নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেখানে থাকতে পারে আমার সম্পর্কে ভালো লাগা, মন্দ লাগা, কোনো স্মৃতি, অথবা প্রশ্ন ইত্যাদি। কমেন্টে লিখুন।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৭
হাসান মাহবুব বলেছেন: ব্লগে আমার প্রতি এত আশা আকাঙ্খা রেখেন না। আগে এটা আমার ঘর ছিল, এখন আমি এখানে অতিথি। অনেক কিছুই খেয়াল করি না। ব্লগার ঢাবিয়ানের সেই তালিকা করা পোস্টটার কথা আমি অনেক পরে জেনেছি। দেখিও নি পোস্টটা। চাঁদ্গাজীকে কে গালি দেয় এবং চাঁদ্গাজী কাকে কী করেন, তার প্রতি অন্যায় হয়েছে না সঠিক আচরণ করা হয়েছে তাও আমি জানি না ভালোভাবে।
আপনার আশা আকাঙ্খার কথা আপনি জানিয়েছেন সেজন্যে ধন্যবাদ, তবে ব্লগে আমি এভাবেই থাকব। দিনে দুই একবার উঁকি দেই, এই তো। এতদিনে আমার বয়সী অনেক ব্লগারই চিরস্থায়ী ভাবে বিদায় নিয়েছেন। আমি তা না করে মাঝেমধ্যে পোস্ট দেই আর কালেভদ্রে কমেন্ট করি। এর বাইরে কিছু হবার সুযোগ নেই।
ভালো থাকবেন।
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
সামুতে ১৬ বছর পুর্তির অভিননন্দন।
আপনার মতে, বাংলাদেশের বেশীরভাগ ব্লগ কি কারণে টিকেনি?
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
হাসান মাহবুব বলেছেন: ব্লগগুলি আপডেট হতে পারে নি এবং পৃথিবীতে সোশাল মিডিয়া তীব্রভাবে আগ্রাসী হয়ে সব দখল করে নিয়েছে।
ধন্যবাদ।
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯
আজব লিংকন বলেছেন: আগামীর জন্য শুভকামনা।।
আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।।
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ লিংকন। ভালো থাকবেন।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন । দীর্ঘ সময় অর্জনও কম নয়। আপনার সৃজনশীল চর্চায় নিশ্চয় ভালো আছেন । শুভকামনা রইলো।
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাকু, ভালো থাকবেন।
৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২০
ডার্ক ম্যান বলেছেন: ফাঁকি বাজি বাদ দিয়ে নিয়মিত হন।
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
হাসান মাহবুব বলেছেন: আপনার অনুরোধ পেয়ে ভালো লাগল। কিন্তু কীসের আশায় নিয়মিত হব বলুন তো?
৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগে দীর্ঘ ১৬ বছর পুর্তীতে রইল প্রাণডালা অভিনন্দন । কোন কথা না বলে নীজের বিষয়ে মাত্র এক লাইনের
একটি বাক্যে পাঠক মন্ত্যব্য প্রত্যশা আপনার সদৃঢ় ও প্রতিষ্ঠিত অবস্থানের কথাটি জোড়ালূভাবে ব্যক্ত করে ।
এছাড়া আপনার প্রোফা্ইল পরিচিতেতেও দেখা যায় রয়েছে একটি মাত্র শব্; ‘’ধুর !’’
