![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রহমানির রহীম আস্সালামুয়ালাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই ব্লগে লেখালেখির সুযোগ করে দিয়েছেন। ইসলাম আজ বহু অভিযোগে অভিযুক্ত একটি জীবন-ব্যাবস্থা।এর অনেক কারণের একটি কারণ, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে অভিযোগকারীদের অজ্ঞতা(আপনারা ভাববেন না যে আমি নিজেকে আপনাদের সামনে বিজ্ঞ বলে প্রমাণ করতে চাচ্ছি)।আর আমি আপনাদের সামনে ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরব-(ইনশা’আল্লাহ), বিশেষত তাওহীদ সম্পর্কে। জাযাকাল্লাহু খাইর(আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন)
একদা খামস বিন হাসান (রহঃ) বলেছিলেন যে,একটি গুনাহ করার কারনে আমি চল্লিশ বছর ধরে ক্রন্দন করেছি।এক ব্যক্তি জিজ্ঞেস করল,সেটি
এমন কি গুনাহ হযরত, যার কারনে আপনি পেরেশান হয়েছেন।বুযুর্গ বললেন, একদা আমার এক বন্ধুর আগমনে বাজার থেকে মাছ কিনে এনে তা পাক করে উভয় বন্ধু খেলাম,আহার শেষে হাত পরিষ্কার করার জন্য আমি আমার এক প্রতিবেশীর বিনানুমতিতে তার দেয়াল থেকে সামান্য একটু মাটি নিয়ে ব্যবহার করেছিলাম। এই কারনেই আমি ক্রন্দন করছি যে,এখন কি উপায় হবে!
প্রশ্নকারী ব্যক্তি অবাক হয়ে বলল যে, এই এমন সামান্য ব্যাপারে আপনি এরূপ অস্তির হয়ে গেছেন, কি আশ্চার্য! তখন হামাস বিন হাসান(রহঃ) বললেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, মানুষ যে গুনাহটিকে ছোট মনে করে (অর্থাৎ সামান্য মনে করে আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করেনা)আল্লাহর কাছে তা 'বড় গুনাহ হয়ে যায়।আর যে গুনাহকে মানুষ বড় মনে করে, আল্লাহর কাছে তা 'ছোট গুনাহ সদৃশ।
আল্লাহ আমাদের ছোট বড় সকল গুনাহ
থেকে বাঁচার তৌফিক দেন,,আমিন
@সংগ্রহীত@
©somewhere in net ltd.