেলে কিভাবে?
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১০
হাসান মাহবুব বলেছেন: ভয়ংকর গালি? হ্যাঁ, আপনার সাথে রূঢ় ভাষায় কথা বলেছি অনেকসময়। আপনি নিজেও সেটা করেছেন। কিন্তু ভয়ংকর গালি আবার কবে দিলাম? আমার মনে পড়ছে না। মনে করায় দেয়ারও দরকার নাই কী বলছিলাম। তবে যদি আপনার বুদ্ধি বিবেচনা অনুযায়ী সেটা ভয়ংকর গালি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।
৬|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৯
জুল ভার্ন বলেছেন: মোহাম্মদ বাসায় ব্লগারের ছদ্মাবরণে একটা কুরুচিকর সাইকোপ্যাথী লোক। তার পোস্টের বিরুদ্ধে রিপোর্ট না করলে তার সহযোগীরা আস্কারা পাবে।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১১
হাসান মাহবুব বলেছেন: শুধু তার পোস্ট না, মন্তব্যে যারা তাকে আশকারা দিচ্ছে তাদেরকেওকিছু করা উচিত।
৭|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৯
সোনাগাজী বলেছেন:
এই কবি সামুর নিয়মিত ব্লগার, সে ১মবার এই রকম ভুল করেছে, তাকে ব্যান করার প্রশ্নই উঠে না; সামুতে এর থেকে অনেক খারাপ লোকজন বছরের পর বছর ব্লগিং করছে।
৮|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১২
সোনাগাজী বলেছেন:
জুল ভার্ন বলেছেন: মোহাম্মদ বাসায় ব্লগারের ছদ্মাবরণে একটা কুরুচিকর সাইকোপ্যাথী লোক।
-আমি বাসারকে নিয়মিত ব্লগে দেখে আসছি, সে এই ১ম বার ভুল করেছে; আপনি উনার থেকে অনেক বেশী অপব্লগিং করে থাকেন।
৯|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬
সাসুম বলেছেন: আমি এই ভদ্রলোক কে ব্যানের বিরুদ্ধে। সামুতে এর চেয়ে নোংরা ভাষার, চিন্তার ও মানসিকতার অমানুষ আছে ব্লগার নামে, তাহলে তাদের কেও ব্যান করতে হবে। পরে অবস্থা এমন দাঁড়াবে, পাথর বাছাই করতে গিয়ে পুরো চাউলের বস্তাই উধাও হয়ে গেছে।
এই লোক যা করছে তা আজকের আরেকটা ভদ্রলোকের চেয়ে অনেক অনেক কম অপরাধ।
এক আম্রিকা প্রবাসী সেক্সুয়াল ডিপ্রাইভড অসভ্য তার ছেলের জন্য দেশ থেকে হাইলি এডুকেটেড কোরানে হাফেজ যৌন দাসী খুজতাছে, যার একমাত্র কাজ হবে বছর বছর বাচ্চা বিয়ানো।
এই মোহাম্মাদ বাসার এর চেয়ে হাজার গুন বেশি অসভ্য পোস্ট সেটা, এবং আমাদের ব্লগার দের খুব সতস্ফুর্ত অংশগ্রহন সেই পোস্টে।
এই ব্লগ এই মুহুর্তে এ ধরনের মানসিকতার মানুষ দিয়ে ভর্তি, এটা তো একদিনে হয়নাই! বছরের পর বছর ধরে হয়ে আসছে, ঠিক করবেন কি করে?