আমার বিবেচনায় "ধুর!" একটি মাত্র শব্দ হলেও এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল প্রজ্ঞা ও ব্যক্তিত্ব। এ যেন
এক প্রতিবাদী স্রোতের সংক্ষিপ্ত সারাংশ, যেখানে নীরবতাই তার সবচেয়ে গর্জনশীল প্রকাশ। লেখালেখির বিভিন্ন
শাখায় অপনার মত নামী ব্লগারের দীর্ঘ ১৬ বছরের পথচলা কেবল লেখালেখি নয়, বরং একটি সময়ের চেতনাকে
ধাক্কা দিয়ে জাগ্রত করার এক নিরন্তর প্রচেষ্টা।
আপনার সৃষ্টিশীলতা যেমনি তীক্ষ্ণ, তেমনই নির্মোহ; সমাজের অসঙ্গতি, অন্যায় আর ভণ্ডামির মুখে আপনার লেখনী
বরাবরই ছিল এক অদম্য প্রতিবাদের প্রতীক। "ধুর!" কেবল একটি শব্দ নয়, এটি যেন আপনার নির্লিপ্ত অথচ
প্রত্যয়ী অবস্থানের প্রতিচ্ছবি। এই শব্দেই প্রকাশ পায় আপনার চিন্তা-চেতনার স্বাধীনতা ও সাহস।
আজ, যখন আপনি নীরব হয়ে পাঠকের মূল্যায়ন চেয়েছেন, তখন আপনার এই অম্লান বাসনাটি আমাদের আরও
একবার ভাবিয়ে তোলে—আমরা কি পারি সেই প্রজ্ঞা, সেই সত্য-সন্ধানের আলোকে নিজেদের মূল্যায়ন করতে?
আপনার মত এক অসামান্য ব্লগার আপনার লেখনী দিয়ে আমাদের শুধুই আপনার বিষয়ে কিছু বলতে প্রত্যাশা
করেননি, বরং আমাদের ভাবতে, বুঝতে, এবং কিছু পরিবর্তনে ভূমিকা রাখতে ঈঙ্গিত দিচ্ছেন। "ধুর!" দিয়ে
প্রকাশমান আপনার মত ব্যক্তিত্বটি আমাদের চোখে তেমনই এক ব্যতিক্রমী প্রতিভার প্রতীক,যার প্রতিটি শব্দে
জেগে থাকে এক বিপ্লবের সুর, এক পরিবর্তনের সুর । কামনা করি আপনার পদচারনায় আর লেখনীতে
১৭ তম বর্ষটি আমাদের এই বাঁধ ভাঙ্গা প্রত্যয়ী সামু ব্লগের বুকে জাগিয়ে তুলুক আরো সাহসী বিজয়ের সুর ।
অনেক অনেক শুভ কামনা রইল
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আলি ভাই! আপনার মন্তব্য পেয়ে মনে হচ্ছে ব্লগে আবার গল্প দিতে শুরু করি, আর পুরোনো দিনের মতো বড় বড় কমেন্ট আসুক!
৭| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩
শেরজা তপন বলেছেন: আপনি তো সামু ব্লগের অন্যতম সেরা ব্লগারদের একজন। ১৬ বছর পূর্তিতে বিশাল অভিনন্দন।
আমার প্রশ্ন হচ্ছে; আপনি মনে মনে কতবার প্রেমে পড়েছেন আর সত্যিকারে কয়টা প্রেম করেছেন?
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: তপন ভাই, আপনার প্রশ্নের উত্তর খুব সিম্পল।
আমি একের অধিকবার প্রেমে পড়েছি এবং একাধিকবার প্রেম করেছি। পেলেন তো উত্তর?
৮| ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
মিরোরডডল বলেছেন:
সুইট সিক্সটিনের জন্য অনেক শুভকামনা।
শেরজার প্রশ্নের সাথে আরও একটু যোগ করছি, এ যাবত কতবার প্রেমে পড়েছে? কয়টা প্রেম করেছে?
বর্তমানে প্রেম কেমন চলছে? আগামীতে প্রেম নিয়ে কি ভাবনা?
হামাকে প্রেমকুমার মনে করার কারণ কি?
২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
হাসান মাহবুব বলেছেন: হঠাৎ করে এই বুড়ো বয়সে আমার প্রেম নিয়ে পড়লেন কেন আপনারা!
মাইর খাওয়ানোর বুদ্ধি?
