নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পা্রিসা

পা্রিসা › বিস্তারিত পোস্টঃ

লিঙ্কডইন (Linkedin) এবং কিছু নির্বোধ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৭

আমি বিস্মিত ও হতবাক হয়ে যাই কিছু নির্বোধ মানুষের মানসিকতা দেখে যারা যা বিশ্বের এক নম্বর পেশাদারী সাইট লিঙ্কডইন (Linkedin) কে বৈবাহিক সাইট শাদি.কম অথবা সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের এর মত ব্যবহার করছে ।শিক্ষিত ও ভালো পেশায় থাকার পরও কেন তাদের এত চুলকানী মেয়েদের সম্পর্কে এখনও আমি বুঝতে পারিনা ! আমি বলছি না যে সবাই খারাপ হয় কিন্তু আমি কিছু শীর্ষ পেশাদার মানুষের থেকে কিছু আচরণ পেয়েছি যা অপ্রত্যাশিত ।
কিছু উদাহরণ দেই,
অনেকের মতে তারা তাদের বিবাহিত জীবন নিয়ে খুশি নয়।কিন্তু এটা কি সম্ভব হতে পারে যে তাদের সবার স্ত্রীরাই খারাপ! আর তারা ধৌত তুলশী পাতা! আবার তাদের মধ্যে অনেকে অবিবাহিত জাহির করবে নিজেকে বিবাহিত হলেও।

জানিনা কেন তারা বুঝতে পারে না স্বামী বা প্রেমিক সন্ধানে নয় আমরা এখানে পেশাদার কারণেই আমাদের অ্যাকাউন্ট খুলে থাকি এবং তাদের সংযোগ অনুরোধটি গ্রহণ করি। এটা শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি না অনেক নারীর অভিজ্ঞতা থেকে বলছি যারা আমার পরিচিত এবং এই সাইটে একাউন্ট আছে।

জানিনা এই নির্বোধগুলির কবে এই জ্ঞান হবে যে মেয়েরা এই জাতীয় মেসেজ পেলে খুশি বা উত্তেজিত
হয় না বরং খুবই বিরক্ত বোধ করে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

নাগরিক কবি বলেছেন: আজকাল Linkedin এ এগুলো একটু বেশি দেখা যায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

পা্রিসা বলেছেন: ঠিক বলেছেন :) কিছু কিছু মানুষ Linkedin কে ফেসবুক বানিয়ে ফেলেছে আজকাল :(

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

মানবী বলেছেন: ভালো লিখেছেন!
অদ্ভুত কিছু চরিত্র সবখানেই পাওয়া যায়, পেশাদারদের মাঝেও এরা থাকবে এটাই স্বাভাবিক।

আত্মসন্মানবোধ সম্পন্ন কেউ এমনটা করবেনা তা নিশ্চিত!

পোস্টের জন্য ধন্যবাদ পারসা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

মানবী বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ পারিসা(টাইপের ভুলের জন্য দুঃখিত)।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

পা্রিসা বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নাই আপু :) বাংলা টাইপ করতে গেলে এমন হয় :) , আপনাকে ধন্যবাদ এই পোস্টটি পছন্দ করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.