১০|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাম্প্রতিক সময়ে বেশ কিছু পোস্ট এবং সেই সকল পোস্টে যারা ইতিবাচকভাবে অংশগ্রহন করেছেন, তাদের সবাইকে ব্লগ টিম পর্যবেক্ষন করছে।
আমাদের পর্যবেক্ষনঃ
১। রাজনীতির আড়ালে ছাগুবাদকে সামহোয়্যারইন কখনই সমর্থন করবে না, প্রয়োজনে ব্লগ ব্লগার শূন্য হলেও ব্লগ এই নীতি বজায় রাখবে।
২। কুরুচিপূর্ন যে কোন পোস্ট এবং কমেন্টে অংশগ্রহনকারী সকল ব্লগারদের বিরুদ্ধে ব্লগনীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কাভা। কর্তৃপক্ষ কঠিন অবস্থান নিক। ব্লগকে নিয়ে এত হতাশ কখনই হই নাই।
১১|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৪
জুল ভার্ন বলেছেন: সোনাগাজী বলেছেন:
জুল ভার্ন বলেছেন: মোহাম্মদ বাসায় ব্লগারের ছদ্মাবরণে একটা কুরুচিকর সাইকোপ্যাথী লোক।
-আমি বাসারকে নিয়মিত ব্লগে দেখে আসছি, সে এই ১ম বার ভুল করেছে; আপনি উনার থেকে অনেক বেশী অপব্লগিং করে থাকেন।
আমার বক্তব্যঃ আমি সব সময় অসভ্যতার বিরুদ্ধে। আপনার ভালো মন্তব্যের জবাবে আমি ভালো মন্তব্য করতাম, খারাপ মন্তব্যের পালটা জবাব দিতাম। আপনার নতুন আইডি সোনাগাজী নিয়েও আবার একই স্বভাবে ফিরে আসায় আপনাকে আমার পোস্টে কমেন্টস ব্লগ করেছি।
১২|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুদের বিনা নোটিশে পারমানেন্টলি ব্যান করার দাবী জানাই।
১৩|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: ''মোহাম্মদ বাসার'' কে আমি কোনো কালেই কটু বা মন্দ মন্তব্য করি নি।
কিন্তু অযথা উনি আমাকে নিয়ে কুৎসিত দুই তিন লাইনের পোষ্ট দিলেন!!! আজিব! সেই পোষ্টে আবার কেউ কেউ আমাকে এবং আমার পরিবারকে বাজে কথা বলল। ব্লগ টিম কোনো ব্যবস্থা নিলো না। সেই পোষ্ট সরিয়েও দিলো না!!!
আমি এক মাসের বেশি সময় ধরে 'জেনারেল' হয়ে আছি।
মোহাম্মদ বাসার সাহেব যদি দেখাতে পারেন আমি তার কোনো পোষ্টে নোংরা মন্তব্য করেছি। তাহলে আমি স্বেচ্ছায় ব্লগ ছেড়ে চলে যাবো। অন্যায় ব্লগ টিমের কাছে আমার অনুরোধ, ব্লগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিন। দুষ্ট ও কুৎসিত লোকজন থেকে সামুতে নিরাপদ রাখুন।
১৪|
১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩
নজসু বলেছেন:
একদিন আসবে যেদিন পশুরা মানুষের গলায় রশি বেঁধে পোষ মানাবে।
১৫|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪
আমি ব্লগার হইছি! বলেছেন: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
১৬|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
@জুল ভার্ন বলেছেন, "
আমার বক্তব্যঃ আমি সব সময় অসভ্যতার বিরুদ্ধে। আপনার ভালো মন্তব্যের জবাবে আমি ভালো মন্তব্য করতাম, খারাপ মন্তব্যের পালটা জবাব দিতাম। আপনার নতুন আইডি সোনাগাজী নিয়েও আবার একই স্বভাবে ফিরে আসায় আপনাকে আমার পোস্টে কমেন্টস ব্লগ করেছি। "
-ডিসেম্বরের শেষ সপ্তাহে "গাধা নিয়ে কতগুলো পোষ্ট দিয়ে ছিলেন?" আরো যারা গাধা নিয়ে পোষ্ট দিয়েছিলো, তাদের পোষ্টে চাঁদগাজীকে গালি দিয়ে কি পরিমাণ মন্তব্য করেছিলেন? আপনি বাশারের তুলনায় অনেক বেশী অপব্লগার।