তবে প্রশ্ন যখন করেছেন, উত্তরও দিয়ে দেই প্রতিশ্রুতি অনুযায়ী।
একাধিকবার প্রেমে পড়েছি, একাধিক প্রেম করেছি, বর্তমানের প্রেম ভালো চলছে এবং আগামীতে প্রেম চালিয়ে যাবার ইচ্ছা আছে।
৯| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে অভিনন্দন।
আপনি আমাদের একজন গুনি ব্লগার, এই ব্লগে সেরাদের কয়েক জনের মধ্যে আপনি একজন। আপনার সম্পর্কে বেশি কি বলব।
দীর্ঘদিন এই ব্লগে থেকে ব্লগকে করেছেন সমৃদ্ধ এ ব্লগ প্রিয়দের জন্য ঢের।
৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুজন।
১০| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০
নীল-দর্পণ বলেছেন: হামা ভাই, ১৬ বছর পূর্তির শুভেচ্ছা নেবেন। আরো ১৬ বছর পরেও এমন একটা পোস্টে এসে আমরা কথা বলবো সেই আশা করতেই পারি!
৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ নীলু, চলতে থাকবে ব্লগের বদৌলতে মন্তব্য-প্রতিমন্তব্য!
১১| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:০৯
মেহবুবা বলেছেন: তোমার বয়স মাত্র ১৬ এখানে, কি ভারী ভারী লেখা ! আমি নিজে অনেকদিন অনিয়মিত ছিলাম তাই কি মিস করেছি জানিনা। শুভকামনা অনেক।
৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপা। ভালো থাকবেন সন্তানদের নিয়ে। আপনার কন্যারত্ন তো এখন বড়। আমার একটা বই কিনে দিয়েন।
১২| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
মেহবুবা বলেছেন: তোমার কোন্ বই দিতে পারি বলতো! দুয়া করো আমার ছেলে মেয়ের জন্য।
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: মেলোডি তোমার নাম এটা দিয়েন আপা।
অবশ্যই দোয়া করব। ভালো থাকুন সবাই মিলে।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫
মেহবুবা বলেছেন: দূরদেশে নিজের লেখা পড়া আর লেখালেখি নিয়ে ব্যস্ত, দেশে এলে জিজ্ঞেস করবো।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: আপনাকে অভিনন্দন।
আমি দু:খিত একট নেতিবাচক মন্তব্য করতে হচ্ছে বলে। আপনি সবসময় জাশির শেয়াল কুকুরদের দৌড়ের উপর রাখতেন। একই সাথে যারা ভারত পাকিস্তান এর দালাল ও ইনিয়ে বিনিয়ে দালাল অর্থাৎ ছুপা গুলারে দৌড়ের উপ্রে রাখতেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনি তাদের কিছু বলছেন না। ফ্যাসিবাদের পতনের পর এক অপব্লগার শুধু মত এর অমিলের কারণে বেশ কিছু ব্লগারের তালিকা প্রস্তুত করেন। তাকেও আপনি কিছু বলেন নি অথচ আগে আপনি সবার আগে প্রতিবাদ করতেন।
সম্প্রতি ব্লগার চাঁদগাজীকে সোলেমানি ব্যান করা হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর কোন কথা নেই। নিশ্চয় সুনির্দিষ্ট অভিযোগ ও কারণ আছে বলেই উনাকে ব্যান করা হয়েছে। কিন্তু চাঁদগাজীকে ব্যাক্তি আক্রমণ করে ৩ হাজার এর বেশি পোস্ট দেয়া হয়েছে, উনাকে গালিগালাজ ব্যাক্তি আক্রমণ করে লক্ষাধিক মন্তব্য করা হয়েছে। সেসব মন্তব্যের সাইজ ১০০ থেকে ১০০০ লাইন পর্যন্ত বিস্তৃত। জবাবে উনি কখনো পালটা গালি গালাজ করেন নি? অথচ তাদের কেউ কখনই নীতিমালায় আসেনি।
সামুর মডারেশনের কেন এমন অনিরপেক্ষ আচরণ!
এত কথা বলার কারণ হল আপনার প্রতি আশা আকাঙ্খা ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি নয়ে লিখতে আহবান জানিয়েছেন। তাই লিখলাম। সারকথা আগের হামা অন্যায়ের প্রতিবাদ করতেন, এখন চুপ থাকেন। কেন এই পরিবর্তন?
আশা করি আমার মন্তব্যে আপনি কষ্ট পাবেন না।
১৬ বছর পূর্তিতে আপনাকে একরাশ শুভেচ্ছা। আপনি এবং সামু ভালো থাকুন অনন্তকাল।