নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুঁড়িয়ে পাওয়া

পাথ-ফাইন্ডার

নদীর তীরে হাওয়ায় দোলতে থাকা কাশফুল উদাসীন করে তুলে অজানা এক ব্যাকুলতায়

পাথ-ফাইন্ডার › বিস্তারিত পোস্টঃ

অক্সিজেন, কাটার, ড্রিল ইত্যাদি পাবলিক পকেটের টাকায় কিনে দিতে পারলে ছাগলের খোয়ার 'দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়' রেখে লাভ কি ?

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

বলি অক্সিজেন সিলিন্ডার, কংক্রিট কাটার, ড্রিল মেশিন ইত্যাদি যদি পাবলিক নিজের পকেটের টাকা দিয়া কিনে দিতে পারে তাহলে ছাগলের খোয়ার 'দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়' রেখে লাভ কি ? , টিভি স্ক্রিনে যখন স্ক্রল করে ভেসে উঠে "অক্সিজেন সিলিন্ডার এর অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, কংক্রিট কাটার লাগবে, ডি-ওয়াল্ট ব্র্যান্ডের রেসকিউ ইকুইপমেন্ট জরুরী দরকার- --- এগুলা পাওয়া যাবে নবাবপুরে" অথচ গাধার বাচ্চা গুলা মিডিয়ার সামনে বলে উদ্ধার সরঞ্জামাদির কোন ঘাটতি নাই তখন মেজাজটা কেমন লাগে ??? এই মন্ত্রী নামক জানোয়ারগুলার মুখে প্রস্রাব করতে পারতাম যদি !!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

শফিক১৯৪৮ বলেছেন: এইটার দায়িত্বের মন্ত্রী মাগনা আমাদেরর টাকায় বিদেশে এই কয়দিন ফুর্তি করে এসেই বলেন এতজন নিখোজ, কাজ দেখাতে হবেনা! এই ব্যাটা আবার নতুন মন্ত্রী হয়েছে, এদের পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দিতে পারলে যারপর নাই আনন্দিত হতুম।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

পাথ-ফাইন্ডার বলেছেন: সহমত

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:

সরকার থেকে সরবরাহ কৃত দ্রব্যাদির ক্রয় রশিদ সহ বিবরন তৈরী রাখেন।
মন্ত্রী মহোদয় গন একটু ধৈর্য ধরেন আমাদের হাতের কাজ গুলা শেষ হইতে দেন।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

মাহমুদুর রাহমান বলেছেন: খুব কষ্ট পাই এই সবে। আর হলুদ বা লাল সাংঘাতিক মুন্নি সাহা কি বলেছে দেখেছেন?

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

ভািটবাংলা বলেছেন: কাবিখা আর কাবিটার টাকা লুটপাটের মন্ত্রনালয় । জনগন দেখুক ভুয়া মন্ত্রনালয়ের কি বাহাদুরী । উদ্ধার না হয়ে যদি বন্যা হতো, রিলিফ আসতো, তবে মন্ত্রনালয়ের কর্মকর্তাদের পোয়াভারী হতো ।
লাশ উদ্ধারের জন্য আমাদের জনগন ই ভরসা । আল্লাহ্ আমাদের সহায় হউন ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

পাস্ট পারফেক্ট বলেছেন: ভোট দিয়া চোর-ডাকাত কে নির্বাচিত করার পর হা-হুতাশ করাটা আরেক আহাম্মকি।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

তামিম ইবনে আমান বলেছেন: অপেক্ষা করেন জনগণের টাকায় কিনা এসব জিনিসের গায়ে সরকারী দলের টাকায় কিনা ট্যাগ লাগানো পর্যন্ত।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

অরন্য জীবন বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: অপেক্ষা করেন জনগণের টাকায় কিনা এসব জিনিসের গায়ে সরকারী দলের টাকায় কিনা ট্যাগ লাগানো পর্যন্ত।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

লিংকন১১৫ বলেছেন: দাঁড়ান আগে এস্টিমেট করে নেই তাঁরপর 'মন্তি' ফন্তির কাছে বিল পাঠাই
হের পরনা
আমি খামু হেরা খাইব আরও কত
এই মন্ত্রী নামক জানোয়ারগুলার মুখে প্রস্রাব করতে পারতাম যদি

সহমত

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

লজিক মানুষ বলেছেন: ছাগলের খোয়াড় না থাকলে কিছু ছাগলের পেট ভরবে কি করে? X( X( X( তাদের পেট না ভরা পর্যন্ত অন্যেরা কিছুই পাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.