নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পা্রিসা

পা্রিসা › বিস্তারিত পোস্টঃ

.............................

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১

একজন মেয়ে তার জীবনে যতােরকম যন্ত্রণাদায়ক অনুভূতির সঙ্গে পরিচিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কারো চােখে তার জন্য লালসা দেখা!!! এটা যে কতােটা যন্ত্রণাদায়ক তা কেবল সেই মেয়েই জানে। খুব ভালো হতাে যদি একটা মেয়ের মনে সেই বিকৃত মানসিকতার ব্যক্তির জন্য কতটা বিবমিষার সৃষ্টি হয় তা সেই বিকৃত মানসিকতার ব্যক্তিকে দেখানাের কোন উপায় থাকতাে অথবা তাকে সেই মেয়েটি যেই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তা অনুভব করানো সম্ভব হতাে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১২

আফসানা মিমি বলেছেন: একেবারে একমত।অনেক ভালো লাগল পড়ে।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

পা্রিসা বলেছেন: ধন্যবাদ :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

আলপনা তালুকদার বলেছেন: পুরুষরা মেয়েদেরকে ভোগের সামগ্রী ছাড়া আর কিছু ভাবতে পারেনা, তা সে যেমন পুরুষই হোক। এর কারণ আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা।

আমার 'মাধবী' গল্পের কিছুটা অংশ তুলে দিলাম আপনার পোস্টের পরিপ্রেক্ষিতে। মনে হল প্রাসংগিক, তাই।

"প্রথম প্রথম এদেশে আসার পর রাস্তায়, বাসে, ট্রেনে বা দোকানে যখন দেখতাম মায়েরা বুক খুলে কোলের শিশুকে দুধ খাওয়াচ্ছে, তখন আমি লজ্জা পেতাম। সারাজীবন দেখেছি আমাদের দেশের মেয়েরা শাড়ীর আঁচল বা ওড়না দিয়ে ঢেকে বা আড়ালে গিয়ে দুধ খাওয়ায়। দিনে দিনে বুঝেছি ওটাই এদের কাছে অতি সাধারণ বিষয়। শিশু মায়ের দুধ খায়, খাবে, এতে কোন অশ্লীলতা নেই। ওটাই স্বাভাবিক। তাই কেউ বাজে দৃষ্টি নিয়ে মায়ের বুকের দিকে তাকাবেনা। একই কারণে বিকিনি পরে মেয়েরা যখন সমুদ্রে বা পুলে নামে, কেউ কৌতুহল নিয়ে তাকায়না। তাকাবে যদি দেখে কেউ শাড়ী বা সালোয়ার কামিজ বা বেশী পোষাকে নামছে। ভাববে, একি অদ্ভূত কাণ্ড! ইহা কিহা??
আমি দেখেছি আমাদের দেশের পুরুষরা বিশ্রীভাবে মেয়েদের শরীরের, বিশেষ করে বুকের দিকে তাকায়, তা সে যে বয়সেরই হোক। নিজের প্রেমিকা বা স্ত্রীর শরীর দেখার যুক্তিসংগত কারণ থাকে। কিন্তু অন্য মেয়ের? এদেশে দেখেছি , খুব স্বল্প পোষাকে কোন মেয়েকে দেখলেও পুরুষরা সেভাবে তাকায়না। এরা মেয়েদের বুকটাকে শরীরের একটা অংশ ছাড়া আলাদা কিছু ভাবেনা।
আমি দেখেছি বইমেলায় আমার বন্ধুদের কেউ কেউ ভীড়ের সুযোগে মেয়েদের গায়ে হাত দেয়। কেন তারা এটা করে? আমি এর কারণটা অনুমান করি এরকম: আমাদের দেশের পুরুষরা বিয়ের আগে সেক্স করতে পারেনা সমাজের নিষেধের কারণে। সবার প্রেমিকা থাকেনা, থাকলেও পূর্ণ তৃপ্তির সুযোগ থাকেনা। পতিতালয় আছে। সেখানে যাবার মানসিকতা, সুযোগ, সামর্থ সবার থাকেনা। পরকীয়া বা রেপ করাও ঝুঁকিপূর্ণ। কিন্তু শরীরের চাহিদাটা থেকে যায় মোক্ষমভাবেই। ফলে তারা সুযোগ খোঁজে, কোথাও যদি নারীদেহের স্পর্শে নিজেকে একটু হলেও তৃপ্ত করা যায়। আর সেটুকুও কপালে না জুটলে চোখই ভরসা।"

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

পা্রিসা বলেছেন:
ধন্যবাদ, গল্পটি খুব সুন্দর এবং বাস্তবস্মত। আমি জানি সব পুরুষ খারাপ হয় না ।আমার কিছু পুরুষ বন্ধু আছে
যাদের বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু এমন কিছু পুরুষের মূঢ় সাথে আমার পরিচয় আছে যাদের ক্রিয়াকলাপে আমি এতটাই বিরক্ত যে আমি মন থেকে একটাই প্রার্থনা করি এমন জীবন সঙ্গী যদি আমার ভাগ্যে লিখা থাকে তাহলে আমার যেন কোনদিন বিয়েই না হয়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

