| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আকাশে মুখচোরা অন্ধকারে
পিঞ্জরে আটকানো ছুটন্ত পাখির হাহাকারে
লাল রক্তজবার সবুজ বঁোটায়
জীবন রিক্ত যন্ত্রনার কঁাটায়
চোরাবালির হাতছানি মরীচিকা ধূ-ধূ
জীবনের অন্ত্যখেলায় একলা দঁাড়িয়ে শুধু
ক্ষুধার তাড়নায় ছুটে চলা হৃদয়
অকূলে দঁাড়িয়ে মাঝি তরী পায়নি বোধহয়
শেষ রাত্রির জাগরনে পাখির কুহক
আমরণ চলেছে যাত্রী রাতের সপ্তক
কাটাবনের সীমানায় অন্তহীন যাত্রা
বেজেছে শঙ্খধ্বনি এসেছে শুভবার্তা।
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২
পিয়ালী দও বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
এম এস নিলয় বলেছেন: ভালো লিখেছেন