নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিয়ালী দও

আিম আমার সৃিষ্ট্েক সবার সণ্মু্েখ তুেল ধরতে চাই।

পিয়ালী দও › বিস্তারিত পোস্টঃ

কালো মেয়ের বিয়ে

১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:০৫

রংটা বড্ড কালো একটু হলে সাদা

দর কষতে হতো না...ভীষণ কালো-কাদা

আসে বুক ফেটে কান্না, আর না-আর না

হয়েছে অনেক এবার থামাও রঙের বর্ননা

সাদা-কালো নিয়ে কোরো না ঝনঝাট

ঘরের লক্ষ্মী হবে সে... করো মিটমাট

কালো বলে দর তার নেই একটুও

বাপ-মায়ের দুশ্চিন্তা, নেই সুখটুও

বর্ণ-বিদ্বেষ ঝামেলা হয় দেশ-বিদেশে

এতো মেয়ের বিয়ের কথা, রেহাই পাবে কিসে

চোখ ছলছল চায় না সে আর করতে কভু বিয়ে

তবুও বোঝা নামাতে হবে শ্বশুড়বাড়ি গিয়ে

করবে সব সমঝোতা যদি দাম পায় ভালো

কালো মেয়ে কপালেতে কী আর আছে বলো...!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৭

আরজু মুন জারিন বলেছেন: রংটা বড্ড কালো একটু হলে সাদা
দর কষতে হতো না...ভীষণ কালো-কাদা
আসে বুক ফেটে কান্না, আর না-আর না
হয়েছে অনেক এবার থামাও রঙের বর্ননা
++++++++++++++++++++্

অনেক ভাল হয়েছে আপু তোমার কবিতা। এখন ও কি গায়ের রং কাল সাদা নিয়ে কথা হয় আমাদের দেশে ? অথবা ভারতে। শ্রীলঙ্কায় দেখি অনেক মেয়ের গায়ের রং এত কাল। ..আফ্রিকান কাল। ...তারা তো দেখি ভালই আছে। অবশ্য ওরা দুজন এ কাল। সেজন্য হয়তবা।

কাল মেয়েরা স্কিন কেয়ার করতে পারে নিয়মিত ,যোগ ব্যায়াম করতে করতে একসময় ব্রাইট গায়ের রঙের মেয়ের চেয়ে আকর্ষনীয় হয়ে যেতে পারে। এখন এসব কোন ব্যাপার না। আত্মবিশ্বাসী থাকা মনে প্রাণে সুন্দর থাকা ই গুরুত্বপূর্ণ। আমি যদি কাল , কদাকার হতাম নিশ্চয় দুঃখ পেতামনা। কোন না কোন ভাবে আমার ঘাটতি পূরণে চেষ্টা করতাম। মনের , আত্মার সৌন্দর্য্য ই আসল। অনেক ছেলে হয়তবা গায়ের রঙ নিয়ে মাথা না ঘামাতে পারে।

এই যাহ আমি এসেছিলাম তোমার কবিতা নিয়ে কথা বলতে। ...অনেক অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে ফেললাম কিছু মনে করনা যেন। ভাল থাকবে সবসময়। তোমার লেখায় সবসময়ে আমার শুভেচ্ছা।

(শোন ছোটবেলায় আমার গায়ের রঙ শ্যামলা ছিল। তাতে কোন অসুবিধা মনে করিনি। )

২| ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২২

আরজু মুন জারিন বলেছেন: কাল মাইয়া কাল বইলা
কইরনা যে হেলা
ওরে কাল মেয়ে আছে আলো
মরি হায়
কাল মাইয়ার দুঃখ
কেও বুঝতে না চায়

এ গানটা কার জান ? তোমার কবিতা য় আবার ভালবাসা জানিয়ে গেলাম।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫০

পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য...ভাল থাকবেন

৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৯

নুরএমডিচৌধূরী বলেছেন: কালো মেয়ে আমার খুব পছনদের.............

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫১

পিয়ালী দও বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য..

৪| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেকেই মেয়েদের গায়ের রঙ নিয়ে রীতিমত গবেষণা করে।
তবে কথা আছে না জাতের মেয়ে কালো ভাল.....

লিখেছেন বেশ। শেষটায় কবিতা জমে ওঠেছে ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫২

পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য...ভাল থাকবেন

৫| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১

মামুন রশিদ বলেছেন: খুব দুঃখজনক ।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫২

পিয়ালী দও বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.