নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু 'আলাইকুম

“তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুউচ্চ সুদৃড় দুর্গে(High Fortified Castle) অবস্থান কর” [নিসা ৭৮]

আলোর-ভূবন

বিসমিল্লাহির রহমানির রহীম আস্সালামুয়ালাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই ব্লগে লেখালেখির সুযোগ করে দিয়েছেন। ইসলাম আজ বহু অভিযোগে অভিযুক্ত একটি জীবন-ব্যাবস্থা।এর অনেক কারণের একটি কারণ, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অভিযোগকারীদের অজ্ঞতা(আপনারা ভাববেন না যে আমি নিজেকে আপনাদের সামনে বিজ্ঞ বলে প্রমাণ করতে চাচ্ছি)।আর আমি আপনাদের সামনে ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরব-(ইনশা’আল্লাহ), বিশেষত তাওহীদ সম্পর্কে। জাযাকাল্লাহু খাইর(আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন)

আলোর-ভূবন › বিস্তারিত পোস্টঃ

বেহেশ্তের কথা (চমৎকার ছোট গল্প)

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

কীরে! কেমন লাগছে? কাইছার প্রশ্ন করল শুভকে।হুম..! আল্লাহর রহমতে খুবই ভাল।উত্তর করল শুভ।খুবই ইচ্ছে করছে পাখির মত আকাশে উড়ে বেড়াতে।একি!! শুভ যা ভেবেছে তা-ই হয়ে গেছে। অদ্ভুত ঘটনাত !

 সে আকাশে উড়ছে! স্বাধীন পাখির মত।মনে মনে তা ভাবছে কাইছার।

 তো কাইছারও এবার ইচ্ছার স্বপ্নে বিভোর হয়ে গেছে।………………

 আবার, আরেক অদ্ভুত ঘটণা ঘটল মুহূর্তেই।সে দেখল কত রকমারি খাবার-ই না তার সামনে অপরুপ সৌন্দর্যে সাজানো। কারন, সে ইচ্ছার সাগরে ডুবে নানান রকমের, নানা ধরনের খবারের কথা ভাবছিল। কেননা তার খুবই খিদে পেয়েছিলো।

 যতক্ষন না তাদের ইচ্ছে করছিলো ততক্ষণ পযন্ত তারা তাদের ইচ্ছে সাবার করে গেল।তাদের ইচ্ছে শেষ হওয়ার পর তারা পুনঃরায় মিলিত হল। তারা একে অপরকে তাদের ঘটে যাওয়া ঘটনা গুলো সম্পর্কে বলল।

 তারা এমন আনন্দে আনন্দিত হল যেন, আগে কখনোও কেউই তাদের এরূপ আনন্দ দিতে পারেনি।

 আর এভাবেই অর্থাৎ তাদের যখন যাই ইচ্ছে হয় মুহূর্তেই তাই ঘটে যাওয়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হতে লাগল।

 শুধু তারাই কেন, সেই শান্তিময় জায়গায় যারা স্থান পেয়েছে, তাদের সবারই অবস্থা একই রকম।

 সেই জায়গা অনন্ত শান্তির জায়গা।আর সেই জায়গার মানুষও অনন্ত সেই শান্তির স্থানে অনন্ত কাল থাকবে অতি সুখে।

o আর সেই জায়গার নাম হল বেহেশত……

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর গল্প , বেশ ভাল লাগল ।

২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল।+++++++++++++

৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.