| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেভাবে সংসদে মিথ্যা কথা বলে ২৫০ লাশের সাথে প্রতারনা করলেন---রানা যুবলীগের কেউ না, গতকাল যেভাবে নির্লজ্জ- বেহায়ার মত বললেন আগে থেকেই সবাইকে সরায়ে নিয়েছেন, যারা আহত হয়েছে তারা চুরি-ডাকাতি করতে গেছিল, এখন মন চায় এসব রাজনীতিবিদদের কানের লতির নীচে কসায়া দুইটা বয়রা দিয়া পাছায় লাত্থি মাইরা ইন্ডিয়া চালান কইরা দিতে পারতাম যদি তাইলে অন্তত সারাজীবনের পঙ্গুত্ববরণ কারী ২ হাজার মানুষের আত্না শান্তি পাইত, চুরি ডাকাতি করতে ২০/৩০/১০০ জন যায় কিন্তু ২/৩ হাজার লোক চুরি করতে গেছিল???? যদি সবাইরে আগেই সরায়া নিছিল তাহলে এই উদ্ধার করা ২ হাজার শ্রমিক আসল কোত্থেকে????? খানকির পোলারা রাজনীতি করবি ভালা কথা তাই বলে গরীব-দুঃখী মানুষের মৃত্যু-দূর্ঘটনা নিয়ে প্রহসন করিস কেন???? তোদের পুটকি দিয়া মিগ ২৯ ঢুকাইতে পারতাম তাইলে বুঝতিস এই সব গরীব মানুষগুলার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করা বৈদেশিক রাজস্বে এসি রুমে থেকে ট্যাক্স ফ্রি দামী পাজেরো-প্রাডো আমদানী করার মজা, এক রাজিবের খুনের সাথে সাথে তার বাসায় ছুটে যেয়ে শহীদ উপাদি, আর ২৫০ মানুষের মৃত্যুতে আপ্নেরা দিলেন ডিগবাজি, আমরা পায়ে হেটে যেয়ে আপনাদের ভোট দেই, ভোট দিতে যেতে আমাদের লাগেনা দামী পাজেরো-প্রাডো, আপনাদের পায়ে না হয় কুষ্ঠ হয়ে পচন ধরেছে; হাটতে পারবেননা, কিন্তু এসএসএফ-প্রটৌকল-দামী গাড়ী তো আছে, একটিবারও যেতে পারলেননা ???? রাজিব মানুষ ছিল আর গার্মেন্টসের গরিব শ্রমিকগুলা গরু-ছাগল???? ডেমু ট্রেন চালু করে যখন হাসলেন তখন আমার বুক চিরে শুধু চাপা আর্তনাদ, প্রেসিডেন্টের শপথ শেষে যখন হাসলেন তখনো সেই চাপা আর্তনাদ আর একরাশ ঘৃণা, ডেমু ট্রেনে খুশি হতে পারিনি- আপনি ডেমু ট্রেনে প্রমোদে মত্ত আর ওদিকে সাভারে চলছে শোকের মাতম আর লাশের ট্রেন, সন্ধ্যায় জমকালো-আলোকউজ্জ্বল শপথ অনুষ্ঠানের আয়োজন আর সাভারে ঘোর অন্ধকারের মৃত্যুপুরী,
ইতিহাসের রোম যখন পুড়ে নিরু তখন বাশি বাঁজায়, আজ সত্যিকারের ডিজিটাল নিরুকে দেখলাম, মানুষ কি করে এমন অমানবিক আর নিষ্ঠুর হয়??? একটাই ফরিয়াদ আল্লাগো - নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব প্রতিফলন না দেখায়া আমারে তুইলা নিওনা
২|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫
নিয়েল হিমু বলেছেন: আশা করব গন মানুষের মনের কথা গুলো গন মানুষের কথ্য ভাষায় ( with গালি ) লেখার দায়ে পোষ্ট টি সরিয়ে নেয়া হবে না ।
ভাই ২য় প্লাস আমি দিছি পোষ্টে ।
৩|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
এম আবু জাফর বলেছেন: দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে।(অনেক দিন আগে কোথায় পড়ে ছিলাম মনে নেই) এই বেহায়া বলেছিল, ঐদেশ আমার নয়-যেদেশে আমার বাবাকে হত্যা করা হয়েছে। ঐদেশের মানুষগুলি কুত্তার মত মর্তে দেখলে আমি খুশি হই।
৪|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১
হুমায়ুন তোরাব বলেছেন: 4th plus
৫|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: প্রধানমন্ত্রী নিজে কি গেছেন সাভারে? নাকি সেখানে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে? তিনি ভাষণ না দিয়ে নিজে সেখানে গিয়ে তদারকি করছেন না কেন? নাকি তারা গরীব শ্রমিক বলে তাদের কোন মুল্য নেই?
৬|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
আহমেদ রিজভী বলেছেন: আল্লাহ দুনিয়ার বিচারে আর ভরসা নাই । হে মাবুদ তুমি কি তোমার বিচার আমাদের দেখাবা না ? নাকি শুণ্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ? ভাঙ্গিছ গড়িছ তুমি আপনও লয়ে নিরজনে প্রভূ নিরজনে ?
৭|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
জাহাজ ব্যাপারী বলেছেন: প্রধানমন্ত্রী না চেনার ভাণ করলেও সাভারের জনতা কিন্তু রানাকে ঠিকই চেনে।
৮|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
দিশার বলেছেন: @আহমেদ রিজভী।
মৌলানা রুহী (হেপাজত) বলেছেন এটা আল্লাহর গজব . এখানে আপনে বলছেন আল্লাহ এর বিচার করবে। আল্লাহ গজব ও দিল আবার গজবের বিচার ও করলো? সাপ হয়ে দংশন কর ওঝা হয়ে ঝাড়া নাকি রে ভাই ?
পরকালের আশায় বসে থাকলে, তাহলে রানা, গার্মেন্স মালিক এদের মাফ করে ক্ষতিপূরণ দিয়ে দেন। বিচার তো হবে পরকালে।।।।।
৯|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১
নিয়েল হিমু বলেছেন: মোঃ মাহমুদুর রহমান @ আপনার আয়োডিনের অভাব আছে এটা যেখানে সেখানে প্রকাশ না করলেই কি নয় ?
১০|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনার ক্ষোভের সাথে এক মত !!!
উইথ হাই ভোল্টেজ বকা বকি
১১|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট। এই পোস্ট স্টিকি করা হলে অনেকেই জানতে ও বুঝতে পারতেন আমাদের করিতকর্মা,বক্ততৃতাবাজ,মিথ্যা ও ফালতু কথা বলায় পারদর্শী মাননীয় প্রধান মন্ত্রীর আসল চেহারাটা।
১২|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১
আিম এক যাযাবর বলেছেন: পোস্টে +++++, কথায় আছেনা- চোরায় না শুনে ধর্মের কাহিনী।
১৩|
২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২
লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt9, apni to himu, taina?
১৪|
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
জামান2021 বলেছেন: আপনার ক্ষোভের সাথে এক মত !!! পোস্টে +++++
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
িহজলতমাল বলেছেন: Hmm valo likhecen ... Thnx ....