ঋতো আহমেদ বলেছেন: দেখানোর যদি কোনও উপায় থাকতো অথবা যদি কোনও ভাবে অনুভব করানো যেত .. এই চিন্তাটুকু ভাবনায় স্পর্শ করলো ।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

পা্রিসা বলেছেন: ধন্যবাদ :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। সব পুরুষ একরকম নয়। আমারো অসাধারণ কিছু পুরুষ বন্ধু আছে। তবে বেশীরভাগ পুরুষ ও নারীর মানসিকতা আমাকে হতাশ করে। আপনার জন্য অগ্রিম দোয়া ও শুভকামনা - আপনার হবু জীবনসংগী আপনার মনের মত হোক।
 সেইসাথে নতুন বছরের শুভেচ্ছা......

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

পা্রিসা বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য আর আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। সব পুরুষ একরকম নয়। আমারো অসাধারণ কিছু পুরুষ বন্ধু আছে। তবে বেশীরভাগ পুরুষ ও নারীর মানসিকতা আমাকে হতাশ করে। আপনার জন্য অগ্রিম দোয়া ও শুভকামনা - আপনার হবু জীবনসংগী আপনার মনের মত হোক।
 সেইসাথে নতুন বছরের শুভেচ্ছা......

৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: লেখাটির একটি শিরোণাম হতে পারতো।

আমি মনে হয় বোনদের ওরকম অনুভূতির কথা বুঝি। আমারো অনেক খারাপ লাগে।
হয় তো একদিন সমাজটা অনেক ভাল হবে।

@ alpona talukder..........পুরুষরা মেয়েদেরকে ভোগের সামগ্রী ছাড়া আর কিছু ভাবতে পারেনা, তা সে যেমন পুরুষই হোক।............ মানতে পারলাম না, কথাটি সবার জন্য প্রযোজ্য নয়।

সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

পা্রিসা বলেছেন: শিরোণাম দিতে ইচ্ছা হয়নি। তারপরও মতামত দেয়ার জন্য ​ধন্যবাদ :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

আলপনা তালুকদার বলেছেন: @ বিজন রয়: সরি, আমি মূলত: যেকোন বয়সের, বিবাহিত-অবিবাহিত, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরীব... ইত্যাদি যেকোন আর্থ-সামাজিক বা ধর্মের বেশীরভাগ পুরুষদের বোঝাতে চেয়েছি। আমার উচিত ছিল আরো স্পষ্ট করে লেখা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। পরে লেখার সময় আরো সতর্ক হব। ভাল থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা জানবেন....

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: কি বিষম যন্ত্রণাদায়ক, বিবমিষা উদ্রেককারী অভিজ্ঞতা বা অনুভূতি থেকে শিরোনামহীন এমন চারটে লাইন বেরিয়ে এসেছে, তা বুঝতে পারি। ছোট বয়স থেকেই এমনতর চরিত্র দেখে এসেছি, তাদের কথা গল্প উপন্যাসে পড়েছি, নাটকে সিনেমায় দেখেছি, আজ পরিণত বয়সে এসেও দেখছি। এ থেকে উত্তরণ কবে ঘটবে, কে জানে! বিদেশে অনেক খোলামেলা রমণীরাও পুরুষদের চোখে এমন লালসা দেখেননা, যেমনটা আমাদের দেশে দেখা যায়। কেন আমাদের সমাজেই এ সমস্যাটা এতটা প্রকট, তা নিয়ে সমাজবিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পারেন।
লেখাটার শিরোনাম না দেয়াতে ব্যত্যয় কিছু ঘটেনি। ডটগুলো অনুচ্চারিত ঘৃণার প্রতীক হিসেবে থেকে যেতেই পারে। তবে এ লেখাটার একটা শিরোনাম হতে পারতো- বিবমিষা
২ নং মন্তব্যের সূচনা বক্তব্যটা ভীষণ একটা Generalized statement। ব্লগে এমন ঢালাও মন্তব্য রাখাটা সমীচীন নয়, এতে অযাচিত ক্যাচালের সৃষ্টি হতে পারে। যাহোক, যেহেতু মন্তব্যকারী ইতোমধ্যে নিজের ভুলটুকু বুঝতে পেরেছেন বলে মনে হচ্ছে, কারণ তিনি 'সরি' বলেছেন এবং পরে লেখার সময় আরো সতর্ক হবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেহেতু এ নিয়ে আর বেশী কিছু বললাম না।
কয়েকটি লাইনের লেখা, তবু তাৎপর্যময়। লেখায় + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.