নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু 'আলাইকুম

“তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুউচ্চ সুদৃড় দুর্গে(High Fortified Castle) অবস্থান কর” [নিসা ৭৮]

আলোর-ভূবন

বিসমিল্লাহির রহমানির রহীম আস্সালামুয়ালাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই ব্লগে লেখালেখির সুযোগ করে দিয়েছেন। ইসলাম আজ বহু অভিযোগে অভিযুক্ত একটি জীবন-ব্যাবস্থা।এর অনেক কারণের একটি কারণ, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অভিযোগকারীদের অজ্ঞতা(আপনারা ভাববেন না যে আমি নিজেকে আপনাদের সামনে বিজ্ঞ বলে প্রমাণ করতে চাচ্ছি)।আর আমি আপনাদের সামনে ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরব-(ইনশা’আল্লাহ), বিশেষত তাওহীদ সম্পর্কে। জাযাকাল্লাহু খাইর(আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন)

আলোর-ভূবন › বিস্তারিত পোস্টঃ

Double Standard

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

• যদি তুমি হিন্দী চ্যানেল ত্যাগ নাই করতে পার, তবে কাস্মীরবাসীদের দুর্দশা নিয়ে তোমার সস্তা আবেগের মুল্য কি ?

• মেসুত ওজিল, করিম বেনজিমা বা জিনেদিন জিদানের ফুটবল খেলা দেখতে, তুমি আল্লাহর ও তার রাসুলের হুকুম অমান্য করলে, কি মুল্য তোমার ইসলাম ইসলাম খেলার ?

• ইরাক বা আফগান যুদ্ধের খলনায়কের কুশপুত্তলিকা দাহনে কি লাভ তোমার, যদি তুমি ডিবি লটারীর পিছু ছাড়তে না পার ?

• শাহরুখ, সালমান বা আমিরের ছবি হিট করলে কি যায় আসে তোমার যদি তুমি মুমিন হও ?

• আল্লাহর নবীর(সা) সুন্নাত পরিহার করে কাফেরের সংস্কৃতি গ্রহন করে কি দ্বীন তুমি প্রতিষ্ঠা করবে ?

আবেগের ডাবল ষ্টান্ডার্ড

• রাসুলের আদর্শকে মসজিদে তালা বদ্ধ করে কিং খানের পোশাককে নিলে, ঠাকুরের সাহিত্য নিলে, জাফরের বিশেষ মিশনের সায়েন্স ফিকশন নিলে, খোলাফায়ে রাশেদীনকে গালি দেওয়া আহমেদ নিজাদের রাজনিতি নিলে, রোকেয়া আপার নারীবাদ নিলে বা বিশেষ একটি পত্রিকার দাম্পত্য বা পরকিয়ার আদর্শ নিলে..........শুধু ধর্মের পাশে নামটা ইসলাম লিখে কি লাভ তোমার ?

• পাঠান, সাকিব বা তামিমের সমর্থন কিভাবে তোমাকে আল্লাহর শাস্তি থেকে রহ্মা করবে যদি চার ছক্কার তালে উলঙ্গ নৃত্য তোমার চোখে ভাসে ?

• হাসান/হুসাইনের রা:- শাহাদতে তুমি শোকের মাতম কর.......অথচ রাসুলুল্লাহ সা:, উমর-উসমান-আলীর রা: শাহাদতে নিশ্চুপ থাক........ কি উদ্দেশ্য তোমার এই আবেগের ?

• আল্লাহর সাথে শিরক করা শচিন-মেসি-রোনালডোদের জন্য গলা ফাটাও আবার বিতরের নামাজের দোয়া কুনুতে বল “ হে আল্লাহ যারা তোমার সাথে প্রকাশ্য দুশমানি করে তাদের সাথে কোন সম্পর্ক নাই....এ কেমন দ্বৈত নীতি তোমার ?

আবেগের ডাবল ষ্টান্ডার্ড

• আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত তুমি অথচ আল্লাহর জন্য দাড়িটাই রাখতে পারনা তুমি......টাখনুর উপর কাপড় থাকে না তোমার......এ জিহাদ জিহাদ খেলার উদ্দেশ্য কি তোমার ?

• ষ্টার জলসা বা জি-টিভির পরকিয়া-বিচ্ছেদ-নগ্নতার নাটক সিনেমা চলবে তোমার ঘরে আর আশা করবে নিজের সংসার সুখের হবে...ইসলামিক হবে...এ কেমন পান্ডিত্য তোমার ?

• টিভি,ফ্রিজ বা মেবাইল ফোন সবগুলিই চালালে প্রস্তুতকারক কম্পানির ম্যানুয়াল অনুযায়ী......কিন্তু নিজের শরীরের মত এত জটিল একটি যন্ত্রকে চালালে না তার সৃষ্টিকর্তার দেয়া ম্যানুয়াল(কুরআন) অনুযায়ী....এর পরও কিভাবে ভাল থাকার আকাঙ্খা কর ?

Source: Internet



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কোনো জবাব নাই ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.