১৭|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
@জুল ভার্ন বলেছেন, "
আমার বক্তব্যঃ আমি সব সময় অসভ্যতার বিরুদ্ধে। আপনার ভালো মন্তব্যের জবাবে আমি ভালো মন্তব্য করতাম, খারাপ মন্তব্যের পালটা জবাব দিতাম। আপনার নতুন আইডি সোনাগাজী নিয়েও আবার একই স্বভাবে ফিরে আসায় আপনাকে আমার পোস্টে কমেন্টস ব্লগ করেছি। "
-আপনি আমাকে কমেন্ট ব্লক করেছেন, কারণ আপনি নিজ সম্পর্কে মিথ্যা বলে নিজকে "আদর্শ মানুষ" বানানোর চেষ্টা করছেন; আমি সেই বিষয়গুলোতে কমেন্ট করেছি।
১৮|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯
আমি ব্লগার হইছি! বলেছেন: জুল ভার্ন ও রাজীবনূর দুইজন ই যথেষ্ঠ শালীন ভাষায় রুচিশীল ও তথ্যমূলক পোষ্ট দেন। তাদেরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোষ্ট দেখে মর্মাহত হলাম। ঐ পোষ্টে সবাইকে রিপোর্ট করার অনুরোধ করছি।
১৯|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০২
ঋণাত্মক শূণ্য বলেছেন: এক বেয়াদবের বিপক্ষে আর এক বেয়াদব এমন এক বেয়াদবী মার্কা পোষ্ট দিয়েছে যে বেয়াদবের বেয়াদবীর শাস্তির বদলে এখন সেই বেয়াদবই বড় গলায় কথা বলার আরও সাহস পাচ্ছে। বিষয়টা দুঃখজনক।
২০|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫
নাহিদ ২০১৯ বলেছেন: ঐ পোস্টে আমার করা মন্তব্যের পেছনে আমি কোন নোংরামি খুঁজে পেলাম না। আর একজনের এক পোস্টেই সবার পিত্তি জ্বলে গেল একদম!! অন্যদিকে বছরের পর বছর ধরে এক জ্ঞানেন্দ্র জ্ঞানপিপাসু জ্ঞানচন্দ্র গুহঠাকুরতা ওরফে লাল ট্রাক্টরওয়ালা তর্করত্ন মশায় গণহারে প্রায় সকল ব্লগারদের পোস্টে গিয়ে আবোল তাবোল মন্তব্য, বেহুদা তর্ক, ব্যক্তি আক্রমণ করে আসছে। দুঃখের বিষয় কিছু ব্লগার আবার তার এই স্বভাবকে নিয়ে বন্দনাও করে বেড়ায় ব্লগে। জ্ঞানীরা সমালোচনা করে, ভুল হলে ধরিয়ে দেয় আর বাচালেরা "বাংলাদেশের রাজধানী ঢাকা কিংবা বরফ পানিতে ভাসে" এইরকম সত্যি নিয়েও বেহুদা তর্ক করে। খোঁচা দিলে ফিরতি খোঁচার লোড নেয়ার মানষিকতাও থাকা উচিত। তাই না ? আর কেবলমাত্র একটা পোস্ট কিংবা একটা মন্তব্যের কারণে কাউকে একদম নোংরার কাতারে ফেলে দেয়া এইটা কতটুকু যুক্তিসম্মত !
২১|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪
হযবরল১২৩ বলেছেন:


২২|
১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: সাবধান হযরলং ভাইয়া আমার কমেন্ট নিয়ে আসবা না।
এটা কোনো মানুষ গাধাকে নিয়ে করা কমেন্ট ছিলো না কোনো এক গল্পের গাধাকে নিয়েই করেছিলাম বটে।
শুধু শুধু গন্ডগোলের চেরেষ্টা কইরোনা ভাইজান। ![]()
২৩|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০১
হযবরল১২৩ বলেছেন: শায়মা আপা, এখানে জুলভার্নের কমেন্ট কে বুঝানো হইসে। প্রথম স্ক্রিন শট তার। দিতীয় স্ক্রিন শটে সে উত্তরদাতা।
২৪|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৪
হযবরল১২৩ বলেছেন: @ শায়মা আপা, আপনি নিশ্চয় দ্বিমত করবেন না যে আপনার গল্পের গাধার প্রসংগে উনার কমেন্ট শালীন নয়। আমি বুঝাইতে চাইসি, অনেকেই উত্তেজিত হয়ে ভুল করতে পারে। নিজেরটা না দেখে অন্যের ব্যাপারে এত প্রতিক্রিয়াশীল হবার দরকারটা কী?
