![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সন্ধ্যায় টেলিভিশন দেখছিলাম ভাগনির সঙ্গে বসে । হঠাৎ আমার ভাগনি আমাকে জিজ্ঞাসা করে বসলো “খালামনি আমরা কি ভারতীয়?" তার প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম কেন সে এই প্রশ্ন জিজ্ঞাসা করল?সে কি জানে না আমরা বাংলাদেশী? আমরা কি তাকে বলিনি যে সে একজন মুক্তিযোদ্ধার নাতনী? আমি আরো পাঁচ মিনিট তাকে অনেক কিছু বুঝালাম এবং তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে এখন কি সে বুঝতে পেরেছে? আমার পাঁচ বছর বয়সী ভাগনি তখন উত্তর দিলাে একটা ব্যাপার ছাড়া সে সবকিছু বুঝতে পেরেছে। সে আবার আমাকে জিজ্ঞেস করলো যে কেন তার মা এবং আমি অধিকাংশ সময় ভারতীয় চ্যানেলগুলো দেখি? আমাদেরতো বাংলাদেশী চ্যানেলগুলো বেশি দেখা উচিত।কেন আমরা তা করি না? আমি দুই -তিনমিনিটের জন্য চুপ হয়েগেলাম কারণ টিভিতে তখন একটা ভারতীয় সিরিয়াল চলছিলো। বুঝতে পারলাম এক পাঁচ বছর বয়সী শিশু না বুঝেই আমাকে আমার জীবনের সেরা লজ্জাটা দিয়ে দিলো।
২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৪
এম আর তালুকদার বলেছেন: ভাগ্নীর প৾তি অকৃত৾িম ভালবাসা রইলো।
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল করেছে সে।
৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০০
অালপিন বলেছেন: শিক্ষণীয়।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
বাচ্চাটা মুক্তিযোদ্ধার নাতনী, সহজ ব্যাপার