| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ টিভি-র ৭১ মঞ্চ দেখছিলাম।
মন্দির, শহীদ মিনার ভাঙ্গার জন্য জামায়াতকে জড়িয়ে কথা বলা হচ্ছিল।
আলোচকগন এবং সঞ্চালক সবার সুরই এক।
গেস্ট হিসাবে ওয়ারলেসে যুক্ত হলেন বিএনপি নেতা মীর নাসির। তিনি এব্যাপারে কমেন্ট করতে গিয়ে বললেন, আসলে এসব স্থাপনায় আঘাত কে করছে খতিয়ে দেখতে হবে। জামায়াত এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত করার যে আহবান জানিয়েছে, তার সাথে তিনি একমত হয়ে বললেন, আসলে অন্য কেউ এসব জায়গায় আক্রমন করে আন্দোলনের দিক পরিবর্তন করার চেষ্টা করছে কিনা দেখতে হবে। এ ব্যাপারে তিনি জোর দিলেন তার বক্তব্যে, কিন্তু কথা শেষ না হতেই যথারীতি দর্শক ফোন বা বিজ্ঞাপন বিরতি। এসময়ে দর্শককে সংযোগ দেয়ার কারনটা আপনাদের খুব ভালোভাবেই জানবার কথা...।।
মজার ব্যাপার হল, কিছুক্ষনের মধ্যেই টিভির স্ক্রলিং এর খোজ পেয়ে গিয়েছেন মীর নাসির। এবার সুযোগ পেয়ে তিনি বললেন, দেখুন কিছুক্ষন আগে ষরযন্ত্রের যে কথা বলছিলাম তার প্রমান কিন্তু এসে গেছে। মানব জমীন এবং আরেকটি টিভির স্ক্রলিং এ বগুড়ার একটি শহীদ মিনার ভাংচুরের সংবাদ এসেছে। কিন্তু কে ভাংছিল জানেন, সে জামায়াতের কর্মী নয়। সে যুবলীগ নেতা। বলতে না বলতেই সঞ্চালক ফ্লোর পরিবর্তন করে অন্য আলোচক এর কাছে আসলেন। শেষে যখন লেলিনের কাছে ফ্লোর। তখন লেলিন বলে ফেললেন, আসলে বগুড়া তে কে শহীদ মিনার ভেঙ্গেছে তা খুজে দেখতে হবে। যেই হোক তার শাস্তি দিতে হবে। জামায়াতকে দোষ দেয়ার আগে কিন্তু একবারও এ লোকেরা তদন্তের কথা বলেননি। সরাসরি জামায়াতকে দুষে বসেন। আর এখন নিজেদের নেতার নাম প্রকাশ হয়ে পড়ার পরে আমতা আমতা, খুজে বের করা, তদন্ত করা, যেই হোক শাস্তি..............................
তার এ অবস্থা দেখে মীর নাসির হঠাত হেসেই দিলেন। ক্যামেরা ম্যানকে আর কি দোষ দিব। ব্যাটা এই মুহূর্তে আবার স্ক্রীনের দিকে ক্যামেরা তাক করেছে...।। ক তে ক্যামেরা ম্যান, তুই রাজাকার, তুই রাজাকার।
২|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
কান্টি টুটুল বলেছেন:
আজকে লেলিন ছাবের কপালটাই খারাপ,একেবারে রাম ধরা খাইছে
৩|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি আর করার ভাই ----------- জাতি তাই চেয়েছিল , আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধার পক্ষের দল ওরা ভাংবে আবার বানাবে তাতে কি!!!
৪|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকী গুলার পিছনেও যে তাদেরই হাত আছে হাতেনাতে প্রমাণ হল।
পতাকা পোড়ানো এবং শহীদ মিনারকে তারাই তাদের রাজনৈতিক কারণৈ যে অবমাননা করেছে এবং দোষ দিয়েছে আম মুসল্লিদের তা যেন দিবালোকের মত ষ্পষ্ট!
অথচ তাদের চাপার জোড়ে তারা দিনকে রাত বানানোর কত চেষ্টাই না করছে।
শাস্ত্রে আছে না ধর্মের কল বাতাসে নড়ে!