২৫|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪২
দূরের যাত্রী বলেছেন: হযবরল১২৩
আপনি দেখা যাচ্ছে আজকে দুপুরেই আইডি খুলেছেন। তার মানে এই ইস্যুকে কেন্দ্র করেই আপনার আইডিটা খোলা। আপনার মূল আইডিটা একটু প্রকাশ করুন আপনার শালীনতাও আমরা দেখি।
২৬|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
হযবরল১২৩ বলেছেন: @ দূরের যাত্রী, আপনার আইডিও মন্তব্যের পারপাসে করা। ৫৬ মন্তব্য, পোস্ট নাই। আপনি আপনার কমেন্টটা মূল আইডিতে করতে পারতেন। শালীন শব্দটা জায়গামত লেগেছে ![]()
২৭|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
শায়মা বলেছেন: আমার গল্পের গাধা না ভাইয়ু!!!!!!!!
আমি তো শুধু এট্টু গাধার কবিতা লিখেছিলাম একদিন। তাও আবার আমি লিখিনি সুকুমারের লেখা প্রিয় কবি্তা তাই থেকেই তো গোল বেঁধে গেলো!
এক্কেভারেই তালগোল!!!
যাইহোক আর অন্যের ব্যপারে প্রতিক্রিয়াশীল যদি বলো তো এই ব্লগে তো আর কম দিন হলো না। বুড়ি হতে চললাম। কাজেই কি কি হয় কেমন হয় সবই তো দেখেছি জেনেছি। কাজেই কথা যদি শুরু করি শেষ তো হবে না ......( সিনােমার গান)
যাইহোক সব কিছুর পরেও ব্লগ আমাদের ভালোবাসার জায়গা ঝগড়া ফ্যাসাড বাগড়া দেওয়া বন্ধ হোক।
আমি এখন হ্যাপী ম্যুডে আছি।
আবার ফ্রিও আছি কিছু
২৮|
১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫
হযবরল১২৩ বলেছেন: @ শায়মা আপা, আপনার মন্তব্যে উল্লেখিত গল্পের গাধাকে শর্ট করে লিখে ফেলেছি আপনার গল্পের গাধা ![]()
আপনার পোস্টে ছিলাম। প্রতিক্রিয়াশীল শব্দটা স্ক্রিন শটের মন্তব্য সম্পর্কিত।
ভিন্ন টপিক - নট @ শায়মা আপা, খুব সম্ভব শসা এখানে ঢুক্তে চাইতেসে, বাট আমি তো তার পাকা ধানে মই দেই নাই।
২৯|
১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০৪
গরল বলেছেন: ঠগ বাছতে গাঁ উজার না হয় আবার, আমিও ব্যান এর বিরুদ্ধে।
৩০|
১০ ই মার্চ, ২০২২ রাত ১১:১৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পাপ পাপী পার্টি দেখতে এসে ধরা খাইছি মনে হয় !
৩১|
১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩
নেওয়াজ আলি বলেছেন: আপনি আবার এই পোষ্ট দিয়ে আগুন ঘি ঢালছেন ভাইয়া
৩২|
১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নোংরামীর একটা সীমা
থাকা দরকার।
৩৩|
১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩২
জটিল ভাই বলেছেন:
হামাগুড়ির বিনোদন চাঙ্গা করায় জটিলবাদ নিন হামা ভাই। এনজয়িং.....
৩৪|
১১ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬
মি. বিকেল বলেছেন: সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে চলতে থাকলে আমাদের জন্য ব্লগিং করাটাই একসময় বিপদ হয়ে দাঁড়াবে।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫০
আরইউ বলেছেন: এরা মনেপ্রানে এবং চিন্তায় আপদমস্তক নোংরা!