নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বেশ ভালো একটা ক্রিকেট দল আছে, বিশ্বের শ্রেষ্ঠ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, বিশ্বের সব ভালো ক্রিকেট দলগুলোর বিপক্ষে জয়ের সোনালী ইতিহাস আমাদের আছে । আমাদের ক্রিকেট দলটা এরকম ভালো খেলতে পারে কেন জানেন????????? কারণ, ক্রিকেটাররা সব সময় আমাদের অর্থাৎ সমর্থকের অনুপ্রেরণা পায়, ভালোবাসা পায় । তাই তাদের কাছ থেকে ভালো ভালো দলের বিপক্ষে জয়ের আনন্দ আমরা পেয়ে থাকি । বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিধানকৃত অনেককেই আমি পথে চলাফেরার সময় দেখতে পাই । কিন্তু আমি আজ পর্যন্ত এমন কাউকেই দেখিনি যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছে । আসলে আমাদের মাঝে এমন অনেকেই হয়তো আছেন যারা আমাদের জাতীয় ফুটবল দলের জার্সিটি কেমন তা জানেনই না । এমনটা কেন হবে ভাই?????????
আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের জন্য ট্যালেন্ট হান্ট হয় । যার ফলশ্রুতিতে আমরা খুঁজে পাই অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার । যারা পরবর্তীতে আমাদর ক্রিকেট দলের গৌরব হয়ে ওঠেন । কিন্তু আমাদের জাতীয় ফুটবল দলের জন্য এভাবে ফুটবলার খোঁজা হয়না । যে দেশে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার আছেন, সে দেশে কেন আমরা মেসি, নেইমার, ম্যারডোনা, পেলের মতো ফুটবলার খুঁজে পাইনা????????????? আর আমাদের জাতীয় ফুটবল দলের কেনই বা এ দূরাবস্থা????? এর একমাত্র কারণ, আমদের দেশের ফুটবলারা আমাদের কাছ থেকে অনুপ্রেরণা পান না, সমর্থন পান না । আমরা ভিনদেশী ফুটবলারদের জন্য মারামরি, ঝগড়া-ঝাটি করি, তাদের জার্সি পরে আমরা ঘুরে বেড়াই ।কিন্তু আমাদের দেশের জন্য তার কাছুই আমরা করি না । আর আমাদের দেশের ফুটবল দলের উন্নতির জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না ।
মেসি, নেইমার, রোনালদো, ম্যারাডোনা, পেলে- এরা অবশ্যই আছে আমাদের দেশে । হয়তো দেশের অখ্যাত কোন এক অজপাড়াগাঁয়ের মাঠে সে ফুটবল খেলে চলেছে । কিন্তু কারও নজরে পড়ছে না । আজ যাঁরা ফুটবল কিংবদন্তী তাদের কিংবদন্তী হয়ে ওঠার পেছেনর ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন । যেমন- ম্যারাডোনার কথাই ধরুন । গরিব কাঠমিস্ত্রী পিতার অনেক সন্তানদের একজন । যে আর্জেন্টিনার রাস্তায় ফুটবল খেলে বেড়াত । তাঁর প্রতিভা যথাযথ লোকের নজরে আসায় তিনি আজ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী । আমি বলছি না যে, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের সবাই ম্যারাডোনা বা পেলে হবে । কিন্তু তারা ভালো মানের ফুটবলার তো হতে পারে । যারা হয়তো আমাদের দেশের ফুটবলকেও বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করাতে পারবে । তারা হয়তো অন্ততপক্ষে আমাদের দেশকে ফুটবল বিশ্বকাপে নিয়ে যেতে পারবে । তারা ফুটবলের হাল ধরলেই হয়তো বিশ্বকাপের সময় আমাদের দেশে আর ভিনদেশি পতাকা ওড়ানো হবে না । যেদিকে তাকাবো শুধূ দেখবো লাল সবুজের অপূর্ব সুন্দর সেই পতাকাটা । আর আমাদের দেশের ফুটবল প্রেমিক ভাইয়েরা ভীনদেশি জার্সি গায়ে দেবেন না, সবার গায়ে থাকবে আমাদের দেশের ফুটবল দলের জার্সি । কবে আসবে সে দিন????????? কবে???
অনেকের কাছে এটা অসম্ভব মনে হতে পারে । কিন্তু আমি মনে করি, আমাদের ফুটবল ফেডারেশন যদি উঠে পড়ে লাগে তবে একাজ মাত্র কয়েক বছরের ।
©somewhere in net ltd.