চোরের ১০ দিন গৃহস্থের একদিন।
আজ হাতেনাতে তাই প্রমাণ হল।
৫|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
একমত না বলেছেন: এই পোস্টের পরে সামু যদি আমাকে ব্যান না দেয় তাহলে বুঝতে হবে সামুর মডুরা নিরেপক্ষ হওয়ার চেষ্টা করতেছে আর না হয়ে ১০০ টা পোস্ট ডিলিট করে এই একটা পোস্ট ডিলিট না করে, আমাকে ব্যান না করে তারা দেখানোর চেষ্টা করতেছে তারা নিরেপক্ষ।
যোগী নামক এক ব্লগার খালেদা জিয়াকে নিয়ে কিছু সুন্দর কথা বলার কারনে কেও তার ব্যান চাচ্ছে আর কিছু ছাগু ফাইটার যোগীকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশের ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কে নিয়ে কুরুচিপূর্ণ এবং তার চরিত্র নিয়ে কমেন্ট দেবার পরো সামুতে সে বহাল তবিয়তে থাকে এবং অনেকের সমর্থন পায় সেটা দেখে আমি ভাবলাম আমিও একটা চান্স নেই।
দেখি নিজেকে সুস্থ মস্তিষ্কের দাবি করা ছাগু ফাইটাররা এবং সামুর মডুরা কি করে।
এক আবুলের পেটে পুরা পদ্মা সেতু চলে গেল। এক আবুলকে চার্জ শিটে ঢুকিয়ে দিলে এখন হয়তো পদ্মা সেতুর কাজ শুরু হয়ে যেত। ওহ! ভুলে গেছি। মসিউর রহমান নামক উপদেষ্টাও কম দায়ী না। পদ্মা সেতু আর বিশ্ব ব্যাংকের মাঝে এই দুই লোক কাঁটা হয়ে থাকলেও, অর্থমন্ত্রী মসিউর রহমান (হয়তো আবুলকেও) কে সরিয়ে দিতে রেডি থাকলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আবুল এবং মসিউর কে সরিয়ে দিতে একদম রাজি নয়। শেষে না পেরে আবুলকে বের করে দিলেও মসিউর কে নিয়ে কম নাটক করেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এখন কথা হচ্ছে তাদের প্রতি বিশেষ করে মসিউরের প্রতি তার কিসের এতো পিরিত যে তিনি তাকে সরিয়ে দিতে চাচ্ছেন না। নাকি সরিয়ে দিলে তাদের যখন তখন বঙ্গভবনে কাছে পাওয়া যাবেনা এই কারনে তিনি সরিয়ে দিতে চাচ্ছেন না? ডাল মে কুচ কালা জরুর হ্যায়।
৬|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০
ইউরো-বাংলা বলেছেন: দেশ টিভি, চ্যানেল আই, সময়, ৭১ টিভি ওরা ইতিহাসের নির্লজ্জ হলুদ সাংবাদিকতা করতেছে।
সচেতন দর্শকরা এখন নির্লজ্জ চ্যানেলগুলো বয়কট করছে।
৭|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
ম্যানিলা নিশি বলেছেন:
আওয়ামী লীগ হইল বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট!
৮|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
ও মাদ্রাসা?
তা হইলে তো সন্দেহ জনক। ধরছে মাদ্রাসার ছাত্ররা ! আরো সন্দেহ জনক।
তাও বগুড়ার, বিম্পি জামাতের ঘাটি। পুরাই সাজানো।
বিম্পিরা জামাতিদের বাচাতে চায় কেন?
কলঙ্ক মুক্ত হইতে তাদের কত টাকা দেয়?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
পাথ-ফাইন্ডার বলেছেন: মিঃ কালবৈশাখীর ঝড় আপনাকে জামাত-শিবির মাদ্রাসায় ধইরা নিয়া যদি মধু খাওয়ায় তাইলে সর্বশক্তি দিয়ে প্রচার করবেন যে নিজামী-সাঈদীর মুত খাওয়াইছে আর রামছাগু ধইরা নিয়া যদি ছবির হাটে গাঞ্জা খাওয়ায় তাইলে কইবেন অমৃত খাইছেন, এইটাইতো আপনাগো পরিচয়,
৯|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
শ্রাবণ নজরুল বলেছেন: ক তে ক্যামেরা ম্যান, তুই রাজাকার, তুই রাজাকার।
১০|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
আশিকুর রহমান ১ বলেছেন: দালাল কত প্রকার ও কি কি এই টিভিরে না দেখলে বুঝা যায় না
১১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
তিক্তভাষী বলেছেন: নোংরামীতে কেউ তাদের ছাড়াতে পারবে না। চ্যালেঞ্জ!
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
এম আর সুমন বলেছেন: হা হা হা, শক্ত ধরা!!