![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাটছে জীবন কাটছে কাল
কাটছে না কেন প্রহর
সকাল-সন্ধ্যে চোখের সামনে
নতুন এক শহর
ভালো-মন্দের মাঝে দঁাড়িয়ে
হাজার প্রশ্নের মাঝে
মন লাগে না তবুও থাকি
হাজার রঙীণ কাজে
নতুন দেশ নতুন শহর
নতুন জীবনযাত্রা
নির্বিক হয়ে পথের মাঝে
ভাষার নেই তো মাত্রা
শহর ছেড়ে বাড়ি ছেড়ে
আছি অনেক দূরে
আশা করি হবো জয়ী
জীবন গানের সুরে...!
©somewhere in net ltd.